আমার স্বপ্ন

আমার স্বপ্ন ভালো কাজে অংশ নিন,
আপনার মনুষ্যের প্রমাণ দিন,
ভালো লাগলে পেজে ফলো দিন।
ভালো থাকবেন সারাদিন,দেখা হবে প্রতিদিন।

ভিসা জটিলতার কারণ দেখিয়ে...
01/11/2025

ভিসা জটিলতার কারণ দেখিয়ে...

31/10/2025
31/10/2025

রাতের বিনোদন ডেস্ক

সালমান মৃত্যুরহস্যে নতুন মোড়, নিখোঁজ সামিরা-ডন!           প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন...
26/10/2025

সালমান মৃত্যুরহস্যে নতুন মোড়, নিখোঁজ সামিরা-ডন!


প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই ‘স্বপ্নের নায়কের’ মৃত্যু।



সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যার মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।



সালমানের পরিবার বরাবরই দাবি করেছেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যার মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ জানিয়েছিল, যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবারের অভিযোগের নিশানা ছিলেন তার স্ত্রী সামিরা। তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন।



এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান মানসিকভাবে ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন এবং এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এসব ঘটনার মধ্যে দুটি মেডিকেল রেকর্ডে রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল—সবই তার বিয়ের আগে।



নতুন মামলার নির্দেশের পর সামিরা চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত ডন হকও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সাড়া দিচ্ছেন না।



সালমান শাহ নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে এবং মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ২৯ বছর পরও তার নাম অমর হয়ে রয়েছে। আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে।

বিদ্যুৎ বিল দেখে হতভম্ব দিনমজুর খোকন বিশ্বাস!    ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের দিনমজুর খোকন বিশ্বাসের টিনের ঘ...
23/10/2025

বিদ্যুৎ বিল দেখে হতভম্ব দিনমজুর খোকন বিশ্বাস!


ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের দিনমজুর খোকন বিশ্বাসের টিনের ঘরে দুটি ফ্যান, দুটি বাল্ব ও একটি ফ্রিজ ব্যবহার হয়। চলতি মাসে তার হাতে এসেছে ৩৩ হাজার ৪৫০ টাকার বিল।



বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই অস্বাভাবিক বিলের ঘটনায় গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন খোকন বিশ্বাস।

তিনি বলেন, আমাদের ব্যবহার তো আগের মতোই, তবু বিল এসেছে অনেক টাকা। এত টাকা দেব কীভাবে?


উপজেলাটির রামচন্দ্রপুর, দত্তনগরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। কারও এক হাজার টাকার জায়গায় এসেছে ৮ হাজার, কারও ৩ হাজার টাকার জায়গায় ১৫ হাজার।

মহেশপুর ভৈরবা বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমার দোকানে শুধু একটি ফ্যান আর দুইটি লাইট চলে। সাধারণত বিল আসে এক হাজার টাকার মতো, এবার এসেছে সাড়ে ৮ হাজার টাকা। অফিসে গেলে বলে তদন্ত চলছে।


ভুক্তভোগীদের অভিযোগ, মিটার রিডিং না নিয়ে গড় হিসাবের ভিত্তিতে বিল তৈরি করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মহেশপুর জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী অভিজিৎ সাহা বলেন, আমরা বিষয়টি জেনেছি। কিছু গ্রাহকের বিল অস্বাভাবিক বেশি এসেছে-তদন্ত চলছে। যদি মিটারে ত্রুটি পাওয়া যায় বা রিডিংয়ে ভুল হয়ে থাকে, সংশোধন করা হবে। আর কেউ অনিয়মে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এক নজরে আজকের ইনিংস...সৌম্য-সাইফের জোড়া সেঞ্চুরি মিসের আক্ষেপ, দাপুটে ব্যাটিংয়ে ২৬ বছরের রেকর্ড ভেঙে সাইফ-সৌম্যর নতুন রে...
23/10/2025

এক নজরে আজকের ইনিংস...
সৌম্য-সাইফের জোড়া সেঞ্চুরি মিসের আক্ষেপ, দাপুটে ব্যাটিংয়ে ২৬ বছরের রেকর্ড ভেঙে সাইফ-সৌম্যর নতুন রেকর্ড। তবুও হলো না ৩০০ রান
আরো বিস্তারিত জানতে ফলো দিয়ে সাথে থাকুন।

আবারো তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের 😓🧐West indies won the super over
21/10/2025

আবারো তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের 😓🧐
West indies won the super over

রিশাদ হোসেনের ফিনিশিং আপনার কেমন লেগেছে
21/10/2025

রিশাদ হোসেনের ফিনিশিং আপনার কেমন লেগেছে

আলহামদুলিল্লাহ
17/10/2025

আলহামদুলিল্লাহ

আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
17/10/2025

আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

Address

Kulaura
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when আমার স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category