Praxis Uposhahar

Praxis Uposhahar Available courses:
1. IELTS AC
2. IELTS GT
3. IELTS Life Skills
4. Spoken English
5. Praxis Care Unit
(2)

আপনি নিজের চিন্তা নিজে না করলে অন্য কেউ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করবে না।একটি লক্ষ্য ঠিক করেন এবং সেই লক্ষ্যকে নিজের জ...
22/07/2025

আপনি নিজের চিন্তা নিজে না করলে অন্য কেউ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করবে না।

একটি লক্ষ্য ঠিক করেন এবং সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেন।

চিন্তা করেন, স্বপ্ন দেখেন, আপনার মস্তিষ্ক, পেশী, রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দিন, আর অতীতের বাকী সবকিছু ভুলে যান । ---এটাই সাফল্যের পথ।

Kazi Jahid
Faculty member
Praxis Uposhahar

🌍 স্বপ্নপূরণের আড্ডা!স্ক্যান্ডিনেভিয়ান দেশ:🇩🇰 ডেনমার্ক | 🇸🇪 সুইডেন | 🇳🇴 নরওয়ে | 🇫🇮 ফিনল্যান্ডঅথবা 🐾 ক্যাঙ্গারুর দেশ: 🇦...
22/07/2025

🌍 স্বপ্নপূরণের আড্ডা!
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
🇩🇰 ডেনমার্ক | 🇸🇪 সুইডেন | 🇳🇴 নরওয়ে | 🇫🇮 ফিনল্যান্ড

অথবা

🐾 ক্যাঙ্গারুর দেশ: 🇦🇺 অস্ট্রেলিয়া
কি নিউজিল্যান্ড? 🇳🇿 নিউজিল্যান্ড
নায়াগ্রার দেশ: 🇨🇦 কানাডা

সব দেশের দরজা এখন আপনার জন্যে খোলা!

Student ভিসায় কোন দেশে যেতে কী লাগে?
ভিসা পাওয়ার সহজ পথ, সঠিক প্রস্তুতি, এবং বাস্তব অভিজ্ঞতা —
সবকিছু নিয়েই আপনাদের সাথে আড্ডায় বসবেন মাহবুব স্যার।

🕒 ২৩ জুলাই, বুধবার। সময় ৭:০০ (সন্ধা)
📍 Google meet link: https://meet.google.com/wfh-uesy-yuc

🎯 এই আড্ডা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে! জয়েন করতে ভুলবেন না।

Consistency is much more important than perfection.  ✨ক্লাস শেষে সানজিদ স্যারের Spoken ২০৭ ব্যাচের শিক্ষার্থীদের সাথে এক...
22/07/2025

Consistency is much more important than perfection. ✨

ক্লাস শেষে সানজিদ স্যারের Spoken ২০৭ ব্যাচের শিক্ষার্থীদের সাথে এক চমৎকার চা চক্র।

ভয়কে জয় করার পুরস্কার – একটি গিফট শিক্ষার্থীদের অনেক অনুপ্রাণিত করে তুলে। মর্নিং ক্লাবে বেষ্ট পারফর্মারকে পুরষ্কার তুলে ...
22/07/2025

ভয়কে জয় করার পুরস্কার – একটি গিফট শিক্ষার্থীদের অনেক অনুপ্রাণিত করে তুলে।

মর্নিং ক্লাবে বেষ্ট পারফর্মারকে পুরষ্কার তুলে দিচ্ছেন দাইয়ান স্যার।

21/07/2025

❗সতর্কীকরণ বার্তা:

দুর্ঘটনায় যারা মারা যান — তাঁরা এক অর্থে অনেকটা "রেহাই" পেয়ে যান।
মৃত্যুযন্ত্রণার ভেতরে প্রবেশ করার আগেই, অনেক সময় তাদের প্রাণ পাড়ি জমায়।
আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন — إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ।

কিন্তু যারা বেঁচে যান... তাদের জীবন শুরু হয় এক নির্মম সংগ্রাম দিয়ে।
বিশেষ করে আগুনে পোড়া রোগীদের (Burn victims) জন্য পরবর্তী সময়টা হয়ে পড়ে অত্যন্ত বেদনাদায়ক।

