23/09/2025
একটি হরিণ (তৃণভোজী) সারাদিন ঘাস খেতেই ব্যস্ত থাকে আর ঘাসকে প্রোটিনে রূপান্তর করতেই নিজেকে ব্যস্ত
রাখে । অন্যদিকে মাংসাশী হায়েনারা ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত আরামে শুয়ে থাকে । কারণ, তারা জানে যে- হরিণরাই (তৃণভোজীরা) তাদের জন্য প্রোটিন মজুত করার কাজে সর্বক্ষণ ব্যস্ত । তাই যতদিন হরিণরা টিকে আছে এলাকাতে হিংস্র জন্তুরা নিশ্চিন্ত থাকে, কিন্তু হরিণের সংখ্যা কমতে শুরু করলেই নতুন এলাকার সন্ধানে বেরিয়ে পড়ে ঐ হিংস্র পশুরা । এইভাবেই হরিণের সংখ্যা ও এলাকা নিশ্চিহ্ন হতে থাকে আর ওরা একের পর এক দেশ দখল করে নেয় ।
তৃণভোজীরা ঘাস খেয়ে যতই পরিকল্পনা করুক না কেন, যতই বিদ্যা-বুদ্ধি ধন-সম্পদ থাকুক না কেন ; হিংস্রতার সামনে সব যেন অবাস্তব । তাই তো সব কিছুর মায়া কাটিয়ে এক বন থেকে আরেক বন শুধু পালিয়ে বেড়াতে হয় ।
মানসিকতার পরিবর্তন প্রয়ােজন । ✍️
゚viralfbreelsfypシ゚viral
#মনমানসিকতার
#পরিবর্তন
#দরকার