KayKobad International TV

KayKobad International TV এটি একান্ত নিজস্ব ফেসবুক ব্লগ।এসব ব্লগে যারা কমেন্ট করেন তার দায়ভার কমেন্টকারীর।

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নিজস্ব প্রতিবেদক: অব্যাহত বৃষ্টিপাতের কারণে ঈদের আনন্দে ভাটা পড়েছে। এখনো ফিরেনি...
01/07/2023

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
অব্যাহত বৃষ্টিপাতের কারণে ঈদের আনন্দে ভাটা পড়েছে। এখনো ফিরেনি সিলেটের চিরচেনা রূপ। ঈদের আগের দিন (বুধবার) রাত থেকে শনিবার বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত বৃষ্টির ফলে বাড়ছে সিলেটের নদনদীর পানি।


বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত চার দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে।

ঈদের আগের দিন থেকে সিলেটের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আজ শনিবার (১ জুলাই) সকাল থেকেও তা অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও তিন-চার দিন অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তীকালে ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের অবস্থায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

28/06/2023

এই মহিমান্বিত ঈদুল আযহায় ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি জীবন। সেইসাথে কুরবানির নিয়ামত ভাগাভাগি করে আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, বিকশিত হোক সম্প্রীতির। সবাইকে ঈদের শুভেচ্ছা & ঈদ মোবারক।

19/06/2023

দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরী দাদন ব্যাবসায়ীদের চাপে আত্বহত্যা করেছে। তার স্রী দাদন ব্যাবসায়ীদের নামে মামলা করেন--আসামীদের নাম & ঠিকানা দিরাই পৌর এলাকার আনোয়ারপুরের হাবিবুর রহমান হবু। রাজানগরের সজল দাস।পুতুল দাস,অসিত দেব নাথ।

11/06/2023

মেঘের সাথে শীতল বাতাস l সেই ঠাণ্ডাবাতাসটা খুজছিলাম l অবশেষে আজ সকালে বৃষ্টি আর শীতল হাওয়া একসাথে পাচ্ছি ♥
লাক্কাতুরা টি গার্ডেন সিলেট।

05/06/2023

০৪.০৬.২০২৩ ইং আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে BMSS এর আহবানে হোটেল নির্বানা ইন এ মতবিনিময় সভায় বক্তব্য রাখি আমি হাবীবুর রহমান এহসান আজীবন সদস্য BMSS & যুগ্ন সদস্য সচিব আওয়ামীলীগ নিবার্চন পরিচালনা কমিটি ২৪ নং ওয়ার্ড উমর শাহ সেন্টার & সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর। প্রধান অতিথি হিসাবেব বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের টানা পাঁচ বারের সফল সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা জননেতা জনাব আহমদ হোসেন।
বিশেষে অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক MD Zakir Hussain ভাই সফল সাধারন সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ & BMSS এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

21/05/2023

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জনাব হাবীবুর রহমান এহসান।

Address

Hotel Kaykobad International, Amberkhana Point, Sylhet
Sylhet
3100

Telephone

+8801729742275

Website

Alerts

Be the first to know and let us send you an email when KayKobad International TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KayKobad International TV:

Share

Category