বই বিলাস

বই বিলাস যদি হাঁসি খুশি ও সম্মানের জীবন চান; তাহলে নিজে না জিতে মানুষকে জিতুন।

প্রকৃতি সৃষ্টিকর্তার  এক অপরুপ সৃষ্টি।  প্রকৃতির এই মুগ্ধতা  ছড়ানো রুপ দেখে মাঝে মাঝে  সৃষ্টিকর্তার  প্রশংসা  তো করাই যা...
29/05/2025

প্রকৃতি সৃষ্টিকর্তার এক অপরুপ সৃষ্টি। প্রকৃতির এই মুগ্ধতা ছড়ানো রুপ দেখে মাঝে মাঝে সৃষ্টিকর্তার প্রশংসা তো করাই যায়।।

15/05/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।
প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।
কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?
আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।
ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

15/05/2025

কেউ কেউ আমাদের শিখায় যে নারী পর্দা করে সব করতে পারে। তবে সত্যিকার অর্থে নারী ঠিক ততটুকুই করতে পারে যতটুকু শরীয়ত মোতাবেক হয়। পর্দা করে সব করা যায়না...!
নারী হিজাব করে এভারেস্ট জয় করবে আর আপনারা বলবেন বাহ! এমনই তো হওয়া চাই। হিজাব পরে নারী ব্যাং-কে চাকরি করবে আর আপনারা বলবেন, ওমুক মেয়ে তো হিজাব করে চাকরি করে তোমার করতে সমস্যা কী? নারী হিজাব করে বিজনেস করবে, লাইভে এসে নিজেকে প্রদর্শন করবে আর আপনি বলবেন হিজাব করেতো সব-ই করা যায় আজকাল।
নারী হিজাব-নিকাব করে ব্রাইডাল ফটোগ্রাফি করে বিয়ে করবে আর সেগুলা অনলাইনে ভেসে বেড়াবে আর আপনি বলবেন, পর্দা করেতো ভালোই সব করা যায়। কেন যে ওরা এ-ত কঠিন করে ফেলে ইস-লামকে! হিজাব করে কাপল ভ্লগ করে কি-স হা-গ করে ভিডিও ছাড়বে আর বলবে আমরাতো পর্দা করেই এগুলা করি। কোনো কোনো অ_ন্ধ অনুসরণকারী বলবে, এই কট্টর মুস-ল-মান-দের এক বা_জে স্বভাব সবকিছুতেই প্রবলেম খুঁজে৷ নিকাব করে আপনি হেঁটে হেঁটে ভিডিও আপলোড করবেন আর আমরা নসীহা করলে উত্তরে বলবেন, পর্দা করতেছে এক মহিলা কেন আপনাদের এত চুল-কানি? নিকাব করে খাওয়া-দাওয়া, বিলাসিতা শো করলে কেও আপনাকে নসীহা করলে আপনি বলবেন, এসব সি_ক মানুষ কোথা থেকে যে আসে!
আসলেই আমরা সি_ক আর তাই আপনাদের পর্দার ধারণাটা আজও মাথায় ঢুকিয়ে নিতে পারছিনা। হিজাব একটা কাপড় না যা দিয়ে অনলি চুল ঢাকলাম। হিজাব একটা কাপড় না যা দিয়ে শুধু মুখটা ঢাকলাম। হিজাব একটা ফরজ বিধান যেটা আমার আপনার ইচ্ছামতো মডারেট ও-য়ে-তে পালনের সুযোগ নাই। নারী বাইরের বে-গানা পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে চলতে পারেনা, নারী হিজাব করেই ফ্রি-মিক্সিং পরিবেশে চাকরি করতে পারেনা। নারী আকর্ষণীয়ভাবে বে-গানা পুরুষদের সামনে এমন শো করতে পারেনা নিজেকে।

24/10/2024

#সুখ #
সুখ শব্দটা খুবই ছোটো সবার কাছে পরিচিত। আমরা সবাই সুখী হতে চাই। সুখ অন্য সব আবেগের মত একটি হলেও এর নিজের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন :আপনি চাইলেই দুখি হতে পারলেও সুখী হতে পারবেন না। সুখের সংজ্ঞা মানুষভেদে ভিন্ন। কারো কাছে সুখ মানে টাকা কারো কাছে সফলতা । কিন্তু আসলেই কি তাই? এই জেনারেশন এর কাছে টাকা /সফলতা সবকিছু তাকার পরও কেন সুখ আমাদের ধরা ছুয়ার বাহিরে?? কেনো চারিদিকে বন্ধু /পরিবার/সফলতা/টাকা তাকার পরও মানুষ জীবন থেকে পালায়? Depression /Anxiety তে ভুগে জড় পদার্থের মত বেচে তাকে। এ যুগের মানুষের কিসের এতো অভাব?? সুখ!?? এই সুখটা আসলে কি?? আসলে সুখ হচ্ছে মানসিক প্রশান্তি। ২/৩ জেনারেশন পূর্বে মানুষের মানসিক প্রশান্তি ছিল এজন্য তারা সুখী ছিল। অসুখী হওয়ার কয়েকটি কারন রয়েছে। যেমন:
১. সৃষ্টিকর্তার অবাধ্যতা
২. ধর্মীয় শিক্ষার অভাব
৩. হিংসা / প্রত্যাশা বেশি করা
৪. দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়া
৫. হারাম আয়/সম্পর্ক
মানুষ তখনই সুখী হতে পারবে যখন মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় শিক্ষা তাকবে আর মানুষ শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য বাচবে কাউকে খুশি করার জন্য না । যখন মানুষ দুনিয়ায় সফলতা নয় বরং পরকালের সফলতার চিন্তা করবে তখনি মানুষ একজন সুখি মানুষ হবে। দিনশেষে চাইলেই সুখি হওয়া যায় না কারণ সুখ সৃষ্টিকর্তা কতৃক প্রদত্ত।

26/09/2023

💞🖤

27/08/2023

জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।বাকি পথ চলা খুব কঠিন।

17/08/2023

Good morning

15/08/2023

Hello 🥰🥰

13/08/2023

Good morning 🖤☺️

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when বই বিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই বিলাস:

Share