31/10/2024
পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনো নষ্ট হয় না আর নারীর স্পর্শ ছাড়া পুরুষ কখনো চরিত্রহীন হয় না,তাই নারী কিংবা পুরুষ কোন জাতি-ই খারাপ নয়, খারাপ আসলে মানুষটি হয়;
আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি আপনাকে ঠকিয়ে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে থাকে,তবে তার জন্য সমস্ত নারী কিংবা পুরুষ জাতিকে তুলে কটাক্ষ করবেন না,অন্যায় একজন করেছে পুরো জাতি নয়,তাই আমাদের কোনো রাইট নেই পুরো জাতিকে তুলে কথা শোনানোর;
আপনার স্বামী বা স্ত্রী যদি পরকিয়া করে থাকে তবে আপনার স্বামী বা স্ত্রীকে একা দোষ দেবেন না,কিংবা যার সাথে পরকিয়া করছে সব দোষ একা তাকেও দিতে যাবেন না,পরকিয়ায় লিপ্ত দুজনেই সমান ভাবে দোষী,কথায় আছে না-এক হাতে কখনো তালি বাজে না,তাই দুজনেই সমান ভাবে অপরাধী,কাউকেই ছেড়ে দিলে হবে না,দুজনেরই যথাযথ শাস্তির ব্যবস্থা করা জরুরী;
চরিত্রহীন পুরুষ ও নষ্টা মেয়ে মানুষ গুলোর কারণে দিন দিন ভালো মানুষ ও পরিবার গুলো প্রতারিত হচ্ছে,বাবা-মা'র কৃতকর্মের জন্য অনেক ছেলে-মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে, লোকলজ্জার ভয়ে!নিজেদের মান সম্মান অক্ষুন্ন রাখতে!পরকিয়ার কথা প্রকাশ্য দিবালোকে আনতে না পেরে,নীরবে নিভৃতে সইতে সইতে তছনছ হয়ে যাচ্ছে বহু সম্ভ্রান্ত পরিবার;
আমাদের সুন্দর সাজানো-গোছানো পরিবার গুলোকে ধ্বংস করছে কিছু মানুষরূপী জানোয়ার ও তাদের পরিবার,আমাদের সুন্দর সম্পর্কগুলো নষ্ট করছে কিছু অসুন্দর হৃদয়ের মানুষ,নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যের ক্ষতি করায় কিছু অমানুষ সিদ্ধহস্ত।স্ত্রী লাগে?না স্বামী লাগে? নাকি অন্য কোনো সম্পর্ক?তাতে এদের কিছু যায় আসে না,আসলে চরিত্রহীনরা কখনো কিছু গড়তে জানে না,এরা শুধু ভাঙ্গতে জানে,তাই এদের আর যাইহোক কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়;
যদি কখনো এমন কারো সাথে আপনার বিয়ে হয়েও যায় আর আপনি বিয়ের যত মাস কিংবা বছর পরেই জানুন না কেনো,মানুষটিকে শোধরানোর চেষ্টা কিংবা কোনোদিন সে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়ে আপনার কাছেই ফিরে আসবে,এসব বাজে চিন্তা মাথায় এনে অসুস্থ সম্পর্ক ঝুলিয়ে রেখে,একটু একটু করে নিজেকে মানসিক রোগী না বানিয়ে তাকে ছেড়ে দিন,নতুন করে কাউকে বিশ্বাস করতে না পারলে দরকার প্রয়োজনে একা থাকুন,তবুও চরিত্রহীন বা চরিত্রহীনার সাথে থাকার নিম্ন মানসিকতা জলাঞ্জলি দিন এবং এদেরকে শুধরানো বৃথা চেষ্টাও ছেড়ে দিন,কারণ!পৃথিবীর সবাই শুধরালেও চরিত্রহীনরা কখনো কোনোদিন শুধরায় না,মনে রাখবেন!চরিত্রহীনদের শোধরানো অসম্ভব।
#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅
#সংগৃহীত