Aysha ashu

Aysha ashu সত্য ঘটনা অবলম্বনে এবং বাস্তব জীবনের সাথে মিল রয়েছে এমন ঘটনা শুনতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন..

04/04/2025

ব্যাস, জীবনে এতটুকুই যথেষ্ট! 🥺🤍

30/10/2023

আপনাদের কাছে ভালোবাসা মানে কী??🌸

30/10/2023

আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। বাড়িতে মোটামুটি ভালোই আয়োজন চলছে। মেয়ে আমার স্বামীর নিজের পছন্দের। আমি সাথে থেকে বিয়ের দায়িত্ব নিতে হলেও আমার ইচ্ছে তে কিছু হচ্ছে না। পৃথিবীর কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। তবুও মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয়। আর এতেই নাকি জীবনের শান্তি মেলে।
#সত্য ঘটনা #প্রতিলিপি

29/10/2023

বাবার লা'শে'র পাশে বসে আছে তানিয়া। তানিয়াকে ডি'র্ভো'স পেপার এগিয়ে দিলো তন্ময়। তানিয়া অশ্রুসিক্ত নয়নে তন্ময়ের হাত থেকে ডি'র্ভো'স পেপার নিয়ে সাক্ষর করে দিলো? তন্ময় খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে ভাবলেশহীন ভাবে তাকিয়েই ছিলো তানিয়ার দিকে। তানিয়া অশ্রু সংবরণ করে বললো,,
" আমি আপনাকে মুক্তি করে দিলাম!

#সত্য ঘটনা #প্রতিলিপি

28/10/2023

সেই সুন্দরী পা*পিষ্ঠা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আর এই যে আপনাকে কি বলবো! আপনি তো এখানে এসে ভালোই ব্যবসা শুরু করেছেন! করেন যতোদিন এই রূপ-যৌবন থাকে আপনার!

যা রুপ আপনার! তাতে অবশ্য পুরুষ পটাতে আপনার খুব একটা কষ্ট করতে হবে না। তবে এই রূপ-লাবণ্যে আকৃষ্ট হয়ে যারা আপনার কাছে আসবে তারাও একদিন ধ্বং*স হবে, আর আপনিও একদিন ধ্বং*স হয়ে যাবেন!

#সত্য ঘটনা #প্রতিলিপি

28/10/2023

এই পুরুষ মানুষগুলো ছাড়া গরুর মতো। সুযোগ পেলেই অন্যের ক্ষেতে গিয়ে মুখ দিয়ে বসবে। অন্যের ফসল নষ্ট করবে। তারপর গেরস্তের জরিমানা দিয়ে অপমান অপদস্ত হতে হবে। হেয় প্রতিপন্ন হয়েও গরুটাকে ঠিক মায়ার কারণে ঘরে নিয়ে আসতে বাধ্য হতে হবে।
#সত্য ঘটনা #প্রতিলিপি

28/10/2023

নিজের দুই টা বাচ্চা সহ্য স্ত্রীর কেবিনে আগুন লাগিয়ে দিলাম।
গতো পাঁচ দিন আগেই জমজ দুই মেয়ের জন্ম দেয় আমার স্ত্রী। হাসপাতালেই তিন জন ভর্তি ছিলো।
কেনো এই কাজ করলাম যানতে চান? স্ত্রী নাহয় পর! বাচ্চারা তো আপন তাহলে তাদের কেনো মারতে গেলাম?
#সত্য ঘটনা #প্রতিলিপি

27/10/2023

কিন্তু জীবন তো এত সহজ নয়!! হঠাত করেই সব এলোমেলো হওয়া শুরু হলো। ২০১৭ সালে মাত্র সাত মাস বয়সে আমার ছেলের মৃত্যু হলো। এর এক মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়লো। স্টেজ ফোর, নন কিউরেবল ক্যান্সার।
কিন্তু জীবন তো এত সহজ নয়!! হঠাত করেই সব এলোমেলো হওয়া শুরু হলো। ২০১৭ সালে মাত্র সাত মাস বয়সে আমার ছেলের মৃত্যু হলো। এর এক মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়লো। স্টেজ ফোর, নন কিউরেবল ক্যান্সার।
কিন্তু জীবন তো এত সহজ নয়!! হঠাত করেই সব এলোমেলো হওয়া শুরু হলো। ২০১৭ সালে মাত্র সাত মাস বয়সে আমার ছেলের মৃত্যু হলো। এর এক মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়লো। স্টেজ ফোর, নন কিউরেবল ক্যান্সার। কিন্তু জীবন তো এত সহজ নয়!! হঠাত করেই সব এলোমেলো হওয়া শুরু হলো। ২০১৭ সালে মাত্র সাত মাস বয়সে আমার ছেলের মৃত্যু হলো। এর এক মাস পরেই সঙ্গীতার ক্যান্সার ধরা পড়লো। স্টেজ ফোর, নন কিউরেবল ক্যান্সার।
#সত্যঘটনা #প্রতিলিপি

27/10/2023

°
ইদানিং দেখছি অনেকেই সূরা ইউসুফ এর ২৮ নাম্বার আয়াত শেয়ার করছে আর বলছে, কোরআন সাক্ষি নারী তুমি ছলনাময়ী!
আসলেই কি সূরা ইউসুফ এর ২৮ নাম্বার আয়াতে সব নারীকে ছলনাময়ী বলেছে?
কে বলেছে? আল্লাহ বলেছেন? নাকি রাসুলুল্লাহ (সা:) বলেছেন? আপনি পড়ছেন ভালো করে সূরা ইউসুফ এর ২৮ নাম্বার আয়াত? বুঝছেন আপনি ওখানে ঠিক কি বুঝানো হয়েছে! আয়াত টা জুলেখা কে ইঙ্গিত করে নাযিল হয়েছে!
" নারী তুমি ছলনাময়ী" বলতে আপনি কাকে বোজাচ্ছেন?
আপনার গার্লফ্রেন্ড কে?
কোন নারীকে ছলনাময়ী বলছেন আপনি?
যে নারীকে আল্লাহ নিজেই আরশের আজিম থেকে সালাম জানিয়েছেন 🙂

এসব বন্ডামী বাদ দেন!
একে তো নিজে অবৈধ প্রেমে লিপ্ত হন বেগানা নারীর সাথে!আর বিচ্ছেদ হলেই কোরআনের আয়াত দিয়ে দলীল দিয়ে নারীকে ছলনাময়ী প্রমান করতে চেষ্টা করেন!
আগে এটা বলেন,কোরআনের কোন জায়গায় বেগানা নারীর সঙ্গে প্রেম করার কথা বলা হয়েছে?

ফালতু লোক যতো!
কুরআনকে সম্মান করতে শিখুন!
কুরআনের প্রতিটা আয়াত কেও!

°
আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুন!
আমিন!

26/10/2023

হারুন মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বলল, দেখ মা তোমরা বউ শাশুড়ি যা ইচ্ছা করো।তোমাদের বিষয়ে আমি নাই।আমি বলির পাঠা হতে চাই না।তুমি সেদিন বললে,তোমাদের বিষয়ে নাক না গলাতে।বাড়ির মহিলাদের বিষয়ে কথা না বলতে।আমি এসবের কিছুই জানতে চাই না।সারাদিন পরে বাসায় এলে তোমরা কেউ কারো নামে আমার কাছে কিছুই বলবে না।যা পারো নিজেরাই করো।
#নারী #বেলাফুরাবারআগে

Address

Sylhet
Sylhet
3170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha ashu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share