30/12/2025
সকল প্রকার গান-বাদ্য-বাজনা, উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি/পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পীকার ব্যবহার, মোটরসাইকেল শোডাউন/র্যালী, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বি/স্ফো/রক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।
এবং ৩১ ডিসেম্বর/২০২৫খ্রি: সন্ধ্যা ০৬:০০ ঘটিকা থেকে ১লা জানুয়ারী/২০২৬খ্রি. সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় বার/পানশালা বন্ধসহ যে কোন ধরণের মদ/এল/কো/হল/নে/শা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো।