31/10/2023
প্রিয় সাকিব আল হাসান...
একজন ক্রিকেটার হিসাবে আপনার হের্টাস সংখ্যা খুব কম আছে এইদেশে।কিন্তু আপনার ব্যাবহার, অহংকার,একজন মানুষ হিসাবে যে পরিমাণ হের্টাস বানিয়েছেন তা অসংখ্য। আমরা সবাই জানি বাংলাদেশে আগামী ১০০ বছরেও আরেকজন সাকিব আসবে না,শুধু বাংলাদেশ কেনো সমস্ত পৃথিবীতে আসবে কিনা জানি না। ক্রিকেটার হিসাবে আপনি সেরাদের সেরা!
কিন্তু ২০২৩ সালে এসে গত ৪-৫ মাসে বাংলাদেশ ক্রিকেটে যতো আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তা কেও কাম্য করে নাই আপনার কাছে থেকে। আগেও অনেক সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে, কিন্তু কোন সমালোচনা দেশের ক্রিকেটে প্রভাব ফেলে নাই। কিন্তু এই বারের কাহিনী সম্পুর্ন আলাদা, দেশের ক্রিকেটকে একদম তলানিতে নামিয়ে দিলেন!
যথেষ্ট প্রাপ্ত বয়স্ক আপনি....আপনার বোঝা উচিৎ ছিলো কোন কাজ করলে কিরকম সমালোচনা হবে,দেশের ক্রিকেটে প্রভাব ফেলবে কিনা? কিন্তু আপনি সেটা চিন্তা না করেই ব্যাক্তি স্বাধীনতার নাম করে দেশের ক্ষতি করে দিলেন। ব্যাক্তিগত সমস্যার কারনে দেশের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান কে বিশ্বকাপে নিলেন না.....আপনি হয়তো ভেবেছিলেন শুধু একটা প্লেয়ারকে না নিলে কি এমন হয়ে যাবে, কিন্তু গোটা দলের মানসিকতা ঐ একটা প্লেয়ারের কাছে আটকে গেলো,কেও নিজের ভালোটা দিতে পারলো না!
খুব স্বাভাবিক ব্যাপার, আপনি বলতেই পারেন....তামিম ইকবালের জন্য এমন টা হয়েছে।কথা সত্য....কিন্তু আপনি চাইলেই তামিমকে নিতে পারতেন, তাহলে তো এতো ঝামেলা হতো না। আপনি এখন বুঝতেছেন তামিম ইকবালের জন্য এমনটা হয়েছে, যদি আগে একবার বুঝতেন যে এইরকম টা হতে পারে, একবার যদি বাস্তবতা চিন্তা করতেন তাহলে তামিম নিয়ে যাইতেন বিশ্বকাপে। গোটা জাতির স্বপ্ন ভেঙে দিলেন!
১৬-১৭ বছরের ক্যারিয়ারে দেশকে অনেক কিছু দিয়েছেন।কিন্তু দেশের মানুষ বর্তমানের এই অবস্থার জন্য কোনদিনও ক্ষমা করবে না, আমরা কেও এমনটা প্রত্যাশা করি নাই। আপনি দেশের হিরো কিন্তু শেষ বেলায় দেশের মানু্ষের কাছে ভিলেন হয়ে যাবেন এটাও আমরা কেও প্রত্যাশা করি নাই।আপনার মতো ক্রিকেটার আমরা ক্রিকেট সমর্থকরা শেষ বেলায় স্বর্ণের মুকুট দিয়ে বরণ করে নিতাম, কিন্তু আপনি তা হতে দিলেন না.....