26/03/2025
বিদ্রোহী
আজ ২৬ মার্চ, আমরা এক ইতিহাস,
যুদ্ধের দাবানল, রক্তের নদী।
ধ্বংসের মাঝে আমরা গড়েছি বিজয়,
আমাদের ছিল শুধু একটিই লক্ষ্য, মুক্তি।
শত্রুর শাসনে নিঃশ্বাস ছিল কষ্টের,
তবুও আমরা না হারিয়ে, লড়াইয়ে ছিলাম ভরপুর।
মুক্তির কোলাহলে ভেসে গেলো বহু প্রাণ,
কিন্তু একুশে শপথ, আমরা থামিনি, হারে নাই।
বন্দুকের গুলির আওয়াজ, হাহাকার,
কিন্তু আমাদের বুকের মাঝে ছিল এক আগুনের বারুদ।
হাজার হাজার শহীদ, শত শত মা-বোনের আর্তনাদ,
তবু আমরা বলেছিলাম, "মুক্তি আসবেই একদিন।"
বিদ্রোহী, স্বাধীনতা আমাদের অধিকার,
এটি ছিল আমাদের অস্তিত্বের যন্ত্রণা আর আশা।
আজ, এই ২৬ মার্চ, সেই সংগ্রামের সুর,
যতবার ইতিহাস ফিরে আসে, ততবার নতুন করে জ্বলবে আলো।
বাঙালির শক্তি, বাঙালির হৃদয়,
এটি ছিল আর থাকবে অনন্তকাল,
আমরা জানি, যাদের রক্তের দানে,
আমরা পেয়েছি স্বাধীনতা—এটাই আমাদের গর্ব, আমাদের বিজয়।
আজও হাওয়ার মাঝে গুঞ্জন শোনা যায়,
"মুক্তি, স্বাধীনতা, বাংলাদেশের অহংকার!"
এই যুদ্ধ আমাদের, এই বিপ্লব আমাদের,
এটাই সেই সাহসী বিদ্রোহ—যা কখনও থামবে না, কোনো দিন।