CricTalk by Sayem

CricTalk by Sayem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CricTalk by Sayem, Digital creator, Sylhet.

31/10/2023

প্রিয় সাকিব আল হাসান...

একজন ক্রিকেটার হিসাবে আপনার হের্টাস সংখ্যা খুব কম আছে এইদেশে।কিন্তু আপনার ব্যাবহার, অহংকার,একজন মানুষ হিসাবে যে পরিমাণ হের্টাস বানিয়েছেন তা অসংখ্য। আমরা সবাই জানি বাংলাদেশে আগামী ১০০ বছরেও আরেকজন সাকিব আসবে না,শুধু বাংলাদেশ কেনো সমস্ত পৃথিবীতে আসবে কিনা জানি না। ক্রিকেটার হিসাবে আপনি সেরাদের সেরা!

কিন্তু ২০২৩ সালে এসে গত ৪-৫ মাসে বাংলাদেশ ক্রিকেটে যতো আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তা কেও কাম্য করে নাই আপনার কাছে থেকে। আগেও অনেক সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে, কিন্তু কোন সমালোচনা দেশের ক্রিকেটে প্রভাব ফেলে নাই। কিন্তু এই বারের কাহিনী সম্পুর্ন আলাদা, দেশের ক্রিকেটকে একদম তলানিতে নামিয়ে দিলেন!

যথেষ্ট প্রাপ্ত বয়স্ক আপনি....আপনার বোঝা উচিৎ ছিলো কোন কাজ করলে কিরকম সমালোচনা হবে,দেশের ক্রিকেটে প্রভাব ফেলবে কিনা? কিন্তু আপনি সেটা চিন্তা না করেই ব্যাক্তি স্বাধীনতার নাম করে দেশের ক্ষতি করে দিলেন। ব্যাক্তিগত সমস্যার কারনে দেশের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান কে বিশ্বকাপে নিলেন না.....আপনি হয়তো ভেবেছিলেন শুধু একটা প্লেয়ারকে না নিলে কি এমন হয়ে যাবে, কিন্তু গোটা দলের মানসিকতা ঐ একটা প্লেয়ারের কাছে আটকে গেলো,কেও নিজের ভালোটা দিতে পারলো না!

খুব স্বাভাবিক ব্যাপার, আপনি বলতেই পারেন....তামিম ইকবালের জন্য এমন টা হয়েছে।কথা সত্য....কিন্তু আপনি চাইলেই তামিমকে নিতে পারতেন, তাহলে তো এতো ঝামেলা হতো না। আপনি এখন বুঝতেছেন তামিম ইকবালের জন্য এমনটা হয়েছে, যদি আগে একবার বুঝতেন যে এইরকম টা হতে পারে, একবার যদি বাস্তবতা চিন্তা করতেন তাহলে তামিম নিয়ে যাইতেন বিশ্বকাপে। গোটা জাতির স্বপ্ন ভেঙে দিলেন!

১৬-১৭ বছরের ক্যারিয়ারে দেশকে অনেক কিছু দিয়েছেন।কিন্তু দেশের মানুষ বর্তমানের এই অবস্থার জন্য কোনদিনও ক্ষমা করবে না, আমরা কেও এমনটা প্রত্যাশা করি নাই। আপনি দেশের হিরো কিন্তু শেষ বেলায় দেশের মানু্ষের কাছে ভিলেন হয়ে যাবেন এটাও আমরা কেও প্রত্যাশা করি নাই।আপনার মতো ক্রিকেটার আমরা ক্রিকেট সমর্থকরা শেষ বেলায় স্বর্ণের মুকুট দিয়ে বরণ করে নিতাম, কিন্তু আপনি তা হতে দিলেন না.....

29/09/2023

সাকিব আল হাসানের কাছে থেকে নাকি প্রফেশনালিজম শিখতে হবে।তামিম নাকি প্রফেশনালিজম জানে না।সাকিব আল হাসান আপনি নিজে কতোটুকু প্রফেশনাল? প্রফেশনালিজম এর অর্থ কি সেটা আপনি জানেন? নাকি মানুষের মুখে এই শব্দ টা শুনতে শুনতে শিখে গেছেন?

