মাইলস্টোন পাবলিকেশন্স

মাইলস্টোন পাবলিকেশন্স আন্দোলন - ইন্টেগ্রিটি - লিগ্যাসি

ঈদ মোবারক!
06/06/2025

ঈদ মোবারক!

সংগ্রহ করতে চাইলে ইনবক্সে নক করুন। অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01738-096409 এই নাম্বারে।
15/05/2025

সংগ্রহ করতে চাইলে ইনবক্সে নক করুন। অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01738-096409 এই নাম্বারে।

কেবলমাত্র ওয়ায়েজরাই দাঈ নন। এর বাইরেও প্রকৃত দাঈদের কাজগুলোকে সম্মাননা দেওয়া প্রয়োজন। আমাদের এই জনপদেও অসংখ্য মানুষ, অসং...
15/05/2025

কেবলমাত্র ওয়ায়েজরাই দাঈ নন। এর বাইরেও প্রকৃত দাঈদের কাজগুলোকে সম্মাননা দেওয়া প্রয়োজন।

আমাদের এই জনপদেও অসংখ্য মানুষ, অসংখ্য যুবক শহীদ হয়েছেন, যারা সমাজের অধিকাংশ মানুষের চোখেই ভালো ও সৎ হিসেবে বিবেচিত ছিলেন। মানুষকে নামাজ পড়ার জন্য তারা তাগিদ দিয়েছেন। ডেকে ডেকে মসজিদে নিয়ে গেছেন, হল ক্যাম্পাসের মসজিদে নিয়ে গেছেন, নামাজে ইমামতি করেছেন, সাহরির জন্য ডেকেছেন। অথচ এ মানুষগুলোকেও আদর্শিক প্রতিপক্ষরা হুমকি মনে করেছে যার ফলে তাদেরকে শহীদ হতে হয়েছে।

তবে, দু:খজনক বাস্তবতা হলো, তাদের স্যাক্রিফাইসকে আমরা যতটা রাজনৈতিকভাবে উপস্থাপন করি, দাওয়াতের জায়গা থেকে ততটা উপস্থাপন করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। দাওয়াতী কাজ নিয়ে আমাদের মনে সম্মানজনক ইমেজও তৈরি না হওয়ার এটিও একটি কারণ।

বই-‘ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য’
লেখক- আলী আহমাদ মাবরুর

পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি! পর্দার বিষয়ে সচেতন হোন। আমাদের সোনালি যুগের একটি গল্প আমাকে বরাবরই নাড়া দেয়। এক...
23/04/2025

পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি!

পর্দার বিষয়ে সচেতন হোন। আমাদের সোনালি যুগের একটি গল্প আমাকে বরাবরই নাড়া দেয়।

একজন মা হঠাৎ করেই জানতে পারলেন যে, তার ছেলে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। মা খবরটি নিশ্চিত হওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কিন্তু বের হওয়ার আগে তিনি অন্তত এটুকু সময় নিলেন যাতে তিনি হিজাবের বিধানের আলোকে নিজেকে ভালোমতো আবৃত করে নিতে পারেন । পরবর্তীতে এই মাকে প্রশ্ন করা হয়েছিল, সন্তান হারানোর মতো এত কঠিন একটি দুঃসংবাদ পাওয়ার পরও কীভাবে আপনি হিজাবের বিষয়েও সচেতন থাকতে পারলেন?

মা উত্তর দিলেন, “কারণ, আমি আমার সন্তান হারিয়েছিলাম কিন্তু হায়াকে (লজ্জা/শরম) হারাইনি।”

বই — ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য
লেখক — আলী আহমাদ মাবরুর

লোভ-লালসার ফাঁদে যেন না পড়িইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের সচেতন থাকতে হবে যাতে লোভ, লালসা ও খ্যাতি যেন আমাদেরকে ম...
23/04/2025

লোভ-লালসার ফাঁদে যেন না পড়ি

ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের সচেতন থাকতে হবে যাতে লোভ, লালসা ও খ্যাতি যেন আমাদেরকে মোহাবিষ্ট না করে। রাসূল সা.-এর সীরাতে, সাহাবিদের এবং পরবর্তী সালাফদের জীবনে এমন অসংখ্য উদাহরণ আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে, এই উত্তম মানুষগুলো সচেতনভাবে চেষ্টা করতেন, যাতে তারা সম্পদের মোহে না পড়েন।

খ্যাতিমান হওয়ার সাধ যেন তাদেরকে দুর্বল করে না দেয়। অথচ, আমরা আখেরি জমানার যুগে জন্ম নেওয়া মানুষগুলো প্রতিনিয়ত নিজেদের মার্কেটিং করি। বড় করে প্রচার করি। প্রচারমুখিতা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। কারণ প্রচারের সাথেই জড়িত নিজের যশ, খ্যাতি, সামাজিক সম্মান ও উপার্জন।

