Hasan vlog

Hasan vlog ��

🥶😩
08/01/2025

🥶😩

30/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mona Sujan, Dorilyn Lugmay Oren

18/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যেসব নেতা বছরের পর বছর রুম দখল করে একাই থাকত, আর যাদের ইউজ করে তারা রাজার হালে থাকত সেসব কর্মীদের থাকতে হত গাদাগাদি করে। আজ সেসব কর্মীরা নেতার রুমের টিভি-ফ্রজকে গোসল করিয়ে ভাসিয়ে দিচ্ছে। তারা ভেবেছিল, তারা অজেয়, তারা তাদের চাঁদাবাজির টাকায় কেনা টিভি ফ্রিজ দিয়ে হলে দশকের পর দশক কাটিয়ে দিয়ে। অথচ আজ চাঁদাবাজরাই কর্মীদের রেখে পালিয়ে গেল।

18/07/2024

আমি রাজাকার নই
আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান
আল্লামা সাঈদী রহঃ

18/07/2024

অনেকে সামান্য হ্যাশট্যাগ টাও ইউজ করের না, আইডি যাওয়ার ড,রে🙂
অথচ হাজার হাজার ভাই-বইন তারার জী*ব*ন দিলার আমরার ভবিষ্যত উজ্জ্বল করার লাগি!!🙂
হায় আফসোস??😅

নাহ না ,ইহা টাইটানিক জাহাজ নয় lএইটা চকলেট কেক বানাইছে তোমগো ভাবী 🙄
07/07/2024

নাহ না ,ইহা টাইটানিক জাহাজ নয় l
এইটা চকলেট কেক বানাইছে তোমগো ভাবী 🙄

আমাদের মি: ফিনিশার!!কাগজে কলমে মাহমুদউল্লাহর T20I তে সেরা ইনিংস ৬৪*(৪৮)২০১২ সালে মিরপুরের ঐ ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েষ্...
28/06/2024

আমাদের মি: ফিনিশার!!

কাগজে কলমে মাহমুদউল্লাহর T20I তে সেরা ইনিংস ৬৪*(৪৮)

২০১২ সালে মিরপুরের ঐ ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েষ্ট ইন্ডিজ করেছিলো ১৯৭। ব্যাটিং সহায়ক উইকেট ছিলো। জবাবে ওপেনিং-এ তামিম ইকবাল আর আনামুল হক বিজয় ৪৭ রানের পার্টনারশিপ করে ৪.২ ওভারে। তারপরেই আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।

উনি গেইল, স্যামুয়েলস, ডোয়েন স্মিথের মতো বোলারদেরকেও অ্যাটাক করে খেলেননি৷
গেইলের ফুলটস বলে দেখে শুনে ১ রান নিয়েছে!!

এক পর্যায়ে ম্যাচ জয়ের হিসেব দাঁড়ায় ২৪ বলে ৫৯-এ। হাতে ৯ উইকেট। মাহমুদউল্লাহ তখন ৪০*(৩৩)। বিশ্বের যে কোনো ব্যাটসম্যান ই তখন জেতার জন্য খেলতো। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ পরবর্তী ১০ বলে করলেন ৬ রান। সেদিন গেইলের মতো বোলারের ৪ ওভারে রান এসেছে মাত্র ১৮। ৪৩ বলে মাহমুদউল্লাহ যখন ৪৬ রানে পৌঁছালেন, তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ৫ বলে ৩৭। তখন মাহমুদউল্লাহ শেষ ৫ বলে ২ টি ছয় ও ১ টি চার মেরে ৪৮ বলে ৬৪ রানে অপরাজিত থেকে ১৮ রানের সম্মানজনক হার উপহার দেন।

এভাবেই বেশ কিছু match খেলে তিনি ২০+ গড় আর ১১৫+ স্ট্রাইক রেট বজায় রেখেছেন। মাহমুদউল্লাহর T20I অর্ধশতক ৮ টি, যার মধ্যে ৫ টিতেই হেরেছে বাংলাদেশ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share