Beanibazr Media বিয়ানীবাজার মিডিয়া

Beanibazr Media  বিয়ানীবাজার মিডিয়া Stay with us

28/07/2025

বিয়ানীবাজারের সুপরিচিত আধুনিক ইসলামি ইনস্টিটিউট দারুল ফালাহ মাদ্রাসা'র আয়োজনে করআন তিলাওয়াত প্রোগ্রাম অত্যান্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

27/07/2025

আলোকিত জীবনের সন্ধানে: মুফতি মুজিবুর রহমান (হাফি.) এর জীবন ও অবদান

25/07/2025

জনগণকে নিয়ে তামাশা যদি বন্ধ না করেন, তবে মনে রাখবেন — শেখ হাসিনা যেভাবে পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা তাও পাবেন না। মাওলানা ফরহাদ আহমদ। সাংগঠনিক সম্পাদক বিয়ানীবাজার উপজেলা জমিয়ত

25/07/2025

অন্তর্বর্তীকালীন সরকার তার শপথ ভঙ্গ করেছে।মাওলানা শিব্বির আহমদ

25/07/2025

এদেশের মানুষের নিরবতাকে দুর্বলতা মনে করবেন না। মাওঃ আব্দুল্লাহ আল মামুন

25/07/2025

রক্ত দিয়ে দেশ পেয়েছি কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মুক্তি পাইনি। বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান

25/07/2025

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ মিছিল।

25/07/2025
*সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ ফখরুল ইসলাম—জনসেবায় নিবেদিত একজন নির্ভরযোগ্য মুখ...
25/07/2025

*সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ ফখরুল ইসলাম—জনসেবায় নিবেদিত একজন নির্ভরযোগ্য মুখ*

*বিয়ানীবাজার মিডিয়া ডেস্কঃ*
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি সংগঠনের একজন নির্ভরযোগ্য ও পরীক্ষিত কর্মী, যিনি বহু বছর ধরে রাজনীতি ও সমাজসেবার মাঠে নিরবে কাজ করে গেছেন।

রাজনীতি হোক বা সামাজিক কল্যাণ—প্রতিটি ক্ষেত্রেই মুহাম্মদ ফখরুল ইসলাম তাঁর বিচক্ষণতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি কখনো প্রচারের পেছনে ছোটেননি, বরং মানুষের প্রয়োজনে পাশে থেকে দায়িত্ব পালন করাই ছিল তার অগ্রাধিকার।

জনগণের দাবির প্রেক্ষিতে অনেকে মনে করেন, সিলেট-৬ আসনে জমিয়তের হয়ে মুহাম্মদ ফখরুল ইসলামের মতো সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তির মনোনয়ন সময়োপযোগী সিদ্ধান্ত হবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, এলাকার উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তাঁর প্রতিশ্রুতি ও ভূমিকা প্রশ্নাতীত।

*বিয়ানীবাজার মিডিয়া* জানায়, তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দলের শীর্ষ মহলের সুদৃষ্টি পেলে তিনি হতে পারেন জমিয়তের পক্ষ থেকে এই আসনে শক্তিশালী প্রার্থী এবং জনগণের বিশ্বাসের প্রতীক।

*প্রতিবেদন: বিয়ানীবাজার মিডিয়া*
*সম্পাদনা বিভাগ*

05/11/2024

'যদি সাদকে দেশে আসতে দেয়া হয় তাহলে হাসিনার মতো এই সরকারকেও পালিয়ে যেতে হবে'

Address

Sylhet
3170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazr Media বিয়ানীবাজার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share