05/08/2025
জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালিঐতিহাসিক জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৩০মিনিটে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। শাখা সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের দফতর সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন। এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হা, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ শরিফুল হাসান, যুবনেতা আবুল কালাম, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা রেদওয়ান হুসাইন, আতিকুর রহমান, কামরুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক এবাদুর রহমান, আব্দুল্লাহ রাহাত, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুল আলিম, আফজল হোসাইন, সাজু আহমদ, আব্দুর রাজ্জাক সহ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।