15/08/2025
*সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে নিয়ে জমিয়তের বর্ণাঢ্য প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত*
*প্রধান অতিথির ঘোষণা— “আমি হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে আপনাদের হাতে তুলে দিলাম”*
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক *প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলন*।
বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্র বাজারে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। হাজারো মানুষ, আলেম-ওলামা, তরুণ কর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সরব উপস্থিতি প্রমাণ করে জমিয়তের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কতটা গভীর।
*প্রধান অতিথি ছিলেন—*
*শায়খুল হাদীস, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি (দা.বা)*
*মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।*
তিনি তাঁর আবেগঘন বক্তব্যে বলেন:
*“আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমি আমার প্রিয় সন্তান, দ্বীনদার, আমানতদার, উম্মতের দুঃখকষ্ট বোঝা একনিষ্ঠ আলেম—হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে আপনাদের হাতে তুলে দিলাম। তার হাত শক্ত করে ধরুন, তাকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ এই অঞ্চল ইসলামী নেতৃত্বের নতুন আলো পাবে।”*
*সভাপতিত্ব করেন—*
*মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব*,
*সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ*।
*উদ্বোধন করেন—*
*আল্লামা শায়খ জিয়া উদ্দিন*,
*সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।*
*সভা পরিচালনা করেন—
*মাওলানা আলী আহমদ*, সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা জমিয়ত
*মাওলানা আব্দুল হক কাসিমী*, সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা জমিয়ত
সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার এবং জনপ্রিয় গজলশিল্পী *কলরবের আহমদ আব্দুল্লাহ* হাফিজ ফখরুল ইসলামকে নিয়ে হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন, যা উপস্থিত জনতাকে আবেগে আপ্লুত করে।
*প্রার্থী ফখরুল ইসলামের বক্তব্যে উঠে আসে—*
*“আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি, মানুষের অধিকার আদায় এবং সত্যের পক্ষে অবস্থান নেয়ার জন্য। আমি দুনিয়াবি স্বার্থে রাজনীতিতে আসিনি, আমি এসেছি আপনাদের খেদমতে, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে। আপনারা যদি আমায় মজবুত হাত দেন, আমি ওয়াদা করছি দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দেব।”*
এ জনসভা ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানটি গোটা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নতুন আলোড়ন তোলে। দলমত নির্বিশেষে অনেকেই এই যোগ্য আলেম প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করেন।
সমাবেশ শেষে ফখরুল ইসলামের জন্য আকাশচুম্বী দোয়া করা হয় এবং তার বিজয় কামনায় সবাই আমীন বলেন।
*এই আয়োজন জমিয়তের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নিল।*