Sylheter Alo - সিলেটের আলো

Sylheter Alo - সিলেটের আলো আসসালামু আলাইকুম, দৈনিক সিলেটের আলো পেইজে আপনাকে স্বাগতম।

10/05/2025

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির উদ্যোগে আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল বিষয়ে শিক্ষা প্রশিক্ষণ

......…..হারানো বিজ্ঞপ্তি.............. বড়লেখা থেকে মোটরসাইকেল চুরিমৌলভীবাজারের বড়লেখায় গাজিটেকা (আদিত্যের মহাল) থেকে মো...
26/03/2025

......…..হারানো বিজ্ঞপ্তি..............

বড়লেখা থেকে মোটরসাইকেল চুরি

মৌলভীবাজারের বড়লেখায় গাজিটেকা (আদিত্যের মহাল) থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। আজ (২৬ মার্চ) ইফতার শেষে ফজলুর রহমানের বাসার বারান্দা থেকে গাড়িটি হয়েছে।

চুরির স্থান- গাজীটেকা শাহাজালাল কমিউনিটি সেন্টার এর বারান্দা থেকে।

গাড়ির নাম্বার - সিলেট ল ১২-০০৭২, বাজাজ পালসার।চেসিস নং- MD2A11CZZGWK85535,
ইঞ্জিন নং-DHZWFJ11215, C.C-150 গাড়িটির রং- WINE RED

বড়লেখা থানায় জিডি হয়েছে।যদি কেউ সন্ধান পান তাহলে যোগাযোগ করবেন নীচের নাম্বারে।

যোগাযোগ: 01309-647294

13/03/2025

মৃ*-ত্যুর আগে ভাইয়ের সাথে সাক্ষাৎ, আছিয়ার"🙂

18/02/2025
17/02/2025

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্যদের নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর বড়লেখা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড়লেখার ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্ব এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একাংশ। একই সঙ্গে তারা বিতর্কিত ও অযোগ্যদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

17/02/2025

বড়লেখায় কোয়াবের কমিটি নিয়ে ক্ষোভ,পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

17/02/2025

বড়লেখায় পরকিয়ার জেরে স্বামীকে
শ্বাসরোধে হত্যা, স্ত্রী ও ছোটভাই আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় পরকিয়ার জেরে স্ত্রী ও ছোট ভাই মিলে উজ্জল বিশ্বাস (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) রাত দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বড়লেখায় পরকিয়ার জেরে স্বামীকেশ্বাসরোধে হত্যা, স্ত্রী ও ছোটভাই আটকবড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের বড়লেখায় পরকি...
17/02/2025

বড়লেখায় পরকিয়ার জেরে স্বামীকে
শ্বাসরোধে হত্যা, স্ত্রী ও ছোটভাই আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় পরকিয়ার জেরে স্ত্রী ও ছোট ভাই মিলে উজ্জল বিশ্বাস (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) রাত দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোটভাই জন্টু বিশ্বাস (২৫)-কে পুলিশ আটক করেছে। উজ্জল তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।

এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ও বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল বিশ্বাসের স্ত্রী দিপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার আপন ছোটভাই জন্টু বিশ্বাসের পরিকয়া চলছিল। বিষয়টি জেনে ফেলেন দিপনার স্বামী উজ্জল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন স্ত্রী দিপনা ও ছোটভাই জন্টু। পরিকল্পনা অনুযায়ী রোববার রাত দুইটা থেকে তিনটার যেকোনো এক সময় দিপনা ও জন্টু ঘুমন্ত অবস্থায় উজ্জল বিশ্বাসের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। রাতে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা উজ্জলকে খোঁজাখুঁজি শুরু করেন। ভোরের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে উজ্জলের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসে।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম সোমবার বিকেলে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় সন্দেহ হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিহতের স্ত্রী দিপনা ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করা হয়েছে। নিহত উজ্জলের বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Address

Upashahar, Block-b, Road/19
Sylhet

Telephone

+8801893934201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheter Alo - সিলেটের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylheter Alo - সিলেটের আলো:

Share