Fahim On The Go

Fahim On The Go কমলগঞ্জ'শ্রীমঙ্গল' মৌলভীবাজার'সিলেট

06/04/2025

আল্লাহ, আবাববিল পাখিকে আর একবার পাঠান😭

সমন্বয়ক🥵🍉
19/03/2025

সমন্বয়ক🥵🍉

28/02/2025

ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার🙂

23/02/2025

🌸🤍❤️

💙✌️ #😩💗

19/02/2025

Big shout out to my newest top fans! Emranul Hasan Sami

24/07/2023

এক কোটি টাকা নাকি বয়ফ্রেন্ড🙂

06/06/2023

অদ্ভুত বাঁশির সুর🔥🥰

Enamul Hakim Fahim Eŋʌɱʋɭ Hʌĸɩɱ Fʌʜɩɱ Shakib Khan Bubly Fahim MD Rubel Mia

তাহাজ্জুদ⭕তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা এইভাবে তাহাজ্জুত পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন...
05/06/2023

তাহাজ্জুদ
⭕তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা এইভাবে তাহাজ্জুত পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইনশাআল্লাহ
রাত ২/৩ টা তাহাজ্জুত এর সময় হয়েছে, ওঠো! ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো; কাউকে দেখানোর জন্য না! একমাত্র তোমার রব আল্লাহর জন্য।
চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়া ও হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তমরুপে সাজাও, আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য। শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য, জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ো।
নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, ধৈর্য্যধারণ করে, প্রশান্তচিত্তে, নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন!
তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন! তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো!
না না তুমি আল্লাহর রহমতের ছাঁয়ার নিচে আর সে অনেক অনেক দূরে।
তোমার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে, অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন।
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ – الاسراء.
“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর ‎‎তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা ‎যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে ‎প্রতিষ্ঠিত করবেন”। (সূরা ইসরা:৭৯)
তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলছে...। ওই নিয়মে ডাকতে থাকো,যদি ডাকার মতো তাঁকে ডাকো তবে তোমার দোয়া কবুল হতে ১মিনিটও লাগবে না।
আল্লাহ তায়ালা বলেন,
"আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি
তখন তাকে এতটুকুই বলি যে 'হয়ে যাও'
সুতরাং তা হয়ে যায়!!
[ সূরা আন'নহল: 40 ]
পৃথিবীতে এমন কেউ কি আছে যে আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তা দেয়নি? প্রমাণ করতে পারবে?
হুমম...হুবহু সেই জিনিসটি হয়তো দেননি তবে তার থেকে অনেক অনেক গুণ উত্তম কিছু দিয়েছেন। পরবর্তীতে প্রার্থনাকারী অবশ্যই তা টের পেয়ে লজ্জিত হয়ে ব

03/06/2023

এই বাচ্চা গুলোর অভিনয় সত্যিই অসাধারণ

Fahim Eŋʌɱʋɭ Hʌĸɩɱ Fʌʜɩɱ Bubly Enamul Hakim Fahim শেষ চিঠি Shakib Khan @

26/05/2023

একজন দেখান, যে এখন অবধি জ'ঙ্গলের ওপর নিজের নাম লিখে ডিপি দেয় নি! 🙂

02/04/2023

'কিজানি! ভালোই আছে বোধহয়!'.

আমাদের লাইফে এমন কিছু মানুষ আসে,যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়, সবাই কেই তার কথা বলতে ভালো লাগে আমাদের। সবাই কে বলতে ভালো লাগে 'এইটা আমার মানুষ! বা এইটা আমার বেষ্টফ্রেন্ড!'

তার সাথে কোনো কারনে সম্পর্ক নষ্ট হয়ে গেলে সে কথা আর কাউকে জানানো হয়না। কেউ তার কথা জিজ্ঞেস করলে আমরা দীর্ঘনিঃশ্বাস চেপে রেখে বলি 'কিজানি! ভালোই আছে বোধহয়!'❤️

01/04/2023

তোমাকে ভুলে যেতে পারলে এইসব রাত গুলো এত দীর্ঘ হতো না !!🖤

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Fahim On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim On The Go:

Share