25/10/2025
সিলেটে কমিশনার ও ডিসির ‘মিডনাইট অ্যাকশন’!
গভীর রাতে যখন সিলেট নগরী নিস্তব্ধ। দোকানপাট বন্ধ, রাস্তায় গুটিকয়েক গাড়ি ছাড়া আর কিছুই নেই না। কাঁধে ওয়াকিটকি, পুলিশ সদস্যদের নিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পার করছেন ব্যস্ত সময়। নেমেছেন ‘মিডনাইট অ্যাকশনে’। কাজ করছেন দখলমুক্ত, পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত সিলেট গড়ার। দিনভর ব্যস্ততার পরও শহরের অলি-গলি, ফুটপাত, স্টেশনসহ সবখানে চলছে প্রতিনিয়ত প্রশাসনের টানা অভিযান।
গতকাল বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতেও হঠাৎ সিলেটের রেলস্টেশনে এলাকায় অভিযানে যান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ঘটনাস্থলে গিয়ে তিনি সিলেটের রেলস্টেশনের জমিতে নির্মিত মসজিদটি সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন।