12/10/2025
পর কখনো আপন হয়না,,?
ফুলসজ্জা রাতে স্বামী বলেছিলো " সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে।তাহলে দেখবে নিজেকে দাসী নয়,রাণী মনে হবে "
ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম।স্বামীর কথাটা সবসময় মেনে চলি।সপ্তাহখানেক পর শ্বাশুড়ি মা বললেন
" ফোন দেখে দেখে রান্না করো তবুও সিদ্ধ হয় না,লবণ ঠিক হয় না? "
কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমায় খোঁটা দিলেন।এরপর থেকে আরো তৎপর হয়ে উঠলাম।সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি।
একদিন পেঁপে কা"টতেছি তখন আমার শ্বশুর বললেন " মা একটু চা খেতে ইচ্ছে করছে "
" দুই মিনিট লাগবে বাবা।চা বানানোই আছে,শুধু গরম করে দিবো "
পেঁপে কা!টা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম।তারপর ছাঁদে গেলাম কাপড় গুলো নিয়ে আসতে।পেঁপে গুলার কথা ভুলেই গিয়েছি।
মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন।কঠিন স্বরে বললেন
" পাকা পেঁপে গুলা কে!টে রেখে দিছো,মাছিতে ভনভন করতেছে।এগুলো খাওয়া যায়?মন কই থাকে তোমার?একটা পেঁপের দাম কত জানো? "
মায়ের কথায় চোখে জল চলে এলো।আমি যতোই আপন ভাবার চেষ্টা করি,ওনারা তো আপন ভাবেন না।সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না।
গল্প: পরের সংসার