17/10/2024
এইখানে কি চাও❓
সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে ✅
এইখানে শুধু দরুদ ও সালাম জানাবা, খালাস 💞
ইবনু আব্বাস (রাঃ) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সওয়ারীর পিছনে বসছিলাম। তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বললেনঃ
হে ছেলে!
আল্লাহর বিধানসমূহ যথাযথভাবে মেনে চল আল্লাহ তোমাকে হিফাযতে রাখবেন। আল্লাহর অধিকার আদায় কর, তবে তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে‼️
আর যখন তুমি কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর কাছেই চাইবে এবং যখন কারো সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে ✅
জেনে রাখ,
যদি সমস্ত সৃষ্টিজীব একত্র হয়ে তোমার কোন কল্যাণ করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন কল্যাণ করতে পারবে না।
পক্ষান্তরে যদি সমস্ত সৃষ্টিজীব সমবেতভাবে তোমার কোন ক্ষতি করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন ক্ষতি করতে পারবে না‼️
(তোমাদের ভাগ্যের সব কিছু লেখার পর) কলম তুলে নেয়া হয়েছে এবং খাতাসমূহ শুকিয়ে গেছে‼️
📚 মিশকাতঃ ৫৩০২
তিরমিযীঃ ২৫১৬,
মুসনাদে আহমাদঃ ২৬৬৯,
সহীহুল জামিঃ ৭৯৫৭,
আবূ ইয়া'লাঃ ২৫৫৬,
শুআবূল ঈমানঃ ১৯৫,
আল মু'জামুল কাবীর লিত্ব তবারানীঃ ১১২৫৩,
আল মু'জামুল আওসাত্বঃ ৫৪১৭,
আল মুসতাদরাক লিল হাকিমঃ ৬৩০৪।
হাদিসের মানঃ সহিহ।
নবী (ﷺ) বলেন,
জিবরীল (আঃ) আমার নিকট এসে সুসংবাদ দিলেন যে,
আপনার উম্মাতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে।
আমি (আবূ যার) বললাম, যদিও সে ব্যভিচার করে এবং যদিও সে চুরি করে। তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে।
📚 বুখারীঃ ১২৩৭, ৩২২২, ৫৮২৭, ৬২৬৮, ৬৪৪৩, ৬৪৪৪
মুসলিমঃ ১৭৩, ২১৯৫
জামে' আত-তিরমিজিঃ ২৬৪৪
আল লুলু ওয়াল মারজানঃ ৫৯, ৫৭৮
হাদিসের মান: সহিহ হাদিস।