MD:Jamal Mia 01

MD:Jamal Mia 01 মৌলভীবাজার - সিলেট

এটি একটি ১০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর...
16/09/2025

এটি একটি ১০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

গত রাতে ছিলো ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ।ইতিহাস ও অভিজ্ঞতা বলে, চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ, আমাবস্যা বা বিশেষ রাত-দিনগুলো...
08/09/2025

গত রাতে ছিলো ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ।
ইতিহাস ও অভিজ্ঞতা বলে, চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ, আমাবস্যা বা বিশেষ রাত-দিনগুলোকে কেন্দ্র করে সমাজে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে।একইভাবে এই সময়গুলোকে ঘিরে জ্বীন ও যাদুবিদ্যার কার্যক্রম বৃদ্ধি পায়।
কেউ তাদের পুরনো যাদু রিনিউ করে,
কেউ নতুনভাবে যাদুচর্চায় তৎপর হয়,
আবার কেউ শয়তানকে খুশি করতে বলিদান দিয়ে থাকে।

জেনে রাখা দরকার, ইহুদী ও বহু যাদুকররা এই রাতকে উৎসব হিসেবে পালন করে।ফলে অনেক রোগী বা পেশেন্ট এই সময়গুলোতে বিশেষ সমস্যার সম্মুখীন হয়।
✅করণীয়

এ অবস্থায় আমাদের করণীয় হলো
1.নিজে নিজে সেল্ফ রুকইয়াহ করা।
2.বড়ই পাতার পানি দিয়ে গোসল করা।
3.রুকইয়াহর পড়া পানি পান করা।
4.ব্যথার স্থানে অলিভ অয়েল (যয়তুন তেল) মেসাজ করা।
5.আজুয়া খেজুর খাওয়া।
6.রুকইয়াহর পানি বাড়ির চারপাশে স্প্রে করা।
7.উচ্চস্বরে সূরা বাকারাহ তিলাওয়াত করা।
8.উচ্চস্বরে আজান দেওয়া।
9.প্রয়োজনে অভিজ্ঞ রাকির পরামর্শ নেওয়া।
10.অধিক ইস্তিগফার ও দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে সুরক্ষা প্রার্থনা করা।
11.সালাতুল কুসুফ (চন্দ্রগ্রহণের নামাজ) আদায় করা।
12.মনকে সাহসী রাখা এবং ভয় না পাওয়া।

সহীহ হাদিস থেকে শিক্ষা
আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন

حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ ﷺ ‏"‏ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَقُومُوا فَصَلُّوا ‏"‏

সূর্য ও চন্দ্র কারো মৃত্যুর কারণে গ্রহণ করে না।বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন।সুতরাং তোমরা যখন এগুলো দেখতে পাও তখন দাঁড়িয়ে সালাত আদায় করো
(সহীহ বুখারী)
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।

দা|ও|য়া|ত|না|মা|আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ইং রোজ রবিবার আপনাদের প্রিয় প্রতিষ্ঠান পতনউষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা 'র বার্...
06/09/2025

দা|ও|য়া|ত|না|মা|
আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ইং রোজ রবিবার আপনাদের প্রিয় প্রতিষ্ঠান পতনউষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা 'র বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।

মহতি মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আপনারা আমন্ত্রিত।

আল্লাহ তা'আলা আসন্ন মাহফিলকে কবুল করুন,সমস্ত জুরুরিয়াত পূরণ করুন এবং আমাদের হেদায়াতের জরীয়া হিসেবে কবুল করুন, আমীন।

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া  ইসলামিয়া  দারুল হাদিস  #মৌলভীবাজার  #জেলার  #কুলাউড়া উপজেলার কটারকোনা মা...
24/08/2025

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস #মৌলভীবাজার #জেলার #কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসার দীর্ঘদিনের সুনামধন্য ওস্তাদ হযরত মাওলানা হাফিজ শেখ সাদিকুর রহমান মাদানগরি হুজুর (দা: বা:)এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৪-৮-২৫ ইংরেজি রোজ রবিবার সকাল ১১:৩০মিনিটে অত্র জামিয়ার মাসজিদে অনুষ্ঠিত হবে। আয়োজনে:আল-হুসাইন ছাত্র সংসদ

হযরাত জী কে বিদায় শব্দ টা বলতেই যেনো কলিজা টা কেমন করে।
এমন স্নেহ করতেন যেনো পিতা তার সন্তান কে স্নেহ করতেছেন।
হযরাতের কাছে যতো কিতাব দরস নিয়েছি সব কিছুই যেনো গল্পের মতো মঝার।
এতো স্নেহ আর কখনো কি কারো কাছে পাবো?
দোয়া করি প্রিয় মুহতারাম কে ইলমে আমলে ও নেক হয়াত দান করুন মহান মালিক

আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া দুনিয়াতে একটি বড় আশা পূর্ণ হয়েছে । 🤲 সকলের কাছে দোয়া চাই.
20/06/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া দুনিয়াতে একটি বড় আশা পূর্ণ হয়েছে । 🤲 সকলের কাছে দোয়া চাই.

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُــــــــــهُEid Mubarak | ঈদ মোবারকتقبّل الله منّا ومنكم صالح...
07/06/2025

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُــــــــــهُ
Eid Mubarak | ঈদ মোবারক

تقبّل الله منّا ومنكم صالح الأعمال
দেশ ও বিদেশীর সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক.

মোবাইল মৃত্যুর দিকে নিয়ে যায় এটা তার প্রমাণ। কাচারিপাড়া  বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছেউইজডম স্কুলের ৫ম শ্রেণীতে  প...
02/06/2025

মোবাইল মৃত্যুর দিকে নিয়ে যায় এটা তার প্রমাণ।

কাচারিপাড়া বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে
উইজডম স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে
আত্মহত্যার কারণ অতিরিক্ত মোবাইল চালানোর কারণে মা তাকে রাতে শাসন করে সেই জিদের বসত সকাল ১১:৩০/১২:০০ টার মাঝে আত্মহত্যা করে
নাম: মার্জিয়া শরিফা তামান্না
বয়স: ১১
পিতা: আরিফ।
অল্প বয়সে ছেলে মেয়ের হাতে স্মার্টফোন তুলে দেয়ার এক ফল এটি,
মায়ের হাতে দেয়া স্মার্টফোন মেয়ে অতিরিক্ত চালানোর কারণে মা মেয়েকে শাসন করলে মেয়ে জিদে বসে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। চিন্তা করেন কতোটা মোবাইল আসক্ত হলে এই অল্প বয়সে এই পথ বেছে নিতে পারে।
এই মোবাইল নামক নেশা থেকে নিজে বাঁচুন বাচ্চাদেরকেও বাঁচান।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।

এখন ঘুম ভাংগে মৃত্যুর খবরে😭

09/02/2025

⭕ লাইভ সংপসার হচ্ছে ⭕
বয়ান পেশ করছেন_
হজরত মাওলানা আলি হাসান উসামা সাহেব
ঢাকা

পাশা উল্টে গেছে দাদা; এখন আর নতজানু ভাবে, মাটির দিকে তাকিয়ে কথা হবেনা; এখন কথা হবে চোখে চোখ রেখে, আঙ্গুল উচু করে...... 🔥...
11/01/2025

পাশা উল্টে গেছে দাদা; এখন আর নতজানু ভাবে, মাটির দিকে তাকিয়ে কথা হবেনা; এখন কথা হবে চোখে চোখ রেখে, আঙ্গুল উচু করে...... 🔥


bhagya lashkmi today episode
bhagya laxmi today episode full
bhagya lakshmi serial update
bhagya lakshmi today episode news
bhagya lakshmi today episodes live
bhagya laxmi today episode full
bhagya laxmi aaj ka episode live
bhagyalakshmi today episode
bhagya lakshmi aaj ka episode live
bhagyalakshmi latest episode
bhagyalakshmi latest prom❤
bhagyalakshmi kal ka episode
bhagyalakshmi yesterday full episode
bhagya lakshmi tomorrow full episode
bhagya laxmi new episode

আগামীকালকের মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি-সবাই জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ সব ও ক...
08/01/2025

আগামীকালকের মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি-
সবাই জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ সব ও কামিয়াবি হাসিল করুন

আস সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহহি ওয়া বারাকাতু?আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আরেকটি বছর ২০২৪ ঈষাইন সন! আমাদের...
01/01/2025

আস সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহহি ওয়া বারাকাতু?
আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আরেকটি বছর ২০২৪ ঈষাইন সন! আমাদের জিবনের হায়াত একটা বছর কমে গেলো!
আজ থেকে শুরু হলো আরেকটি নতুন বছর ২০২৬ ঈষাইন সন 🌅
[ শুভ নববর্ষ ] ২০২৫ ঈষাইন সন।
ইয়া আল্লাহ আমাদের সবাইকে আগামী বছরটিতে পরিপূর্ণ ভাবে তুমার ইবাদত করার মতো তাওফীক দান করিও ইয়া রাব্বুল আলামীন 🤲

16/12/2024

আমাদের মাদ্রাসায় বিজয় দিবস উপলক্ষে আনন্দ অনুস্টানে হাঁড়ি ভাঙে খেলার কিছু অংশ__

Address

Sylhet

Telephone

+8801323469963

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD:Jamal Mia 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD:Jamal Mia 01:

Share