01/08/2025
# বই বিলাস #
১/৯/২০২৫
শুক্রবার...
সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ৮:২৫ বেজে গিয়েছিল। আম্মুর ডাকেই ঘুম ভেঙেছে। ছুটির দিনে সাধারণত এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না। আজকে কিভাবে যেন তাড়াতাড়ি উঠে গিয়েছি। ঘুম থেকে উঠার পর আম্মু বলছেন আব্বু নুডলস নিয়ে আসছেন সকালে নুডলস বানাতে। রান্না না জানলেও এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। সকালে যেমন খুশি তেমন রেসিপি দিয়ে নুডলস রান্না করি আর আমার পরিবারের সদস্যরা সাদরে অখাদ্য গ্রহন করে তাদের সুন্দর ছুটির দিন শুরু করেন। এরপর সকাল ১০ টার দিকে বৃষ্টির মধ্যে আমি আমার ছোটো বোনকে দিয়ে মুদি দোকান থেকে দুধ কিনে আনাই পুডিং বানানোর জন্য। পুডিং কিভাবে বানাতে হয় সেটা না জানলেও অসাধ্য সাধন করার জন্য Youtube দেখে বানিয়ে ফেলি। পুডিং এতটাই perfect আর মজা হয়েছে যে আমার পরিবারের কোনো সদস্য খেতে রাজি হননি। যাই হোক আজকে আমি দুপুরের খাবারও নিজের হাতে বানিয়েছি । সব থালা- বাসন ও আমি মেঝেছি। সাধারণত এই কাজগুলো করতে আমার বেশ আপত্তি থাকলেও আজকে আমার বেশ ভাল লেগেছে, কারণ আগামি রবিবার আমার বিইই এর ফাইনাল ক্লাস টেস্ট। আর পরীক্ষার আগে আমার ঘরের কাজ করা / নিউ ড্রামা দেখা/ রান্না করা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া শখ!