Ashrafouszzaman-আশরাফুজ্জামান

Ashrafouszzaman-আশরাফুজ্জামান অপরুপ কারুকাজ, সবই তুচ্ছ; দুনিয়াটা আসলে এক নাটকের মঞ্চ!

📢 গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি 🛑নয়াবাজার থেকে দ্বহপাড়া–পাতিলাসাঙ্গন সড়কের ঊটনি/আপের ভাঙ্গা অংশ সংস্কারের জন্য ১৩...
12/10/2025

📢 গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি 🛑

নয়াবাজার থেকে দ্বহপাড়া–পাতিলাসাঙ্গন সড়কের ঊটনি/আপের ভাঙ্গা অংশ সংস্কারের জন্য ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১০টা থেকে ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।

🙏সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Anaaya 🥰🥰🥰
24/05/2024

Anaaya 🥰🥰🥰

12/05/2024

সিলেট বিভাগে এস.এস.সি'তে ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এবং অবিভাবকদের বেখেয়ালিপনা।
একটি সুন্দর ফুলবাগান তৈরির জন্য একজন মালির অবদান অনস্বীকার্য, ফুলবাগানে সময়মত পানি, সার দিতে না পারলে ফুল ফুটার আগেই যেমন ঝরে যায়, ঠিক তেমনি সন্তানকে ঠিক মত গাইডলাইন না করা, তার ব্যাপারে উদাসীন থাকাই ফলাফল বিপর্যয় আনতে পারে।

ফলাফল বিপর্যয়ে আমি শিক্ষক থেকে সবচেয়ে বেশী শিক্ষার্থী এবং তাদের অবিভাবকের দেব, কেননা একজন শিক্ষার্থী একজন শিক্ষকের অনুকূলে ৬ ঘন্টা থাকে, বাকী সময় সে তার নিজের এবং পরিবারের।

সচেতন অবিভাবক না হলে সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে।

মাসোয়ারা দিয়ে যদি অবৈধ অটোরিকশা বৈধ হয় তাহলে তারা যে মানুষ মারে তাও বৈধ?আদালত যেখানে বিক্রি ও চালানো অবৈধ ঘোষণা করেছে সে...
21/09/2023

মাসোয়ারা দিয়ে যদি অবৈধ অটোরিকশা বৈধ হয় তাহলে তারা যে মানুষ মারে তাও বৈধ?
আদালত যেখানে বিক্রি ও চালানো অবৈধ ঘোষণা করেছে সেখানে কার ইশারায় এইসব অবৈধ গাড়ী দাপিয়ে বেড়ায়।
এইসব মৃত্যুযান বন্ধ করুন, না হলে রাস্তায় নামতে বাধ্য হব।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশকে মাসোহারা দিয়ে বাজার গ্রামাঞ্চল থেকে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অ....

ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না।
05/09/2023

ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না।

28/08/2023

আমি ভাবছি হেতি ফাইট করতে আসছে😃😂

04/08/2023

নয়াবাজার-গোয়ালবাড়ী সড়ক

01/08/2023

স্কুল ম্যানেজিং কমিটি সংস্কার প্রয়োজন।

এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট নিয়ে পর্যালোচনামূলক "জুড়ীর সময়ের" বিশেষ লাইভ অনুষ্ঠান। 📌🔸অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন-  আশর...
31/07/2023

এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট নিয়ে পর্যালোচনামূলক "জুড়ীর সময়ের" বিশেষ লাইভ অনুষ্ঠান। 📌

🔸অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন-
আশরাফ আলী
সম্পাদক, জুড়ীর সময়

বিশেষ লাইভ অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন জুড়ীর সময়ের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

#জুড়ীর_সময় #টকশো #এসএসসি

এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট নিয়ে পর্যালোচনামূলক "জুড়ীর সময়ের" বিশেষ লাইভ অনুষ্ঠান। 📌

৩১শে জুলাই সোমবার রাত ৯টা ৩০ মিনিটে।

🔸অতিথি হিসেবে আছেন -
🔘 জবা রানী চাষা
সহকারী প্রধান শিক্ষক
সাগরনাল উচ্চ বিদ্যালয়
🔘 ফজলুল হক
শিক্ষক, হোছন আলী উচ্চ বিদ্যালয়
🔘 মোহাম্মদ আমিনুল ইসলাম
শিক্ষক, জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদরাসা
🔘 আশরাফুজ্জামান রিশাদ
শিক্ষানুরাগী ও সমাজসেবক

🔸অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন-
আশরাফ আলী
সম্পাদক, জুড়ীর সময়

বিশেষ লাইভ অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন জুড়ীর সময়ের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

#জুড়ীর_সময় #টকশো #এসএসসি

Picture of Grand Sultan Tea Resort & Golf
31/07/2023

Picture of Grand Sultan Tea Resort & Golf

Address

Juri, Moulvibazar
Sylhet
3251

Telephone

+8801735047643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashrafouszzaman-আশরাফুজ্জামান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashrafouszzaman-আশরাফুজ্জামান:

Share