🩺 এদের চিকিৎসা সবচেয়ে জটিল।
🔬 মূল যুদ্ধ হয় ইনফেকশন (সংক্রমণ) এর বিরুদ্ধে।
👥 যত বেশি ভিজিটর, তত বেশি জীবাণু।
💔 আর যত বেশি জীবাণু, তত বেশি মৃত্যুঝুঁকি ও যন্ত্রণা।

---

🧑‍⚕️ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি:

আমি নিজেও একসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত ছিলাম।
সেখানে সরাসরি দেখেছি— ভিড় ও অতিরিক্ত মানুষের চলাফেরার কারণে কিভাবে রোগীদের মধ্যে cross-infection ছড়িয়ে পড়ে।
অনেক রোগী শুধুমাত্র এই কারণেই ভয়ানক সংক্রমণের মুখে পড়ে যায়, যা অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়।

✖️ এইসব রোগীদের শরীর সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধহীন হয়ে পড়ে।
✖️ এমনকি একটুখানি বাতাসে ছড়ানো জীবাণুও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে।

---

🔴 বিশেষ অনুরোধ:

প্রিয় ভিআইপি (VIP) নেতৃবৃন্দ,

> "জীবাণু আপনার পদবী বোঝে না। তারা শুধু শরীর খোঁজে প্রবেশের জন্য।"
শুধু শোক প্রকাশ বা মিডিয়া শো-অফের জন্য হাসপাতালে ভিড় করা একটি গর্হিত, বিপজ্জনক কাজ। এতে
✅ রোগীর অবস্থা আরও খারাপ হয়,
✅ ইনফেকশন ছড়িয়ে পড়ে,
✅ এবং চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

➡️ তাই অনুগ্রহ করে ‘দলবল’ নিয়ে Burn Unit বা ICU পরিদর্শন করা থেকে বিরত থাকুন।
আবেগ থাকুক, তবে বিবেক ও বিজ্ঞান যেন পথ দেখায়।

প্রিয় ভিউ-ব্যবসায়ীরা (Content creators, YouTubers),

> "দয়া করে ভিউ-এর আগে মানবতা চিন্তা করুন।"
"একজন পোড়া মানুষের শরীর কোনো কনটেন্ট নয়।"

ক্যামেরা চালু না করেও সহানুভূতি দেখানো যায়।
এখন রোগী ও চিকিৎসকের মাঝে একটু দূরত্ব রাখুন —
এইটুকু হলেই হতে পারে অনেক বড় সাহায্য।

---🔹 ইসলামী দৃষ্টিকোণ থেকে:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
📚 (সহীহ মুসলিম: ৫৩১৭)

🔥 এক পোড়া রোগীর কাছে আপনার উপস্থিতি হতে পারে মৃত্যুঝুঁকির কারণ —
তাই দয়া করে আত্মপ্রচার নয়, বিচক্ষণতা ও দূরদর্শিতা দেখান।

---🤲 আল্লাহ তাআলা সকল আহতকে শিফা দান করুন। চিকিৎসকদের সহায়তা করুন।
আর আমাদের সকলকে যেন আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করার তাওফিক দেন। আমিন।

আল্লাহ যারা আজ সন্তান হারিয়েছেন, তাদের অন্তরে সবর দান করুন। আল্লাহ যেন এই কঠিন সময়কে তাদের জান্নাতের পথ বানিয়ে দেন।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) বলেন:
💜 “যখন কোনো মুমিন ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ‘তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ?’
ফেরেশতাগণ বলেন, ‘হ্যাঁ।’
আল্লাহ জিজ্ঞেস করেন, ‘আমার বান্দা কী বলেছে?’
তারা বলেন, ‘সে বলেছে: আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তখন আল্লাহ বলেন: ‘আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, আর এর নাম রাখো বাইতুল হামদ (প্রশংসার ঘর)।’”
📚 (তিরমিযী: ১০২১)

