06/10/2025
বাংলাদেশের ৪৩৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিশ্বনাথের অবস্থান ১৬ তম। সেবার দিক দিয়ে সিলেট জেলায় প্রথম (১)। শয্যা ২৫ থেকে উন্নীত হয়েছে, ৫০ এ (যদিও ১০০ করাটা জরুরি)। ঔষধ সরবরাহ বেড়েছে। দিনমজুর সাধারণ মানুষেরা খালি হাতে ফিরেন না। অপারেশন এর সরঞ্জাম এসেছে, কার্যক্রম চলমান রয়েছে। বেশ সম্ভাবনাময় অবস্থা৷
বাংলাদেশে সরকারী প্রতিষ্ঠানে সেবা পাওয়াটা বেশ কষ্টসাধ্য। ওসমানী মেডিকেল কিংবা, অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তাকালে বেশ স্পষ্টভাবে বুঝা যায়। সীমাবদ্ধতার পরেও আমরা বিশ্বনাথ বাসী সেবা পাচ্ছি। সেবার পথ দিনদিন আরও সমৃদ্ধ হচ্ছে। এটা আনন্দের।
তবুও কিছু সংকটের কথা বলতে হয়। গেইট আছে যদিও, দারোয়ান নেই। বিভিন্ন বিভাগ আছে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। স্টাফ তুলনামূলক কম। শুনেছি, গাইনী বিভাগের মহিলা ডাক্তার সাহেবা বিয়ানীবাজারে রোগী দেখেন– বেতন নেন বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সের নামে। অবশ্য, এগুলো শুধু বিশ্বনাথের অবস্থা নয়– বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একই কাহিনি।
আমাদের তবুও আশা করার মতো বাতি আছে। নিভু নিভু হয়ে সে বাতি জ্বলছে। দরকার– আরেকটু সহযোগিতার, সহমর্মিতার; কঠিন সময়ে, ষড়যন্ত্রে সেসব মানুষের পাশে দাঁড়াবার।
বেশ দ্রুতলয়ে এগিয়ে চলা বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স সঠিক, সুন্দর পথে আছে বলেই আমাদের বিশ্বাস। আরো উন্নত হোক বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থা। সেবার মান উন্নতির শিখড়ে পৌঁছে যাক। যাদের শ্রম, ঘামে এমন দ্রুতলয়ে আমরা এগিয়ে চলেছি, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা।
: মুশফিকুর রহমান রাফি।