01/07/2024
আমার বান্ধুবি রাতে তার bf এর সাথে কথা বলতেছিল ফিসফিস করে। তো ওর আম্মু বের হয়েছিল, তখন তার কথা শুনে ফেলে। দরজা লক করা ছিল না। এমন সময় তার আম্মু রুমে ডুকে বলে- কার সাথে কথা বলছিস? তো সে বলে কই না তো আম্মু কারো সাথে কথা বলি না। তড়িঘড়ি করে কল কাটতে গিয়া লাউড দিয়া ফোনটা পাজামার ভিতরে লুকাইয়া রাখছে। এদিকে তার বফ সালায় হ্যালো হ্যালো করেই যাচ্ছে।
লে বান্ধুবির আম্মু - এই তোর পাজামার তলে কে কথা বলে রে!🙄