কিন্তু বৈষয়িক এই খ্যাতি পাওয়ার খায়েশ যে ক্রমান্বয়ে আমাদের নিচের দিকে নিয়ে যাচ্ছে, সমাজের ভেতর এমনকি আন্দোলনের কাঠামোর ভেতরও ফিতনা-ফ্যাসাদ বাড়াচ্ছে, সে ব্যাপারে আমরা যেন উদাসীন রয়ে যাচ্ছি। ভাবতে অবাক লাগে, আমরা বিতর্ক নিরসন নয়; বরং বিতর্ক তৈরি করছি শুধু আলোচনায় থাকার জন্য।

কা'ব ইবনে মালিক আল-আনসারী রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালে ছেড়ে দেওয়ার পর তা যতটুকু না ক্ষতিসাধন করে, ধর্মের ক্ষেত্রে কারো সম্পদ ও খ্যাতিমান হওয়ার আকাঙ্ক্ষা তার চেয়ে অনেক বেশি ক্ষতিসাধন করে। (তিরমিজি : ২৭৩৬)

নেকড়ে হলো এমন একটি প্রাণী যা যতটুকু না খায় তার চেয়ে বরং বেশি ধ্বংস করে। ইবনে রজব রহ. বলেছেন, “যদি কেউ দুনিয়াবি জীবনে হালাল আয় করে এবং হালাল পথেই ব্যয় করে। তারপরও যদি সে তার সময়ের অধিকাংশই আরো আরো বেশি হালাল উপার্জনের জন্য ব্যয় করে, তাহলে প্রকারান্তরে সে দুটো লোভই করল। কারণ, সে আয় বাড়াতে ব্যস্ত হয়েছিল আর তেমনটা হয়েছিল সম্পদ বাড়ানোর মোহ থেকেই ।”

আমরা দুনিয়াতে লোভ-লালসার পেছনে যে সময়টুকু ব্যয় করি, তা সামান্য মনে হলেও পরকালে এ অপব্যয়টাই আমাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে যাবে। আমরা দুনিয়াতে যাই উপার্জন করি না কেন, তা আমাদের খাবারের মতন।

যত দামি খাবারই খাই না কেন, তা যেমন বেশিক্ষণ পেটে থাকে না। দুনিয়ার কাজকর্মও তাই। আমাদের এমন কিছুর দিকে বরং মনোনিবেশ করা প্রয়োজন, যার প্রতিদান আখেরাতে আমরা পাব ।

বই- ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য
লেখক- আলী আহমাদ মাবরুর

30/03/2025
পাঠক রিভিউ-বই: ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য বইটি তিন মাস আগে কেনা হলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে নিয়মিত প...
26/03/2025

পাঠক রিভিউ-
বই: ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য

বইটি তিন মাস আগে কেনা হলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে নিয়মিত পড়া সম্ভব হয়নি। ফাঁকে ফাঁকে পড়তে হয়েছে, তবে আজ আলহামদুলিল্লাহ, শেষ করতে পেরেছি। বইটি সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে একটি রিভিউ দিচ্ছি।

"ইসলামি আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য" বইটিতে একজন কর্মীর চারিত্রিক ও নৈতিক গুণাবলি কেমন হওয়া উচিত, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষ করে, দাওয়াতি কাজের গুরুত্ব, ব্যক্তিগত উন্নয়ন এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যারা ইসলামি আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চান, তাদের জন্য বইটি দিকনির্দেশক হিসেবে কাজ করবে। পাশাপাশি, দাওয়াতি কাজকে সুসংগঠিত ও ফলপ্রসূ করার ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

আমি মনে করি, ইসলামি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি কর্মীর জন্য বইটি অত্যন্ত উপকারী। এটি কর্মীদের আদর্শিক দৃঢ়তা গড়ে তুলতে, নৈতিক মূল্যবোধ শাণিত করতে এবং দাওয়াতি কর্মকাণ্ডকে আরও সংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাইলস্টোন পাবলিকেশনের প্রকাশিত ১১২ পৃষ্ঠার এই বইটি ইসলামি আন্দোলনের কর্মীদের অন্তত নিজে জানার জন্যে হলেও পড়া উচিৎ।

11/03/2025

বাংলাদেশের মুসলমানদের শহীদ দিবস আজ

ইসলামী আন্দোলনের কর্মীদের চিন্তায় থাকবে বৈশ্বিক ইসলামী আন্দোলন। তবে তারা কাজ করবে স্ব স্ব অঞ্চলে। এই কথাটি ইসলামী আন্দোল...
11/03/2025

