Inside Of Honesty

Inside Of Honesty স্বপ্নের সন্ধানে

একটি শিক্ষনীয় পেইজ এখান থেকে শিখতে বুজতে আমাদের পরিবারে শামিল হওয়ার জন্য আপনাকে আহবান করা হচ্ছে,, এবং আসুন ইসলামকে জানি অন্যকেও আমন্ত্রণ করি ভাল থাকুন সুস্থ থাকুন
আল্লাহ হাফিজ।।

25/08/2025

দেখুন ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছিল, অবশেষে বুঝতে পেরে ভাইয়ের মৃত্যুর আগে ক্ষমা চাইতেছে।
অথচ ভাই মারা যাওয়ার আগে ক্ষমা করতেছে না,
হাতের ইশারায় চলে যেতে বলছে,কতটুকু অভিমান থাকলে ভাইয়ের প্রতি ভাই এমন করতে পারে।

সম্পত্তির জন্য ভাই বোনের সাথে কখনো ঝগড়া করবেন না। সম্পত্তি কিন্তু রয়ে যাবে দুনিয়াতে, শুধু থাকবে না মানুষ। তাই যারা ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে, সময় থাকতে ক্ষমা চেয়ে নিন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন।🤲

11/07/2025

হাসিনা গেছে যেইপথে,
চাঁদাদল যাবে সেইপথে,
এই চাঁদাবাজদের বিরুদ্ধে এখই রুখে দাড়াতে হবে।

এ মানুষটির শরীরে পুরোটাই কলিজা..দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ আমেরিকার দিকে তাকানোর ও সাহস করে নি।খামেনীর ইরান শুধু থ...
23/06/2025

এ মানুষটির শরীরে পুরোটাই কলিজা..
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ আমেরিকার দিকে তাকানোর ও সাহস করে নি।
খামেনীর ইরান শুধু থাকায় নি নাক বরাবর ঘুশি দিতেছে💪
আল্লাহ তাদের কে সাহায্য করেন🤲
কাফির মুশরিকদের বিরুদ্ধে যেনো মুসলমানদের জয় হয়।

হে আল্লাহ,তোমার অসীম, অভাবনীয় কুদরতেরস্ফূলিঙ্গ ঝলসে দেক ওদের ঔদ্ধত্য,ওদের আবাসান, ওদের আঙিনা।দুয়া করছি,বিশ ঘন্টা নয়,বরং ...
26/04/2025

হে আল্লাহ,
তোমার অসীম, অভাবনীয় কুদরতের
স্ফূলিঙ্গ ঝলসে দেক ওদের ঔদ্ধত্য,
ওদের আবাসান, ওদের আঙিনা।
দুয়া করছি,
বিশ ঘন্টা নয়,
বরং বিশ বছরেও না ঘুছাক এই অনির্বাণ।

09/04/2025

জেনারেল শিক্ষিত এই ভাইয়ের মুখে কোরআনের আয়াত ও ইংরেজি মিশ্রিত কঠিন বক্তব্য!
আমাদের এমন একজন জেনারেল শিক্ষিত ভাই তাদের ১০০ জনের সমান।
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না; তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।
– সূরা আল ইমরান, আয়াত: ১৩৯

(এই ভিডিওটা সবাই প্রচার করুন)

16/03/2025

যে ব্যক্তি সুন্নত থেকে দূর সে ব্যক্তি নবীর থেকে দূর
যে নবীর থেকে দুর সে আল্লাহ থেকে দুর..!🙂

09/03/2025

ধ-র্ষ-ক ও চাঁ-দা-বা-জিদের নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ কড়া বার্তা দিলেন | Dr. Masud | Magura Insident
#শফিকুলইসলামমাসুদ #ধর্ষক

03/11/2024

মুসলিম অপরাধী ১০০ জন মরলেও সমস্যা নাই,
হিন্দু অপরাধী একজন মরলেই সংখ্যালঘুদের
উপর আক্রমণ হয়েছে, হেনতেন করে ভিন্নখাতে
নেয়া হয়, তারা সেটা বুঝতেই চায়না।
ভাইয়ের উচিত জবাব শুনে ভাল্লাগছে।।।

01/11/2024

চেহারা সৌন্দর্য বৃদ্ধি আর শ্রেষ্ঠত্বের
""ফজর "" কেমন লাগছে আপনার?

24/10/2024

আলহামদুলিল্লাহ।
এটি অবশ্যই অতি আকাঙ্ক্ষিত,
দীর্ঘ-প্রতীক্ষিত সুসংবাদ।

17/10/2024

এইখানে কি চাও❓
সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে ✅
এইখানে শুধু দরুদ ও সালাম জানাবা, খালাস 💞

ইবনু আব্বাস (রাঃ) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সওয়ারীর পিছনে বসছিলাম। তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বললেনঃ
হে ছেলে!
আল্লাহর বিধানসমূহ যথাযথভাবে মেনে চল আল্লাহ তোমাকে হিফাযতে রাখবেন। আল্লাহর অধিকার আদায় কর, তবে তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে‼️
আর যখন তুমি কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর কাছেই চাইবে এবং যখন কারো সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে ✅
জেনে রাখ,
যদি সমস্ত সৃষ্টিজীব একত্র হয়ে তোমার কোন কল্যাণ করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন কল্যাণ করতে পারবে না।
পক্ষান্তরে যদি সমস্ত সৃষ্টিজীব সমবেতভাবে তোমার কোন ক্ষতি করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন ক্ষতি করতে পারবে না‼️
(তোমাদের ভাগ্যের সব কিছু লেখার পর) কলম তুলে নেয়া হয়েছে এবং খাতাসমূহ শুকিয়ে গেছে‼️

📚 মিশকাতঃ ৫৩০২
তিরমিযীঃ ২৫১৬,
মুসনাদে আহমাদঃ ২৬৬৯,
সহীহুল জামিঃ ৭৯৫৭,
আবূ ইয়া'লাঃ ২৫৫৬,
শুআবূল ঈমানঃ ১৯৫,
আল মু'জামুল কাবীর লিত্ব তবারানীঃ ১১২৫৩,
আল মু'জামুল আওসাত্বঃ ৫৪১৭,
আল মুসতাদরাক লিল হাকিমঃ ৬৩০৪।
হাদিসের মানঃ সহিহ।

নবী (ﷺ) বলেন,
জিবরীল (আঃ) আমার নিকট এসে সুসংবাদ দিলেন যে,
আপনার উম্মাতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে।
আমি (আবূ যার) বললাম, যদিও সে ব্যভিচার করে এবং যদিও সে চুরি করে। তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে।

📚 বুখারীঃ ১২৩৭, ৩২২২, ৫৮২৭, ৬২৬৮, ৬৪৪৩, ৬৪৪৪
মুসলিমঃ ১৭৩, ২১৯৫
জামে' আত-তিরমিজিঃ ২৬৪৪
আল লুলু ওয়াল মারজানঃ ৫৯, ৫৭৮
হাদিসের মান: সহিহ হাদিস।

10/10/2024

Hazrat (sa)
আকৃতি কেমন ছিলো

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Inside Of Honesty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category