
11/08/2025
বিড়ালের বেফাঁস অভিযান
এক ছিল এক দুষ্টু বিড়াল, নাম তার ‘টুনি’। টুনি ছিল দারুণ ছলচাতুর আর একটু লাফালাফি পাগল। একদিন টুনি দেখল ঘরের এক কোণে একটা টোপাটা খেলনা পোকা ঝাঁপাচ্ছে। টুনি ভাবল, “ওরে, নতুন বন্ধু!”
দৌড়ে গিয়ে টুনি সেই টোপাটার ওপর ঝাপ দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু খেলনাটা তো নড়েই না! টুনি এতক্ষণ লাফ দিয়ে পা ছুঁতে পারলো না, হোঁদয়টা একটু ব্যথা দিলো।
তখন হঠাৎ পেছন থেকে এক মুরগি এসে বলল, “টুনি, আসল বন্ধু খেলনাগুলো না, তোর পায়ের ওপর জাম্প দেই!”
টুনি মুচকি হেসে বলল, “তুই কি ভাবছ, আমি টুপু না, খেলনা ধরব না! আমি তো মজা করছিলাম!”
আর এরপর থেকে টুনি প্রতিদিন নানারকম কাণ্ড করে সবাইকে হাসিয়ে দেয় — কখনো টেবিলের নিচে লুকায়, কখনো ঝাঁপিয়ে ঘুমন্ত মানুষের পায়ে ওঠে, আর কখনোই তার বেফাঁস কাণ্ড থামে না!