Creative Misty's Cook & Vlog

Creative Misty's Cook & Vlog Recipe Tutorial, Daily Vlogs, Content Creator.

17/12/2025

এই ভদ্রলোকের নাম নওশাদ খান। উনার পোস্টিং পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা ঢাকা বিমানবন্দর এ। অনিয়ম গুলো দেখেও এতোদিন দেখার কেউ ছিলোনা, কি পরিমান অব্যাবস্থাপনা আর যাত্রী হ য় রা নি করা হয় এটা যারা একবার হলেও ভিতরে গেছেন তারা জানেন।

উনি নিয়োগ পেয়েই বেশ কিছু গুরুত্বপূর্ন কাজ করেছেন। তার মাঝে আছে ক্যান্টিনে অতিরিক্ত বেশি দামে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রি বন্ধ করা৷ ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিস এর নামে হ য় রা নি ব,ন্ধ৷ হেল্প ডেস্ক কার্যকর করা, যে কোন দরকারে যেন ইন্সট্যান্ট উনার সাথে যোগাযোগ করা যায়৷

আর সবচেয়ে প্রশংসার যে কাজটা উনি করেছেন সেটা হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো। শুনেছি এই ক্যামেরার ভিডিও এক্সেস উনার কাছেই থাকবে। আশা করি আর কারো লাগেজ চুরি মতন হয়রানি না হতে হয়৷

উনি এভাবে কাজ চালিয়ে গেলে আগামী ৬মাসের মাঝেই এয়ারপোর্টের চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। বয়স কম, র ক্ত গরম, বাংলাদেশের ভবিষ্যত তো উনারাই। কিন্ত কথা সেটা না, আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। উনি কি টিকে থাকতে পারবেন ৬মাস এতো সি ন্ডি কে টের বি/রু/দ্ধে?

04/12/2025

03/12/2025

জীবনে যাই করেন না কেনো, দয়া করে কখনো মানুষ ঠ কাইয়েন না।

21/11/2025

যেহেতু মনের মানুষ বলেছে, সেহেতু ঠিকই বলেছে😃

02/10/2025

আমার চোখের প্রতিটি পানির ফোঁটা, তোমার যেনো সুখ হয়ে ঝ'রে 🙂
23/09/2025

আমার চোখের প্রতিটি পানির ফোঁটা, তোমার যেনো সুখ হয়ে ঝ'রে 🙂

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই,,, কারো সামান্য খারাপ আচরণে, আমার হৃদয় চুরমা'র হয়ে যায়।...
21/09/2025

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই,,, কারো সামান্য খারাপ আচরণে, আমার হৃদয় চুরমা'র হয়ে যায়। একটা সামান্য শক্ত কথায়, আমার অর্ধ সপ্তাহ হাহাকারে কাটাতে পারি, অথচ আধুনিক মানুষের হৃদয় কত শক্ত।
পাথরের নির্মম শহরে, ঠুনকো আয়নার মত হৃদপিণ্ড নিয়ে আমি কত দূর যাবো?😔

মা: ছোটবেলায় পড়ছিলি না, থাকবোনা গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে,দেখ এবার জগৎটা কেমন?🫤আমি: দেখবোনা মা আর জগৎটাকে, থাকবো এ...
02/09/2025

মা: ছোটবেলায় পড়ছিলি না, থাকবোনা গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে,দেখ এবার জগৎটা কেমন?🫤

আমি: দেখবোনা মা আর জগৎটাকে, থাকবো এখন বদ্ধ ঘরে, আমায় নাও মা বদ্ধ ঘরে, মুখোশে ভরা বাইরে আর থাকতে পারছিনা, কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই বুঝতে পারছিনা মা🥲 মুখোশের আড়ালের মানুষগুলো খুবই ভ*য়ংকর মা🥲🥲

সময় আর হায়াতের অপচয় ছাড়া আর কিছুই করতে পারিনি🙂
31/08/2025

সময় আর হায়াতের অপচয় ছাড়া আর কিছুই করতে পারিনি🙂

মাশাআল্লাহ❤️বাড়ির গাছে ড্রাগনফল 😋
01/08/2025

মাশাআল্লাহ❤️
বাড়ির গাছে ড্রাগনফল 😋

Address

Sylhet Moulvi Bazar
Sylhet
3214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Misty's Cook & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share