বরুণা মাদরাসা নিউজ

বরুণা মাদরাসা নিউজ is the page created espeically for tech lovers.Here you will Find the latest tech Videos. Keep an eye on this page. Well come @মাহফুজুর রহমান হুজাইফা

19/10/2025
10/10/2025

ষান্মাসিক পরিক্ষা ছুটি শেষে আজ জামিয়া বরুণা মাদরাসা খোলেছে।
ছাত্র ভাইদের নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হল।

25/09/2025

ঐতিহ্যবাহি বরুনা মাদরাসার
হিফয বিভাগের একাংশ!

24/09/2025

আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার ঐতিহ্যবাহি বরুণা মাদরাসার অর্ধ বার্ষিক পরিক্ষা শুরু হবে।
আল্লাহ তাআলা প্রিয় ছাত্রদের আশাতীত কামিয়াবি দান করুন।

মেধাবী ছাত্রদের ওমরায় পাঠিয়ে পুরস্কৃত করেছে সিলেটের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা!সবসময়ই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বরুণা...
10/09/2025

মেধাবী ছাত্রদের ওমরায় পাঠিয়ে পুরস্কৃত করেছে সিলেটের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা!
সবসময়ই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বরুণা মাদরাসা মেধাবী শিক্ষার্থীদের বিভিন্নভাবে পুরস্কৃত করে থাকে। বরাবরের মত এবছরও হাইআত ও বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ৩জনকে ওমরায় পাঠানো হয়েছে। তারা হলো দাওরায়ে হাদীস জামাতে ৩০ তম সিরিয়ালপ্রাপ্ত মোহাম্মদ নুরুদ্দীন সিদ্দিক ও ইকরাম হোসাইন। এবং সানাবিয়া উলিয়া মারহালায় ১২তম সিরিয়ালপ্রাপ্ত হাফিয মো: আজিজ মিয়া।

ওমরা পালনে রওয়ানা হওয়া ৩ শিক্ষার্থী বলেন, মুমিন জীবনের অন্যতম চাওয়া বায়তুল্লাহয় গিয়ে লাব্বাইক ধ্বনি তোলা এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে প্রিয়নবী সা. কে সালাম জানানো। আর অন্যতম পন্থা হলো ওমরা কিংবা হজ। ছাত্রজীবনেই পরম এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম শায়খ মাওলানা নুরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী বছরের শুরুতেই ঘোষণা করেন আল হাইয়া এবং বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় যারা সিরিয়াল অর্জন করবে তাদেরকে ওমরাহ পালনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এরই প্রেক্ষিতে বরুণা মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ওমরা পালনের ব্যবস্থা করে।

বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেন, মাদরাসার পড়ালেখার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী এবং উৎসাহিত করতে আমরা এরকম উদ্যোগ গ্রহণ করি। আগামীতেও যদি বেফাক ও হাইআতুল উলিয়া বোর্ডে মেধা তালিকায় ১০ এর মধ্যে ছাত্ররা স্থান করে নেয় তাহলে ওমরাহ সফর বরাদ্দ থাকবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের এমন ঈর্ষনীয় ফলাফলে আল্লাহর শোকরিয়া আদায় করে শিক্ষার্থীদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। তিনি বলেন, বরুণা মাদরাসার শিক্ষার্থীরা প্রতি বছরই ঈর্ষনীয় ফলাফল অর্জন করে। গতবারও ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাতে এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে বরুণা মাদরাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহারসহ নানা ধরণের পুরস্কার ও সুযোগ-সুবিধা দিতে বদ্দপরিকর।

06/09/2025

অনেকে আহত! তবে এখনো নিহত হওয়ার কোন বিশ্বস্ত নিউজ নেই। সেনাবাহিনী নেমেছে। পরিস্থিতি শান্ত করতে আমরা সহযোগী হই। উস্কানীমূলক নিউজ এভয়েড করি।

06/09/2025

হাটহাজারীতে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে নিহতের ঘটনা প্রমাণিত হয়নি।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য MBA Times এর স্থানীয় প্রতিনিধি দুঃখ প্রকাশ করেছেন।

06/09/2025

হাটহাজারীতে প্রিয় ভাইদের ধৈর্যের সঙ্গে নিভৃত থাকার আকুল আহ্বান!
কঠিন ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।

হাটহাজারীর অবস্থা ভয়াবহ। আহত মাদরাসার ছাত্রদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতের সংখ্যা বিশজনের উপরে।
06/09/2025

হাটহাজারীর অবস্থা ভয়াবহ। আহত মাদরাসার ছাত্রদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতের সংখ্যা বিশজনের উপরে।

06/09/2025

উত্তাল হাটহাজারী মাদরাসা
বিস্তারিত কমেন্ট বক্সে ...

প্রিয় জামিয়া বরুণার মনোরম দৃশ্য!
30/08/2025

প্রিয় জামিয়া বরুণার মনোরম দৃশ্য!

এতদ্বারা জামিয়া লুৎফিয়া ও বরুণা মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষের ঈদুল আযহা...
13/06/2025

এতদ্বারা জামিয়া লুৎফিয়া ও বরুণা মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষের ঈদুল আযহা উপলক্ষ্যে ০৫-০৬-২০২৫ ঈ. রোজ বৃহস্পতিবার হতে ১৪-০৬-২০২৫ ঈ. রোজ শনিবার পর্যন্ত মাদরাসা বন্ধ থাকবে এবং ১৫-০৬-২০২৫ ঈ. রোজ রবিবার হতে যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ।

এতে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

বি. দ্র.: ১৪-০৬-২০২৫ ঈ. রোজ শনিবার মাগরিবের আগেই সকল ছাত্রকে মাদরাসায় উপস্থিত হতে হবে।

নির্দেশক্রমে
নাযিমে তালিমাত
১১-০৬-২০২৫ ঈ

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরুণা মাদরাসা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share