💙 রাসুলুল্লাহ (ﷺ) আরও বলেন:
“শিশুরা হলো জান্নাতের প্রজাপতি। তারা কিয়ামতের দিন তাদের মা-বাবার হাত ধরবে এবং ততক্ষণ ছাড়বে না, যতক্ষণ না আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন।”
📚 (সহীহ মুসলিম: ৬৮৯৫)

Dr Muhammad Ibrahim

সবার হাতে স্পিকিং চ্যালেঞ্জের সার্টিফিকেট। এই চ্যালেঞ্জের মাধ্যমেই সবার স্পিকিং স্কিল অনেক গুণ বেড়ে যায়। এমনকি তাদের ছোট...
21/07/2025

সবার হাতে স্পিকিং চ্যালেঞ্জের সার্টিফিকেট। এই চ্যালেঞ্জের মাধ্যমেই সবার স্পিকিং স্কিল অনেক গুণ বেড়ে যায়। এমনকি তাদের ছোট-ছোট ভূলগুলোও সংশোধন হয়ে যায়।

ছবিতে জাহিদ স্যারের চলমান ব্যাচ স্পোকেন ২০৩ এর শিক্ষার্থীরা। সবাইকে জানাই অভিনন্দন।

21/07/2025

𝐂𝐃 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐜𝐥𝐚𝐬𝐬 𝐢𝐧 𝐏𝐫𝐚𝐱𝐢𝐬

শীগ্রই শুরু হচ্ছে আমাদের 𝐂𝐃 𝐈𝐄𝐋𝐓𝐒 এর ক্লাস !

🔴 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗳𝗮𝗰𝗶𝗹𝗶𝘁𝗶𝗲𝘀 :
✅ Class 38
✅ Free typing support
✅ Club 6 months
✅ Help desk
✅ Free Mock (Computer based)
✅ Free partial (Computer based)
✅ Speaking test (Online)
✅ Fundamental of Computer
✅ Web surfing
✅ Real exam simulation

⭕ 𝘼𝙙𝙢𝙞𝙨𝙨𝙞𝙤𝙣 𝙛𝙚𝙚 :
🔷 Offer fee 10,000/-
🔷 Regular 14,500/-

𝗔𝗱𝗱𝗿𝗲𝘀𝘀 :
House no. 60, Block A(main road), Shahjalal Uposhahar, Sylhet

𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 :
01681403595 / 01861983344

21/07/2025

এই মুহুর্তে ন্যাশনাল বার্ন ইন্সটিটিউটে নেগেটিভ ব্লাড ডোনারের একটা ক্রাইসিস শোনা যাচ্ছে৷

Negative blood group donors

A(-), O(-), AB(-), and also AB(+)

নেগেটিভ ব্লাড ডোনাররা এগিয়ে আসুন৷

Before donating blood,please keep these in mind:
• No fever in the last 4–5 days
• No recent infections or ongoing illness
• No vaccinations in the past 14 days
• You should be at least 18 years old and weigh over 50 kg
• Eat something light before coming,don’t donate on an empty stomach

Abid Hossain Sami

Counselling is being conducted by Aziz Sir.
21/07/2025

Counselling is being conducted by Aziz Sir.

21/07/2025

মৃত্যুর সাথেই সবকিছু শেষ। এই মৃত্যু কিভাবে আসবে কেউ জানে না।
আজকের ঘটনায় আসলে কিছু বলার মতো ভাষা নেই।
আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন। আহতের ছবি দেখা যাচ্ছে না, ভয়ংকর অবস্থা। প্রচুর রক্ত লাগবে তাই রক্তদাতারা এগিয়ে আসুন।

20/07/2025

Whats your favourite mode of transportation?

a. Bus 🚌
b. Motorcycle 🏍️
c. Boat ⛵
d. Plane ✈️
e. Car 🚗

20/07/2025

আজকের মকে বাজিমাত!

দুই শিফটে প্রায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আজকের মক!!

যারা স্বপ্ন দেখে, তারাই মকে সিরিয়াসভাবে নেয়।
আজকের প্রস্তুতি, আগামী দিনের সাফল্য!

Address

Sylhet

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801861983344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Praxis Uposhahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Praxis Uposhahar:

Share