16/11/2024
আপনারা অনেকেই জানেন Dragon Social Media Recovery নামে Team SP Virus এর আন্ডারে আমাদের একটি কোর্স আছে যার মূল্য ৫০০০ টাকা!
আসন্ন ২০২৫ উপলক্ষে আমরা ৫০০০ টাকার কোর্স ৭৮% ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ১১০০ টাকায়😵💫
এই কোর্সে আমরা শিখিয়েছি সোশ্যাল মিডিয়ার এপিট, ওপিট।
এই সময়ে সোশ্যাল মিডিয়া ব্যাবহার করেনা এমন মানুষ পাওয়া দুষ্কর! তবে আপনি কি জানেন? সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হয়ে টাকা ইনকাম করাও সম্ভব।
অন্তত নিজের সেফটির জন্য এই কোর্সটি করুন এবং চাইলে এই স্কিল কাজে লাগিয়ে নিজের খরচ নিজেই ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
-কোর্স মডিউল:
★লক একাউন্ট রিকভারি
★হ্যাকড একাউন্ট রিকভারি
★ডিসেবল'ড একাউন্ট রিকভারি
★টু ফ্যাক্টর অথেনটিকেশন বাইপাস
★একাউন্ট সেফটি
★রানিং ভেরিফাইড।
★কিভাবে দুষ্টু লোকের আইডি নষ্ট করতে হয়🔥
★NID কার্ড ফাইল ডিজাইন (+কার্ড মেকিং)🔥
★Without Date of Birth আনলক ট্রিক্স🔥
★কিভাবে ফেসবুকে কিংবা ফেসবুকের বাহিরের মার্কেটপ্লেস থেকে কাজ পাবেন, কাস্টমার পাবেন।
★ফেসবুক সহ ইনস্টাগ্রাম ও টুইটারের সকল কর্মকান্ডও শেখানো হয়েছে।
★একাউন্ট কিভাবে হ্যাক হয়, কিভাবে হ্যাক থেকে বাঁচতে হয় এসব জ্ঞান গর্বে রয়েছে ভরপুর ক্লাস।
এবার একটু নিজেদের গান গাই-
আমাদের ৫ বছরের এজেন্সি জীবনে আমরা ৩০০+ স্টুডেন্টকে কাজ শিখিয়েছি।
এর মধ্যে অনেক স্টুডেন্ট এই স্কিল কাজে লাগিয়ে দেশি বিদেশী ক্লায়েন্টদের কাজ করে নিজের খরচ নিজে চালাচ্ছে। আবার অনেকে নিজের সেফটির জন্য শিখে রেখেছে।
এগুলা বলতেছি কারণ অনেকেই ভাববে আজকে কোর্স করলে কাল থেকে বুঝি লাখ লাখ টাকা ইনকাম হবে?
নাহ ভাই, ব্যাপার টা এমন না। আমরা যেদিন সোশ্যাল মিডিয়া চিনি সেদিন'ই টাকা কামাই করতে পারিনি।
পৃথিবীর সব কাজে চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়- এর মাঝে অনেকেই ঝরে যায়, অনেকেই চেষ্টা করে কিন্তু ভুল ভাবে, আবার অনেকেই ভালো একটা আমাউন্টের টাকা ইনকাম করে।
এখন আপনি কি শুধু শিখবেন, নাকি শিখে নিজের সেফটি নিজে দিবেন, নাকি টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করবেন, নাকি ফেল করবেন সেটা আমার জানা নেই।
তবে আমি চেষ্টা করেছি আমাদের যা যা জানা আছে সব শিখিয়ে দেয়ার। বাকিটা আপনার চেষ্টা আর ইচ্ছের উপর।
🔥কোর্স শেষে একজন মেধাবী স্টুডেন্টকে ছোট্ট একটি গিফট পাটানো হবে🔥
ভর্তি হতে নিচের মেইল যোগাযোগ করুন।
[email protected]