Syed Enam Tv

Syed Enam Tv This page has been created for true news purpose only.

এই পেইজটি তৈরী হয়েছে শুধুমাত্র সত্য খবর দেয়ার জন্য।

 #মির্জাফখরুল  #রাজনীতির_সত্য      #বিএনপি  #সাদিককায়েম
28/12/2025

#মির্জাফখরুল #রাজনীতির_সত্য #বিএনপি #সাদিককায়েম

📣📣দেশের মেইনস্ট্রিম কোনো মিডিয়ায় প্রচার করছে না   শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে জড়ো হওয়া এই গনজমায়েত।     তাই আমরাই...
27/12/2025

📣📣দেশের মেইনস্ট্রিম কোনো মিডিয়ায় প্রচার করছে না শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে জড়ো হওয়া এই গনজমায়েত।

তাই আমরাই আমাদের মিডিয়া।

চলুন হাদি হত্যার বিচারের দাবিকে দেশের গন্ডি পেরিয়ে নিয়ে যাই "বিশ্ব মিডিয়ায়"

✊✊বলো বীর চির উন্নত মমো শির✊✊
#রাজনীতির_সত্য #হাদি #স্টুডেন্টপাওয়ার

দুটি ছবি, দুটি বাস্তবতা।এক ছবিতে দেখা যায়—যাকে ইতিহাসে বিশ্বাসঘাতক বলা হয়, সে হাজারো মানুষের ভিড়ে নির্ভয়ে, মাথা উঁচু করে...
25/12/2025

দুটি ছবি, দুটি বাস্তবতা।

এক ছবিতে দেখা যায়—যাকে ইতিহাসে বিশ্বাসঘাতক বলা হয়, সে হাজারো মানুষের ভিড়ে নির্ভয়ে, মাথা উঁচু করে সামনে এগিয়ে আসে। মুখে নেই ভয়, চোখে নেই অপরাধবোধ—বরং আছে বুক ভরা সাহস।

অন্য ছবিতে দেখা যায়—একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রনায়কের উত্তরসূরি, যাকে ঘিরে দাবি করা হয় “এই দেশই তার পিতার সৃষ্টি”, সেই উত্তরসূরিকে চলতে হয় বুলেটপ্রুফ গাড়িতে, কঠোর নিরাপত্তার বলয়ে। বাইরে মানুষ, ভেতরে আতঙ্ক।

এখানেই প্রশ্ন উঠে—
ভয়ের জায়গাটা কার হওয়া উচিত ছিল?
অপরাধীর, না ইতিহাস গড়ার দাবিদারের?

যদি রাজাকার প্রকাশ্যে নির্ভয়ে চলতে পারে,
আর তথাকথিত দেশগড়ার উত্তরসূরিকে লুকিয়ে থাকতে হয়—
তাহলে কি সমস্যাটা মানুষে, নাকি রাজনীতির নৈতিকতায়?

এই দুই দৃশ্যপট শুধু ছবি নয়,
এগুলো আমাদের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক সত্যের আয়না।
#দুটি_দৃশ্যপট
#রাজনীতির_আয়না
#ইতিহাস_ও_বাস্তবতা
#নৈতিকতার_প্রশ্ন
#বাংলাদেশের_রাজনীতি
#রাজাকার_বিতর্ক
#রাষ্ট্রচিন্তা
িচারক
#ক্ষমতা_ও_ভয়
#রাজনীতির_সত্য

 #নুরুলহকনুর  #ভিপিনুর  #গনঅধিকারপরিষদ  #পটুয়াখালী
24/12/2025

#নুরুলহকনুর #ভিপিনুর #গনঅধিকারপরিষদ #পটুয়াখালী

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান।এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে বড় ধরনের সংবর্ধনার আয়োজন ক...
23/12/2025

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান।
এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে বড় ধরনের সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকার বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশে নির্মাণ করা হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান মঞ্চ। সরেজমিনে দেখা গেছে, সেখানে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। পরে তিনি বনানী–কাকলী এলাকা অতিক্রম করে ৩০০ ফিট এলাকায় যাবেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।



#আজকেরসংবাদ
#বাংলাদেশ
#ঢাকানিউজ






#বাংলাদেশেরখবর
#রাজনীতিরখবর

22/12/2025

তরুন সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের প্রতি আগামীর ৫ বছরের জন্য দেশ পরিচালনা জন্য প্রার্থী বেছে নেয়ার আহবান জানালেন প্রধান উপদেষ্টা।
#ডইউনুস #প্রধানউপদেস্টা #নির্বাচন২০২৬ #ভোট২০২৬ #তরুনভোটার #নারীভোটার #প্রথমবারেরভোটার

