02/09/2025
জীবন চলার পথে আমাদের অনেকের সাথে দেখা হয়,যারা জীবনে অনেক সুখী,আবার অনেকেই অনেক দুঃখী🥲
এমন একটি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি
পাশে একজন চাচাকে দেখতে পারছেন, যিনি আমার কাঁধে মাথা রেখে অনেক আরামে ঘুমাচ্ছেন প্রথমে একটু বিরক্ত হয়েছিলাম পরবর্তীতে ভাবলাম হয়তো লোকটি অনেক ক্লান্ত তারপর আর ডিস্টার্ব করিনি উনি উনার মত করে ঘুমাচ্ছিল
প্রায় এক ঘন্টা একাধারে ঘুমানোর পর যখন উনার ঘুম ভাঙ্গে আমি হেসে বললাম চাচাতো দেখি ভালোই ঘুমাতে পারেন.!তখন আমাকে বলছিলো আপনাকে একটু বেশি হয়তো বিরক্ত করে ফেলছি আসলে আমি অনেক ক্লান্ত
আমি জিজ্ঞেস করলাম কেন..? উনি আমাকে বললো দুইদিন আগে সিলেট রোগী নিয়ে গিয়েছিলাম এর মধ্যে আর ভালো করে ঘুমাতে পারি নাই সেজন্য চোখে অনেক ঘুম,তারপর উনার কাছে জিগ্যেস করলাম রোগী কে..?উনি বললো আমার মা। আমি বললাম আপনার মা এখনো বেচেঁ আছেন মাশাআল্লাহ। উনি বললো মা অনেক বৃদ্ধ কিন্তু এখনও বেচে আছেন,অসুস্থ হলে আমি দেখাশোনা করি
আমি অনেক গরীব মানুষ সবাই বলে এখনো মরে না এতো বয়স হয়েছে এগুলো শুনলে আমার অনেক খারাপ লাগে
বিষয়টি শুনে আমারও অনেক খারাপ লাগলো,উনি বললেন বাবারে যার মা বাবা নেই তারা জানে জীবন কেমন
এই মা আমাকে জন্ম দিসে কেমনে উনাকে আমি বিছানায় অসুস্থ অবস্থায় কাদরাতে দেখি,তাই আমি আর আমার এক ছেলে মিলে হাসপাতালে ভর্তি করিয়েছি,দোয়া করবেন।
কথাগুলি শুনে আমার চোখগুলো কান্নায় টলমল করছিল
আর ভাবতেছিলাম এই বয়সে এসেও মায়ের প্রতি এতো ভালোবাসা ❤️তারপর উনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার মা হাসপাতালে ভর্তি আপনি কোথায় যাচ্ছেন
উনি বললো আমার ছেলেকে রেখে এসেছি মা এর কাছে
আমি যাচ্ছি বাড়িতে টাকার জন্য তারপর উনাকে আমি বললাম চাচা কিছু মনে না করলে আমার কাছের ৩০০ টাকা আছে এটি রাখেন,উনি বললেন কী বলো বাবা লাগবে না,অনেক জোর করলাম তারপরও উনি নিলেন না,বললেন দোয়া করো আমার মায়ের জন্য আর তুমিও তোমার মায়ের দেখাশোনা কইরো কিন্ত,উনার মোবাইল নাম্বার খুজতে গেলাম উনি বললেন আমার কাছে কোন মোবাইল নেই,আমি এগুলো চালাতে পারি না,বলে উনি গাড়ি থেকে নেমে গেলেন,তারপর থেকেই বুঝলাম উনি কতটা মহান ব্যক্তির মানুষ যিনি তার মা কে এতোটা ভালোবাসেন❤️
এখানের লেখা প্রতিটি কথা বাস্তব এবং এই দিন সাক্ষী
ভালো লাগলে শেয়ার করে দিবেন🙏
#মানুষ #মা