28/08/2024
🍁 নারী তুমি ক্ষুদ্র পোকা দেখলে ভয় পাও,,
তবে মা হওয়ার যন্ত্রণা সহ্য করতে ঠিকই পারো।
🍁 নারী তুমি সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে ভয় পাও,
তবে সন্তানকে ৯ মাস ৭ দিন পেটে রেখে সংসার সামলানোর
দায়িত্ব ঠিকই রাখো,,
🍁 তোমাকে বকলে অল্পতেই চোখে জল চলে আসে,
তবে শরীরে হাড় ভেঙে যাওয়ার মত কষ্ট সহ্য করতে
কষ্ট মনে হয় না, শুধু একটু মা ডাক শোনার আশায় 🤰
🍁 নারী তুমি বড়ই পাষাণ,, হাজারো কষ্ট সহ্য করে
পরিবারের সামনে হাসিমুখে উড়িয়ে দাও।
🍁 নারী তুমি মূর্খও বটে,
নিজের কিছু হলে ওষুধ খেতে ভুলে যাও,
তবে সন্তান-পরিবারের কিছু হলে ৩ বেলা ওষুধ খাওয়াতে ভুলো না।।
🍁 নারী তুমি হিসাব বোঝনা,, সন্তান ৫ টাকা চাইলে ১০ টাকা দিয়ে দাও পকেট খরচের জন্য, নিজের পছন্দের জিনিসটা না কিনে।
🍁 বিয়ের আগে নতুন পোশাক কেনার জন্য ঝগড়া করতে, বিয়ের পরে অন্যের সংসারে পুরনো কাপড়ের ছেড়া অংশটা লুকিয়ে দিব্যি চলাফেরা করো এবারের কথা ভেবে 🧕
🍁 বিয়ের আগে তোমার এমন ও একটা সময় ছিলো, তোমার পাশে কেউ তার বাচ্চার মলমূত্র পরিষ্কার করছে, তোমার গা শিউরে উঠলো আর বলতে ছি, ছি, আমার বাচ্চার দরকার নেই, বিয়েই করবো না 😏
আজ তুমি তোমার বাচ্চার প্রসবের ভিজা জায়গায় শুয়ে কতরাত পার করে দাও।
🍁যে তুমি একটা ডিম ভাজি করতে বললে পুড়িয়ে ফেলতে, আজ সেই তোমার হাতেই সংসারের দায়িত্ব।🤷
🍁 নারী তুমি ঠিকানাহীন, তোমার নির্দিষ্ট কোন বাড়ি নেই তবে কোন এক সংসারের দায়িত্ব তোমার ।🤷
🍁 বিয়ের আগে তোমাকে কেউ কিছু বললে সে রেহাই পেত না, আর তুমি সেই বিয়ের পর কত কথা হজম করে নাও কেউ বুঝতেই পারে না।🥺
🍁 তুমি মৃত্যুকে ভয় পাও না ভয় পাও নিজের সন্তানের,,
নারী তুমি পারোও বটে, যে সন্তান ত মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার জন্য দোয়া করতে ভোল না🤲❤️
🍁নারি তুমি মহান,, তোমাকে ছাড়া সবাই মূল্যহীন হয়তো,, মা হয়ে সন্তানের, স্ত্রী হয়ে স্বামীর, নয়তো কারো কলিজার টুকরা হয়ে কোন এক বাবার। ❤️
🍁যে তুমি বিয়ের আগে একদিন মা বাবার মুখ না দেখলে থাকতে পারতে না,, আজ তুমি বিয়ের পর সেই বাড়িতেই কিছুদিনের অতিথি 😥 যাকে তুমি চিনতে না আজ তোমার স্বামী,, কষ্ট হলেও মানিয়ে নিতে ভালোই পারো।🧕
🍁 অবশেষে,,,
তুমিই বোন,, তুমিই স্ত্রী,, সন্তানের প্রয়োজনে তুমিই মা 🤱
🍁 নারী তুমি সত্যিই সুন্দর,, তোমার চাওয়া গুলো অপূর্ণ থেকে যায়, আবার না চাইতে অনেক কিছু
Md Akash Chowdhury