
12/03/2025
সবুজের বুকে ঘুরে আসতে চান? তাহলে রঘুনন্দন পাহাড়ে আপনাকে স্বাগতম। কি নেই এখানে? সিলিকা বালু থেকে শুরু করে রাবার বাগান, কাঁঠাল বাগান, কামরাঙ্গা বাগান, পেয়ারা বাগান, শালবাগান, চা বাগান, মালা বাগান, এবং গ্যাস কূপ সহ ছোট্ট ছোট্ট পাহাড়ি ঢাল (সর্বোচ্চ উচ্চতা সম্ভবত ১৫ তলা বিল্ডিং এর সমান) আছে এই রঘুনন্দন পাহাড়ে। এই সবুজের মাঝে ছড়িয়ে আছে বানর, পাহাড়ি মুরগ, শূয়র, মায়া হরিণ, খরগোশ, পাখি ও সাপ সহ নানা বন্যপ্রাণী। প্রকৃতির এক অদ্ভুত মায়ায় নিজেকে মোহিত করতে চলে আসুন।