ইসলামী আন্দোলনের কর্মীদের চিন্তায় থাকবে বৈশ্বিক ইসলামী আন্দোলন। তবে তারা কাজ করবে স্ব স্ব অঞ্চলে। এই কথাটি ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য বইতে লেখক সুন্দরভাবে বলেছেন। তিনি বলেছেন,

“ইসলামী আন্দোলনের কর্মীদের কাজের দৃষ্টিভঙ্গি হওয়া চাই এমন যে—থিংক গ্লোবাল, এক্ট লোকাল। অর্থাৎ তারা ভাববেন বৈশ্বিক আঙ্গিক থেকে কিন্তু চিন্তার প্রয়োগ ঘটাবেন স্থানীয় পর্যায়ে।”

(বইটি সংগ্রহ করতে হলে ইনবক্স করুন। অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।)

সিলেটের ভাইয়েরা আজই সংগ্রহ করুন আল আমিন লাইব্রেরি থেকে। আর ঢাকায় আরা আছেন তারা পাবেন বাংলা বাজার, বুকক্যাফে তে।
10/03/2025

সিলেটের ভাইয়েরা আজই সংগ্রহ করুন আল আমিন লাইব্রেরি থেকে। আর ঢাকায় আরা আছেন তারা পাবেন বাংলা বাজার, বুকক্যাফে তে।

আমরা বই প্রকাশ করেছি শুধুমাত্র আমাদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে। এজন্য আমরা আমাদের আলোচনায় প্রাধান্য...
22/02/2025

আমরা বই প্রকাশ করেছি শুধুমাত্র আমাদের মাঝে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে। এজন্য আমরা আমাদের আলোচনায় প্রাধান্য দিয়েছি ইসলামী আন্দোলনের মানদণ্ডকে।

আমাদের ‘ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক বৈশিষ্ট্য’ বইটি আপনার অনেক কাজে লাগবে।

সিলেট শহর থেকে মাইলস্টোন পাবলিকেশন্স এর এই বই পেতে চাইলে আপনাকে যা করতে হবে :

—সিলেট শহরে ৩ কপি বই অর্ডার করলে পাবেন ফ্রি হোম ডেলিভারি সার্ভিস

— সিলেট শহরে ১ কপি বই (টিলাগড় থেকে মদিনা মার্কেট) মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জ।

বইটি অর্ডার করতে চাইলে 01738-096409 এই নাম্বারে ফোন দিন। (অনলাইন + অফলাইন)

মাওলানা মওদূদী রহ. কে একবার একটা দারস শেষে প্রশ্ন করা হয়েছিল যে, ‘মাওলানা! কোনাে দেশে ইসলামী বিপ্লব সাধানের জন্যে কি পরি...
12/02/2025

মাওলানা মওদূদী রহ. কে একবার একটা দারস শেষে প্রশ্ন করা হয়েছিল যে,

‘মাওলানা! কোনাে দেশে ইসলামী বিপ্লব সাধানের জন্যে কি পরিমাণ উপায় উপকরণ, কতটা প্রস্তুতি এবং কি কি গুণাবলী প্রয়ােজন?’

এর জওয়াবে মাওলানা যে কথাগুলো বলেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তিনি বলেছিলেন,

‘প্রতিটি দেশের পরিবেশ পরিস্থিতি এক রকম হয়না। তা সত্ত্বেও নীতিগতভাবে একথা বুঝে নিন যে,

ইসলামী বিপ্লব সাধনের জন্যে এমন একদল সুসংগঠিত লােকের প্রয়ােজন, জ্ঞান ও চরিত্রের দিক থেকে যারা হবে ইসলামের প্রাণসত্তা, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে যাদের জীবনের উদ্দেশ্য এবং এ পথে জান, মাল ও সময়ের সর্বপ্রকার কুরবানীর জন্যে হবে তারা সম্পূর্ণ প্রস্তুত।

কিন্তু এই লােকদের প্রচেষ্টার দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবেই, এমন কোনাে গ্যারান্টি নেই।

প্রকৃতপক্ষে ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর এক বিরাট নিয়ামত। তিনি যদি এই জাতিকে সে নিয়ামতের উপযুক্ত মনে করেন তবে তিনি এখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করে দেবেন।

কিন্তু জাতি যদি তার উপযুক্ত হয় এবং তারা সৎ লােকের পরিবর্তে অসৎ লােকদের পছন্দ করে, তবে আল্লাহতায়ালা জোর জবরদস্তি করে এ নিয়ামত তাদের ঘাড়ে চাপিয়ে দেবেননা।

অবশ্যি সেইসব লােকদেরকে এই জন্যে পরিপূর্ণ পুরস্কার দান করবেন যারা তাঁর দ্বীনকে বিজয়ী করার জন্যে চেষ্টা সংগ্রাম করে।’

Address

Uposhohor, Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when মাইলস্টোন পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category