আমরা বিশ্বনাথ বাসী

আমরা বিশ্বনাথ বাসী বৃহত্তর সিলেটের অনলাইন মিডিয়া।

09/10/2025

উত্তপ্ত বিশ্বনাথ!!-

09/10/2025

উত্তপ্ত বিশ্বনাথ, বিএনপি দুই গ্ৰুপের মধ্যে সংঘর্ষ!!-

07/10/2025

“চা বাগানের কুলিদের যে কৌশলে রাখা হয়, একইভাবে রাজনীবিদরা এদেশের মানুষকে রাখতে চায়।”

বাস্তবতার উপরে চমৎকার কিছু কথা, মুগ্ধ হয়ে শুনতে হয়। নাম না জানা, ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ।

ভিডিও : সংগৃহীত।

নাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নরশিংপুর নিবাসী জনাব আলাউর রহমান ভুট্টু সাহেব– আজ দুপুর ১২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকা...
07/10/2025

নাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নরশিংপুর নিবাসী জনাব আলাউর রহমান ভুট্টু সাহেব– আজ দুপুর ১২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি।

জানাজার নামাজ : আজ বাদ মাগরিব, নরশিংপুর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।

সিলেটের মোগলাবাজারে দু*র্ঘট*-না*র কবলে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।
07/10/2025

সিলেটের মোগলাবাজারে দু*র্ঘট*-না*র কবলে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

বাংলাদেশের ৪৩৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিশ্বনাথের অবস্থান ১৬ তম। সেবার দিক দিয়ে সিলেট জেলায় প্রথম (১)। শয্...
06/10/2025

বাংলাদেশের ৪৩৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিশ্বনাথের অবস্থান ১৬ তম। সেবার দিক দিয়ে সিলেট জেলায় প্রথম (১)। শয্যা ২৫ থেকে উন্নীত হয়েছে, ৫০ এ (যদিও ১০০ করাটা জরুরি)। ঔষধ সরবরাহ বেড়েছে। দিনমজুর সাধারণ মানুষেরা খালি হাতে ফিরেন না। অপারেশন এর সরঞ্জাম এসেছে, কার্যক্রম চলমান রয়েছে। বেশ সম্ভাবনাময় অবস্থা৷
বাংলাদেশে সরকারী প্রতিষ্ঠানে সেবা পাওয়াটা বেশ কষ্টসাধ্য। ওসমানী মেডিকেল কিংবা, অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তাকালে বেশ স্পষ্টভাবে বুঝা যায়। সীমাবদ্ধতার পরেও আমরা বিশ্বনাথ বাসী সেবা পাচ্ছি। সেবার পথ দিনদিন আরও সমৃদ্ধ হচ্ছে। এটা আনন্দের।

তবুও কিছু সংকটের কথা বলতে হয়। গেইট আছে যদিও, দারোয়ান নেই। বিভিন্ন বিভাগ আছে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। স্টাফ তুলনামূলক কম। শুনেছি, গাইনী বিভাগের মহিলা ডাক্তার সাহেবা বিয়ানীবাজারে রোগী দেখেন– বেতন নেন বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সের নামে। অবশ্য, এগুলো শুধু বিশ্বনাথের অবস্থা নয়– বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একই কাহিনি।

আমাদের তবুও আশা করার মতো বাতি আছে। নিভু নিভু হয়ে সে বাতি জ্বলছে। দরকার– আরেকটু সহযোগিতার, সহমর্মিতার; কঠিন সময়ে, ষড়যন্ত্রে সেসব মানুষের পাশে দাঁড়াবার।
বেশ দ্রুতলয়ে এগিয়ে চলা বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স সঠিক, সুন্দর পথে আছে বলেই আমাদের বিশ্বাস। আরো উন্নত হোক বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থা। সেবার মান উন্নতির শিখড়ে পৌঁছে যাক। যাদের শ্রম, ঘামে এমন দ্রুতলয়ে আমরা এগিয়ে চলেছি, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা।

: মুশফিকুর রহমান রাফি।

01/10/2025

বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের মারামারি, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সম্প্রতি বিশ্বনাথ উপজেলার সরকারী কিছু স্থাপনা। ছবি:- রফিকুল ইসলাম জুবায়ের।
01/10/2025

সম্প্রতি বিশ্বনাথ উপজেলার সরকারী কিছু স্থাপনা।
ছবি:- রফিকুল ইসলাম জুবায়ের।

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল।
01/10/2025

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল।

30/09/2025

Address

Sylhet
3130

Telephone

+8801648742309

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা বিশ্বনাথ বাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা বিশ্বনাথ বাসী:

Share