17/08/2025
ইচ্ছা -আকাঙ্ক্ষা দুর্বল হয়ে পড়েছে,
মনোবল দুর্বল হয়ে পড়েছে
সাহস মরে গিয়েছে,
কোথা থেকে শক্তি জোগাবো
অন্তরের এ বাস্তবতা প্রকাশের জন্য,
কারণ এই জঞ্জাল জীবনের
সময় পার করে ফেলেছে
সারকথা এ যে,
নিজ গোনাহই নিজের সবকিছু জ্বালিয়ে দিয়েছে।
প্রবাস জীবনে ভালো থেকো প্রিয়, বিদায় যে কত কষ্টের বলার ভাষা নেই 😭 ফি আমানিল্লাহ আল্লাহ যেন সহীহ সালামতে গন্তব্যে পৌঁছায় ও হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন।।