Brown Eyes

Brown Eyes I love comedy
(17)

ছবিতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা...
09/08/2025

ছবিতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!

(বৃদ্ধ মহিলাটার লোকেশন এবং বর্তমান পরিস্থিতি জানার জন্যে শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা খোঁজ পেলে তার সুন্দর একটা জীবনের ব্যবস্থা করতে সাহায্য করব। আপনারাও শরীক থাকুন এ ভালো কাজে)
collected

27/07/2025

নিউমার্কেট গেছিলাম, একটা জামা দামাদামি করতেছি, দোকানদার বলতেছে একদাম ৫০০ টাকা,একটু ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, ‘ব্যবসা করেন নাকি ডা!কাতি?”

দোকানদার মুখের উপর বলে বসলো, ‘ডা!কাতি করতে বড়লোক কাস্টমার লাগে আপনাকে দিয়া হইবো না!” 🙂

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না-১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)২। সাজিদ আহমেদ সানি ...
22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।


বাংলাদেশ win❤️💜💙
16/07/2025

বাংলাদেশ win❤️💜💙

Ranna banna,🥰
16/07/2025

Ranna banna,🥰

যা যা শিখলাম;1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না। 3️⃣ তোফাজ্জল:- যেখানে সেখানে...
12/07/2025

যা যা শিখলাম;

1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।
2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না।
3️⃣ তোফাজ্জল:- যেখানে সেখানে খাওয়া যাবে না।
4️⃣ পারভেজ:- যেখানে সেখানে হাসা যাবে না।
5️⃣সোহাগ চাদা দিবি - না হলে জীবন দিবি।

পরের দিন হয়তো আমরা আরেক উদাহরণ হবো!🥲

11/07/2025

I got over 221,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Alhamdulilah 10k ❤️❤️❤️💜💙💙💙
04/07/2025

Alhamdulilah 10k ❤️❤️❤️💜💙💙💙

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brown Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share