আজ হাদির জানাজায় মানুষের স্রোত নেমেছিল।এটা কোনো “লক্ষণাধিক” মানুষের সাধারণ জমায়েত ছিল না—এটা ছিল একটি জাতির ক্ষোভ, ভালোব...
20/12/2025

আজ হাদির জানাজায় মানুষের স্রোত নেমেছিল।
এটা কোনো “লক্ষণাধিক” মানুষের সাধারণ জমায়েত ছিল না—
এটা ছিল একটি জাতির ক্ষোভ, ভালোবাসা ও ঈমানের বহিঃপ্রকাশ।

কিন্তু প্রথম আলো সেই বাস্তবতাকে আবারও ছোট করে দেখাল।
উপর থেকে ওয়াইড অ্যাঙ্গেলে তুললে
লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি স্পষ্ট হতো—
কিন্তু সেই সত্য দেখানো হলো না।

কারণ এই পত্রিকাটি এবং ডেইলি স্টার
গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য
নির্দিষ্ট একটি এজেন্ডা বাস্তবায়ন করেছে।

দাঁড়ি, টুপি, কোরআন—
এই দেশের মুসলমানদের স্বাভাবিক পরিচয়কে
বারবার “জঙ্গিবাদের” তকমা দিয়ে উপস্থাপন করা হয়েছে।
মাদ্রাসা, আলেম, ইসলামী আন্দোলন—
সবকিছুকে সন্দেহের চোখে দেখানোর চেষ্টা চলেছে পরিকল্পিতভাবে।

আর অন্যদিকে?
ভারতপ্রীতি, ক্ষমতাকেন্দ্রিক সাংবাদিকতা,
এবং ফ্যাসিবাদী শাসনের প্রতি নীরব সমর্থন।

আজ মানুষ ক্ষুব্ধ—
কারণ মানুষ বুঝে গেছে,
এটা আর সাংবাদিকতা নয়,
এটা মতাদর্শিক যুদ্ধ।

সাংবাদিকতার নাম নিয়ে
যারা বছরের পর বছর একটি জাতির বিশ্বাসকে অপমান করেছে,
তাদের কাছে আজ কোনো নৈতিকতা আশা করাও ভুল।

প্রথম আলো ও ডেইলি স্টার—
সত্য চাপা দিয়ে, সংখ্যা কমিয়ে,
ছবি কেটে দিয়ে
আর ইতিহাস বদলানো যাবে না।

এই জনস্রোত সাক্ষী—
মুসলমানকে ছোট করে দেখানোর দিন শেষ।


সত্য একদিন মুখ খুলবেই।
#সত্যলুকানোযায়না
#পক্ষপাতদুষ্টসাংবাদিকতা
#ইসলামবিদ্বেষ
#মুসলমানেরকণ্ঠ
#ফ্যাসিবাদেরদালাল
#দাঁড়িটুপিজঙ্গীনয়
#কোরআনআমাদেরপরিচয়
#জনতারক্ষোভ
#অর্ধসত্যনয়পূর্ণসত্য
#মিডিয়াজবাবদিহি






রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষ লক্ষ তৌহিদী জনতার উপস্থিতিতে রাজকীয় বিদায়!শহিদ ওসমান হাদির।  #হাদিরজানাযা  #জুলাইঐক্য  #ইনকিলাবম...
20/12/2025

রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষ লক্ষ তৌহিদী জনতার উপস্থিতিতে রাজকীয় বিদায়!
শহিদ ওসমান হাদির।
#হাদিরজানাযা #জুলাইঐক্য #ইনকিলাবমঞ্চ #হাদি

20/12/2025

প্রথম আলো সম্পর্কে কি বলেছিলেন শেখ হাসিনা।
#প্রথমআলো #জুলাইঐক্য #শেখহাসিনা

 #দিল্লীআলো  #প্রথমালু  #প্রথমআলু  #জয়বাংলা  #জুলাইঐক্য
18/12/2025

#দিল্লীআলো #প্রথমালু #প্রথমআলু #জয়বাংলা #জুলাইঐক্য

18/12/2025

হাদির মৃর্ত্যুতে সিলেটের তৌহিদী জনতা রাস্তায়

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Syed Enam Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Enam Tv:

Share