
02/09/2025
মা: ছোটবেলায় পড়ছিলি না, থাকবোনা গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে,দেখ এবার জগৎটা কেমন?🫤
আমি: দেখবোনা মা আর জগৎটাকে, থাকবো এখন বদ্ধ ঘরে, আমায় নাও মা বদ্ধ ঘরে, মুখোশে ভরা বাইরে আর থাকতে পারছিনা, কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই বুঝতে পারছিনা মা🥲 মুখোশের আড়ালের মানুষগুলো খুবই ভ*য়ংকর মা🥲🥲