02/08/2022
প্রিয় বিশ্বনাথ বাসী,
আমার সালাম,আদাব ও শুভেচ্ছা নিবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইলে ও আমাদের বিশ্বনাথ চরমভাবে অবহেলিত। নিয়মতান্ত্রিক ভাবে যে কিছু বরাদ্দ বিশ্বনাথে আসে তার অধিকাংশ লুটপাট হয়ে যায় তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাজের প্রত্যেকটি স্তরে দূর্বৃত্তায়ন সু প্রতিষ্ঠিত।কেউ প্রতিবাদ করলেই তাকে ষড়যন্ত্র মূলক ভাবে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। গত দুই বছর যাবত চাউলধনি হাওরের জলদস্যু খুনি সাইফুলের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্বনাথের তথাকথিত নেত্রীবৃন্দ এমনকি অসাধু প্রসাশনিক কিছু কর্মকর্তাগন কতৃক যে সীমাহীন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।তাহা কাহার ও অজানা নেই। সমাজ থেকে অন্যায় অত্যাচার এবং লুটপাট দূরীভূত করতে হলে এদের প্রত্যেকটি অসৎ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রয়োজনবোধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
মোট কথা,সমাজের গুণীজনদের স্বীকৃতি দিতে হবে,এবং উৎসাহিত করতে হবে। অপরদিকে দূর্নীতি পরায়নদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই দৃষ্টিকোন থেকে বিশ্বনাথের প্রত্যেকটি এলাকার সচেতন নাগরিকদের নিয়ে একটি নাগরিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা বোধ করছি। অনুরুপ ভাবে বিশ্বনাথের প্রবাসী ভাই,বোন যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন,তাদের কে ও স্বীয় মাতৃভূমির বৃহত্তর স্বার্থে সোচ্চার হওয়ার জন্য এবং এই সংগঠনকে সহযোগিতার জন্যে অনুরোধ জানাচ্ছি।
এই লক্ষ্যে আগামী ০৮/০৮/২২ইং সোমবার বেলা ; ২ ঘটিকায় বিশ্বনাথ পুরান বাজারস্হ ইসমাঈল মঞ্জিলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত হয়ে মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
মুহিবুর রহমান
সাবেক চেয়ারম্যান
বিশ্বনাথ উপজেলা পরিষদ
যোগাযোগ ;
শেখ শহীদুল ইসলাম
01759867160
সাবেক সচিব ও ডাইরেক্টর
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১