28/06/2024
আমাদের মি: ফিনিশার!!
কাগজে কলমে মাহমুদউল্লাহর T20I তে সেরা ইনিংস ৬৪*(৪৮)
২০১২ সালে মিরপুরের ঐ ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েষ্ট ইন্ডিজ করেছিলো ১৯৭। ব্যাটিং সহায়ক উইকেট ছিলো। জবাবে ওপেনিং-এ তামিম ইকবাল আর আনামুল হক বিজয় ৪৭ রানের পার্টনারশিপ করে ৪.২ ওভারে। তারপরেই আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।
উনি গেইল, স্যামুয়েলস, ডোয়েন স্মিথের মতো বোলারদেরকেও অ্যাটাক করে খেলেননি৷
গেইলের ফুলটস বলে দেখে শুনে ১ রান নিয়েছে!!
এক পর্যায়ে ম্যাচ জয়ের হিসেব দাঁড়ায় ২৪ বলে ৫৯-এ। হাতে ৯ উইকেট। মাহমুদউল্লাহ তখন ৪০*(৩৩)। বিশ্বের যে কোনো ব্যাটসম্যান ই তখন জেতার জন্য খেলতো। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ পরবর্তী ১০ বলে করলেন ৬ রান। সেদিন গেইলের মতো বোলারের ৪ ওভারে রান এসেছে মাত্র ১৮। ৪৩ বলে মাহমুদউল্লাহ যখন ৪৬ রানে পৌঁছালেন, তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ৫ বলে ৩৭। তখন মাহমুদউল্লাহ শেষ ৫ বলে ২ টি ছয় ও ১ টি চার মেরে ৪৮ বলে ৬৪ রানে অপরাজিত থেকে ১৮ রানের সম্মানজনক হার উপহার দেন।
এভাবেই বেশ কিছু match খেলে তিনি ২০+ গড় আর ১১৫+ স্ট্রাইক রেট বজায় রেখেছেন। মাহমুদউল্লাহর T20I অর্ধশতক ৮ টি, যার মধ্যে ৫ টিতেই হেরেছে বাংলাদেশ।