একজন ক্রিকেটার হিসাবে আপনার প্রথম কাজ হলো ক্রিকেট খেলা।ব্যবসা কিংবা বিজ্ঞাপন পরের হিসাব। ব্যবসা করা খারাপ না, সবার টাকা প্রয়োজন। কিন্তু আপনি যে প্রফেশনালিজম নিয়ে কথা বললেন, আপনি কতোটা প্রফেশনাল হলে খেলার বাদ দিয়ে,প্র‍্যাক্টিস বাদ দিয়ে বিজ্ঞাপন করতে যান।দলকে রেখে যেখানে সেখানে খেলার মধ্যেই চলে যান,এটা কেমন প্রফেশনালিজম। সিপিএল খেলতে চলে যান বিসিবির NOC না নিয়েই।যা খুশি তা করেন, সেটা তো ঠিক না। পারফরম্যান্স করেন মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন আপনি কতো টুকু প্রফেশনাল? পারফরম্যান্স করে ফেলেন দেখে কেও এইসব নিয়ে কথা বলে না।কিন্তু আপনি যা করেন তা প্রফেশনালিজম এর মধ্যে পড়ে না....

তারপর আসি প্রেস কনফারেন্স কিংবা কনফারেন্সের কথায়। একজন সাংবাদিক আপনাকে বিভ্রান্ত করার জন্য হাজার হাজার প্রশ্ন করবে।আপনি প্রফেশনালিজম এর জায়গা থেকে প্রফেশনাল ভাবে বিষয় গুলো হ্যান্ডেল করে নিতে হবে। আপনি তা না করে কি করেন? সিগমা হওয়ার জন্য উত্তর দেন উলটা-পাল্টা। মানে একটা ২০ বছরের বাচ্চাদের মতো। মাঝে মাঝে মনে হয় লোক হাসানো আপনার কাজ। অনেক মানুষ আছে যারা শুধু আপনার কৌতুক শোনার জন্য প্রেস কনফারেন্স দেখে। এইগুলো কতো টা প্রফেশনাল, উত্তর আছে কিছু?

আরেকটা কথা....প্রফেশনালিজম এর জায়গা থেকে তামিম ঠিক ছিলো। আরো অনেক ভিতরের খবর মিডিয়ায় দিতে পারতো যা দেই নাই শুধু তার অবস্থান আর প্রফেশনালিজম এর জায়গা থেকে।তামিম তার ভিডিও কোন সময় কোন একক ব্যাক্তির নাম উল্লেখ করে নাই,কাওকে এমন ভাবে উল্লেখ করে সম্পুর্ন দোষী করে নাই। আর আপনি T-sports এর ভিডিও তে সম্পুর্ন ভাবে একজন প্লেয়ার তামিম কে ব্লেইম করে গেছেন। হেসে হেসে কথা বলে দিছেন সবকিছু। এটা কতোটুকু প্রফেশনাল কাজ করলেন? প্রফেশনালিজম এর মধ্যে পড়ে?

আগে নিজে ঠিক হোন।একটু ভালো পারফরম্যান্স করেন দেখে নিজেকে আকাশে তোলার তোমার মানে নাই।খুব তাড়াতাড়ি মানসিক ভাবে সুস্থ হবেন, দোয়া করি!

Dunith Wellalage (Who took 5 wickets and scored 42* runs Vs Ind in asia cup 2023) not selected for ODI World CUP 2023 sr...
20/09/2023

Dunith Wellalage (Who took 5 wickets and scored 42* runs Vs Ind in asia cup 2023) not selected for ODI World CUP 2023 srilanka's Squad. Angelo Mathews back in the Squad without any perform.

Good Decision?

THE HEART OF GOLD ❤️Mohammad Siraj gifted his man of the match award and cash prize to the ground staff of Sri Lanka.
17/09/2023

THE HEART OF GOLD ❤️

Mohammad Siraj gifted his man of the match award and cash prize to the ground staff of Sri Lanka.

Missed his FIFTY by just 6 runs but WHATTA innings it was 😳🔥Nasum Ahmed’s ODI Batting so far: 18*(11) vs IND11*(7) vs IR...
16/09/2023

Missed his FIFTY by just 6 runs but WHATTA innings it was 😳🔥

Nasum Ahmed’s ODI Batting so far:
18*(11) vs IND
11*(7) vs IRE
15(15) vs SL
44(45) vs IND

Nasum is really handy with the bat. Team management should groom his batting. 🙌🏻

Defending Asia Cup Champion Vs India 17th September 2023Final 🇮🇳 Vs 🇱🇰
14/09/2023

Defending Asia Cup Champion Vs India

17th September 2023
Final 🇮🇳 Vs 🇱🇰

SRI LANKA Win!!! The defending champions are going to the final. 🇱🇰PAKISTAN ARE OUT. ❌
14/09/2023

SRI LANKA Win!!! The defending champions are going to the final. 🇱🇰

PAKISTAN ARE OUT. ❌

Address

Sylhet
3104

Website

Alerts

Be the first to know and let us send you an email when CricTalk by Sayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share