ঐতিহ্যর হাট

ঐতিহ্যর হাট বাংলার ঐতিহ্য, সংস্কৃতি,ক্ষুদ্র প্রতিভা,মানবতা, তুলে ধরার প্রয়াস

সকল প্রকার গান-বাদ্য-বাজনা, উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি/পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পীকার ব্যবহার, মোটরসাইকেল ...
30/12/2025

সকল প্রকার গান-বাদ্য-বাজনা, উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি/পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পীকার ব্যবহার, মোটরসাইকেল শোডাউন/র‍্যালী, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বি/স্ফো/রক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।

এবং ৩১ ডিসেম্বর/২০২৫খ্রি: সন্ধ্যা ০৬:০০ ঘটিকা থেকে ১লা জানুয়ারী/২০২৬খ্রি. সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় বার/পানশালা বন্ধসহ যে কোন ধরণের মদ/এল/কো/হল/নে/শা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো।

একটি অধ্যায়ের পরিসমাপ্তি 😢আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়...
30/12/2025

একটি অধ্যায়ের পরিসমাপ্তি 😢
আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

17/12/2025

‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বিবেচনা করে আজ বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

16/12/2025

বৃদ্ধা কে ধাক্কা দিল রিকশা চালক

16/12/2025

মহান বিজয় দিবসে
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে

নির্বাচন ২০২৬
11/12/2025

নির্বাচন ২০২৬

দেশের বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন...
08/12/2025

দেশের বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ৬ ও ৭ টাকা। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা।

আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের নতুন ডিজাইন...
02/12/2025

আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমানের নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের ৫০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

29/11/2025

সোনালী ধানে ভরে উঠেছে গ্রামের মাঠ,দেখলেই মন জুডিয়ে যায়।
#ভিডিওভাইরালシ #গ্রামবাংলা

🏃‍♂️ভাদেশ্বর বিজয় ম্যারাথন ২০২৫🏃‍♂️🗓️ তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)📍 দূরত্ব: ২ কিলোমিটার🎥 ইভেন্ট টাইপ: লাইভ⏱️ কাট-অ...
29/11/2025

🏃‍♂️ভাদেশ্বর বিজয় ম্যারাথন ২০২৫🏃‍♂️
🗓️ তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
📍 দূরত্ব: ২ কিলোমিটার
🎥 ইভেন্ট টাইপ: লাইভ
⏱️ কাট-অফ টাইম: ৪০ মিনিট
💰 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
📝 রেজিস্ট্রেশন লিংক কমেন্টে...

★ সময়সূচি

🕖রিপোর্টিং টাইম: সকাল ৭:০০টা

🕢মেরাথন শুরু: সকাল ৭:৩০টা

▫️শুরুর স্থান:
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ

▫️শেষ হওয়ার স্থান/সমাপনী অনুষ্ঠান:
মোকাম বাজার

★ অংশগ্রহণের নিয়মাবলি

• ৪০ বছর বা তার বেশি বয়সী যেকোনো পুরুষ অংশগ্রহণ করতে পারবেন।

• স্কুল শিক্ষকবৃন্দের জন্য বয়সসীমা প্রযোজ্য নয়।

• অন্যান্য চাকুরিজীবীরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার ভিত্তিতে অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

• সকল অংশগ্রহণকারীর জন্য রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা প্রযোজ্য।

★ সুবিধা ও সহায়তা

• মেরাথন চলাকালীন পর্যাপ্ত ওআরএস/স্যালাইন ড্রিংক এবং বিশুদ্ধ পানি সরবরাহ থাকবে।

• জরুরি অবস্থায় সহায়তার জন্য থাকবে বিশেষজ্ঞ মেডিকেল টিম।

• সকল অংশগ্রহণকারী পাবেন রাউন্ড-নেক টি-শার্ট।

• অসুস্থ বা অতিরিক্ত ক্লান্ত প্রতিযোগীদের জন্য থাকবে পরিবহন সহায়তা।

• প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হবে বিশেষ উপহার।

🪧আয়োজনে:
ভাদেশ্বর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন (BSAA)

📌 সহায়তার জন্য যোগাযোগ:

• যদি কেউ ফর্ম পূরণে বা অর্থ প্রেরণে কোনো সমস্যার সম্মুখীন হন, যোগাযোগ করুন—
📞 ০১৭৩৯০৩০৮৪৯
📞 ০১৮৯২৬০৩৩৩৪

28/11/2025

বড়শি দিয়া মাছ ধরা ゚viralシfypシ゚viralシalシ #মাছধরা

Address

Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্যর হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share