PV Fahim

PV Fahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PV Fahim, Gaming Video Creator, Sylhet.

ইতিহাস!!! প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ!! 👏সিরিজের ফলাফল ২-১শেষ ম্যাচে টাইগাররা ৮ উইকেটে ...
16/07/2025

ইতিহাস!!! প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ!! 👏

সিরিজের ফলাফল ২-১

শেষ ম্যাচে টাইগাররা ৮ উইকেটে জয়ী!!!

16/07/2025

গোপালগঞ্জ গেলে যে হামলা হবে, এটা সবাই জানত।

গোপালগঞ্জ গেলে যে সবাইকে খুন পর্যন্ত হতে হবে, এটাও কারোরই অজানা ছিল না।

এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দল গোপালগঞ্জ এ বসে মুজিবের বিরুদ্ধে স্লোগান দিতে পারে নাই।

কারন,সবাই জানত যে দিলে বিপদ হবে।

বাট এই সাহসটা আজ করলো এই ছেলেগুলোই।

হামলা হয়েছে, আটকে থেকেছে। আরেকটু দেরি হলে হয়তো মরেও যাইত।

বাট এরা ঘরে থাকেনি।

বাঘের গুহায় যাইয়া মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিয়ে আসছে।

অথচ এই মুজিববাদের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণের সাহস আজ পর্যন্ত কোন দলের হয় নাই।

৫ আগস্টের পরেও টপ নেতাদের নিয়া গোপালগঞ্জ যাইয়া জুলাইয়ের স্লোগান দেওয়ার সাহস অন্য কোন দলের হয় নাই।

এই পদযাত্রার সবচে সফল পদযাত্রা হিসেবে আমি আজকের দিনটা মনে রাখব।

এনসিপির রাজনীতিতে আজকের দিনটা মাইলস্টোন হয়ে থাকলো।

অনেকেই বলবেন, কী দরকার ছিল, সাইধা ওখানে যাওয়ার? মরে গেলে কী হইত?

উত্তর হইলো, হাসিনাকেও যখন আমাদের কাছে অজেয় লাগত, এরাই তখন হাসিনাকে ফালাইয়া দিসে।

মুজিববাদকেও এরাই ফালাবে।

এই যে আমি আপনি ভাবি যে কী দরকার ছিল মরতে ওখানে যাওয়ার?

আর ওরা কোনকিছু না ভাইবা ঠিক ওই বাঘের গুহাতেই যাইয়া স্লোগান দিয়া আসে।

এনসিপির রাজনীতি এদের এই বেপরোয়া সাহস আর ঘাড় ত্যাড়ামির কারনেই দাড়াবে, দেইখেন।

জুনিয়র তামিম এর হাফসেঞ্চুরি ❤️🔥🇧🇩
16/07/2025

জুনিয়র তামিম এর হাফসেঞ্চুরি ❤️🔥🇧🇩

৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট তুলে নিলো মুস্তাফিজুর রহমান ❤️🇧🇩🔥
16/07/2025

৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট তুলে নিলো মুস্তাফিজুর রহমান ❤️🇧🇩🔥

16/07/2025

৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে বোলিং শেষ করলেন রিসাদ হোসেন। তবে সে কোনো উইকেট পান নি। ব্রাভো রিশাদ ❤️🇧🇩

আমার মিতা ভাত শামীম কামিন্ডু মেন্ডিজকে পথে পথে করে দিয়েছে।  সাবাশ মিতা ❤️🇧🇩
16/07/2025

আমার মিতা ভাত শামীম কামিন্ডু মেন্ডিজকে পথে পথে করে দিয়েছে। সাবাশ মিতা ❤️🇧🇩

ঘুমবাজ বিড়ালদের গোপন ইতিহাস"অনেক বছর আগে, বিড়ালরা মানুষ ছিল না, তারা ছিল গোপন ঘুম-যোদ্ধা!তাদের দায়িত্ব ছিল পৃথিবীর ঘুম...
15/07/2025

ঘুমবাজ বিড়ালদের গোপন ইতিহাস"

অনেক বছর আগে, বিড়ালরা মানুষ ছিল না, তারা ছিল গোপন ঘুম-যোদ্ধা!
তাদের দায়িত্ব ছিল পৃথিবীর ঘুমের ভারসাম্য ঠিক রাখা।

একদিন, ঘুম-দেবতা বিড়ালদের ডেকে বললেন:
"মানুষজন ঘুম কমিয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম করছে। ঘুমের পরিমাণ কমে গেছে! তোমরা নামো পৃথিবীতে। ঘুম ফেরাও!"

তখন বিড়ালরা রূপ বদলে চারপেয়ে নরম-ফুরফুরে প্রাণী হয়ে গেল।
তারা বাসায় ঢুকে গেল — কারো সোফায়, কারো বিছানায়, আবার কারো বালিশের কোণে।

মানুষ বলল,
"আহা! কী মিষ্টি ঘুমোচ্ছে! আমিও একটু ঘুমাই।"

এইভাবে, বিড়ালের ঘুম ছড়িয়ে পড়ল।
কিন্তু সমস্যা হলো —
একসময় বিড়ালরাও ঘুমের এত মজা পেল, যে নিজেরাই আর উঠল না!

এক বিড়াল পুচু বলে:
"ঘুম দিতে এসেছি ঠিকই, কিন্তু এখন ঘুম না দিয়ে পারি না!"

😸
এজন্যই বিড়াল এত ঘুমায় — কারণ ওরা আসলে ঘুমের অ্যাম্বাসাডর!
আর ওদের ঘুম মানেই: “ঘুম পেলে ঘুমাও, না পেলে শুয়ে থাকো — কেউ না দেখলে একটু সাউন্ড দিয়ে নাক ডাকো!” 😹

Good Night

🐱 ডিস্কো বিড়ালের প্রেমকাহিনি 🐱একটা সময় ছিল, যখন বিড়ালরা শুধু মাছ খেত আর ছাদে দৌড়াদৌড়ি করত। কিন্তু এখন যুগ বদলেছে! এ...
15/07/2025

🐱 ডিস্কো বিড়ালের প্রেমকাহিনি 🐱

একটা সময় ছিল, যখন বিড়ালরা শুধু মাছ খেত আর ছাদে দৌড়াদৌড়ি করত। কিন্তু এখন যুগ বদলেছে! এখনকার বিড়ালরা ডান্সফ্লোর কাঁপায়!

ক্যাটডিস্কো ক্লাব ছিল শহরের সবচেয়ে জনপ্রিয় বিড়াল নাইটক্লাব। সেখানে ঢুকতে গেলে দরজায় পাসওয়ার্ড বলতে হতো:
"ম্যাঁও ম্যাঁও, ফ্যাশন শ্যাঁও!"

একদিন ক্লাবের ভেতরে ঢুকল মোটা বিড়াল ড্যান্সু দা—একদম লেদার জ্যাকেটে ঝকঝকে স্টাইলে। সে ছিল বিড়াল দুনিয়ার সালমান খান। হাঁটতেই মেঝে কেঁপে ওঠে!
সবার চোখ তখন ওর দিকে, কিন্তু সে তাকাল একটাই দিকে—ম্যাওলিনা! চিকন আর স্টাইলিশ এক বিড়ালী, যিনি সেদিন পরেছিলেন একেবারে কালো টাইট ড্রেস।

ড্যান্সু দা এগিয়ে গিয়ে বলল,
– "ম্যাও, তোমার চোখে ডুব দেই নাকি?"

ম্যাওলিনা চোখ ঘুরিয়ে বলল,
– "ডুবতে হলে আগে চালে চামচ চালাও, হিট স্টেপ শেখো!"

তখন শুরু হলো হাড্ডাহাড্ডি নাচের প্রতিযোগিতা—"ক্যাটকম্পিটিশন ২০২৫!"

ড্যান্সু দা কোমর দুলিয়ে, লেজ ঘুরিয়ে এমন একটা স্টেপ দিলো, ক্লাবের ঝাড়বাতি কাঁপতে লাগলো। ম্যাওলিনা মুগ্ধ হয়ে গেল।
শেষে, দুজনেই একসঙ্গে নাচতে শুরু করল – বিড়াল-দুনিয়ার সেরা জুটি!

পরের দিন খবরের কাগজের হেডলাইন ছিল:
📰 "লেডার জ্যাকেট বিড়াল প্রেমে পড়লো কালো ড্রেস বিড়ালীর!"

14/07/2025

১৪ও ১৫ জুলাই স্মরণে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক Asif Mahmud এর কন্ঠে আবারো স্লোগান উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে

14/07/2025

জুলাইয়ে রাজপথে এমন বক্তব্য অন্য কোন দলের কেউ দেখাতে পারবে? পারবে নাহ। নয়নের মত টুকাইরা তখন লীগের লুংগির নিচে ছিলো। চরম স্বৈরাচার আমলে চোখে চোখ রেখে হুংকার দিয়েছেন এই চরমোনাই হুজুররা। হাসিনার পতন না হলে, এই হুজুররাই ফাসির কাষ্ঠে ঝুলতেন, অন্য কেউ না। বিপদ কেটে গেলে মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়।

3-0 🥶
13/07/2025

3-0 🥶

Address

Sylhet

Telephone

+96599308260

Website

Alerts

Be the first to know and let us send you an email when PV Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PV Fahim:

Share