03/09/2025
একাকিত্ব
না পেতে পেতে
একদিন সেটা পাওয়ার ইচ্ছে থাকে না।
নীরবতা মানুষকে গিলে খা।
বুকের মধ্যে জমা কথারা একদিন সেই বুককে শূন্য করে দেয়। যে সম্পর্কে যত কম কথা হয় সেটা ততটাই ফ্যাকাশে হয়ে যায়।
অনেকদিন পর আর কিছুই খুঁজে পাওয়া যায় না। অজান্তেই সবকিছু শেষ হয়ে যায়।
এক অদৃশ্য দূরত্বের দেয়াল তৈরি হয়। তারপর সেটা অতিক্রম করা ভীষণ কঠিন হয়ে পড়ে।
এই না পাওয়াগুলো একদিন পেয়ে গেলেও আর কোনো অনুভূতি থাকে না। সময় মানুষকে কঠিন করে তোলে। অনুভূতিশূন্য করে দেয়।
তারপর যা বাকি থাকে তা হলো পুরোপুরি সমাপ্তি!
সংগৃহীত