Beanibazr Media বিয়ানীবাজার মিডিয়া

Beanibazr Media  বিয়ানীবাজার মিডিয়া Stay with us

15/08/2025

*সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে নিয়ে জমিয়তের বর্ণাঢ্য প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত*
*প্রধান অতিথির ঘোষণা— “আমি হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে আপনাদের হাতে তুলে দিলাম”*

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক *প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলন*।

বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের প্রাণকেন্দ্র বাজারে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। হাজারো মানুষ, আলেম-ওলামা, তরুণ কর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সরব উপস্থিতি প্রমাণ করে জমিয়তের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কতটা গভীর।

*প্রধান অতিথি ছিলেন—*
*শায়খুল হাদীস, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি (দা.বা)*
*মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।*

তিনি তাঁর আবেগঘন বক্তব্যে বলেন:
*“আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমি আমার প্রিয় সন্তান, দ্বীনদার, আমানতদার, উম্মতের দুঃখকষ্ট বোঝা একনিষ্ঠ আলেম—হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে আপনাদের হাতে তুলে দিলাম। তার হাত শক্ত করে ধরুন, তাকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ এই অঞ্চল ইসলামী নেতৃত্বের নতুন আলো পাবে।”*

*সভাপতিত্ব করেন—*
*মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব*,
*সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ*।

*উদ্বোধন করেন—*
*আল্লামা শায়খ জিয়া উদ্দিন*,
*সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।*

*সভা পরিচালনা করেন—

*মাওলানা আলী আহমদ*, সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা জমিয়ত
*মাওলানা আব্দুল হক কাসিমী*, সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা জমিয়ত

সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার এবং জনপ্রিয় গজলশিল্পী *কলরবের আহমদ আব্দুল্লাহ* হাফিজ ফখরুল ইসলামকে নিয়ে হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন, যা উপস্থিত জনতাকে আবেগে আপ্লুত করে।

*প্রার্থী ফখরুল ইসলামের বক্তব্যে উঠে আসে—*
*“আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি, মানুষের অধিকার আদায় এবং সত্যের পক্ষে অবস্থান নেয়ার জন্য। আমি দুনিয়াবি স্বার্থে রাজনীতিতে আসিনি, আমি এসেছি আপনাদের খেদমতে, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে। আপনারা যদি আমায় মজবুত হাত দেন, আমি ওয়াদা করছি দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দেব।”*

এ জনসভা ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানটি গোটা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নতুন আলোড়ন তোলে। দলমত নির্বিশেষে অনেকেই এই যোগ্য আলেম প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করেন।

সমাবেশ শেষে ফখরুল ইসলামের জন্য আকাশচুম্বী দোয়া করা হয় এবং তার বিজয় কামনায় সবাই আমীন বলেন।

*এই আয়োজন জমিয়তের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নিল।*

09/08/2025

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে খেজুরগাছ প্রতীকে মনোনীত হয়েছেন হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

05/08/2025

জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালিঐতিহাসিক জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৩০মিনিটে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। শাখা সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের দফতর সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন। এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হা, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ শরিফুল হাসান, যুবনেতা আবুল কালাম, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা রেদওয়ান হুসাইন, আতিকুর রহমান, কামরুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক এবাদুর রহমান, আব্দুল্লাহ রাহাত, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুল আলিম, আফজল হোসাইন, সাজু আহমদ, আব্দুর রাজ্জাক সহ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

05/08/2025

৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিয়ানীবাজার ছাত্র জমিয়তের আজকের কর্মসূচি।

03/08/2025

সিলেট-০৬ ( বিয়ানীবাজার - গোলাপগঞ্জ ) আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা- নির্বাচনে লড়বেন হাফিজ মাও. মুহাম্মদ ফখরুল ইসলাম।

28/07/2025

বিয়ানীবাজারের সুপরিচিত আধুনিক ইসলামি ইনস্টিটিউট দারুল ফালাহ মাদ্রাসা'র আয়োজনে করআন তিলাওয়াত প্রোগ্রাম অত্যান্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

27/07/2025

আলোকিত জীবনের সন্ধানে: মুফতি মুজিবুর রহমান (হাফি.) এর জীবন ও অবদান

25/07/2025

জনগণকে নিয়ে তামাশা যদি বন্ধ না করেন, তবে মনে রাখবেন — শেখ হাসিনা যেভাবে পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা তাও পাবেন না। মাওলানা ফরহাদ আহমদ। সাংগঠনিক সম্পাদক বিয়ানীবাজার উপজেলা জমিয়ত

25/07/2025

অন্তর্বর্তীকালীন সরকার তার শপথ ভঙ্গ করেছে।মাওলানা শিব্বির আহমদ

25/07/2025

এদেশের মানুষের নিরবতাকে দুর্বলতা মনে করবেন না। মাওঃ আব্দুল্লাহ আল মামুন

25/07/2025

রক্ত দিয়ে দেশ পেয়েছি কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মুক্তি পাইনি। বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান

25/07/2025

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ মিছিল।

Address

Sylhet
3170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazr Media বিয়ানীবাজার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share