Tasmina Khan

Tasmina Khan আমি কখনই একা নই।
আল্লাহ্ সব সময় আমার সাথে আছেন।

ইচ্ছা -আকাঙ্ক্ষা দুর্বল হয়ে পড়েছে,মনোবল দুর্বল হয়ে পড়েছে সাহস মরে গিয়েছে,কোথা থেকে শক্তি জোগাবোঅন্তরের এ বাস্তবতা প...
17/08/2025

ইচ্ছা -আকাঙ্ক্ষা দুর্বল হয়ে পড়েছে,
মনোবল দুর্বল হয়ে পড়েছে
সাহস মরে গিয়েছে,
কোথা থেকে শক্তি জোগাবো
অন্তরের এ বাস্তবতা প্রকাশের জন্য,
কারণ এই জঞ্জাল জীবনের
সময় পার করে ফেলেছে
সারকথা এ যে,
নিজ গোনাহ‌ই নিজের সবকিছু জ্বালিয়ে দিয়েছে।
প্রবাস জীবনে ভালো থেকো প্রিয়, বিদায় যে কত কষ্টের বলার ভাষা নেই 😭 ফি আমানিল্লাহ আল্লাহ যেন সহীহ সালামতে গন্তব্যে পৌঁছায় ও হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন।।

28/05/2025

কে কে নখ,চুল, মোচ এবং অবাঞ্ছিত চুল পরিস্কার করেছেন?
যারা এখনো করেননি। তারা সূর্য অস্ত যাওয়ার আগেই করে নিন।
কারণ আজকে জিলহজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ।

02/02/2025

খুব প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া তো উচিত নয়ই, এমনকি বাজারের পাশেও বসো না। কারণ, বাজার মানুষকে আল্লাহর স্মরণ করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়।

— আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু
সূত্র: আল-উযলাহ, ২৬

26/01/2025

"মাখলুক" দের মধ্যে মানুষ সুন্দর৷
মানুষের মধ্যে পুরুষ অপেক্ষা "নারীরা" সুন্দর৷

তবে, নারীর থেকেও সুন্দর তিনটা জিনিস হলো ‘হায়া’, ‘নম্রমুখ বিনয়’ আর ‘আনুগত্যপ্রবণতা’।

যে নারীর মাঝে হায়া লজ্জা, বিনয়ী ভাব আর আনুগত্যপ্রবণতা নেই (হোক রবের প্রতি, বাবা মা'র প্রতি বা বিবাহিতার ক্ষেত্রে স্বামী প্রতি) সে নারী, নারী হওয়া সত্বেও সুন্দর নন৷
সে নারীর চেহারা সুন্দর হলেও তিনি অসুন্দর৷ তাকে দেখতে ভালো লাগবে না৷

~ শাহ মোহাম্মদ তন্ময়।

03/01/2025

কখনো কোনো ভালো কাজ করার সুযোগ পেলে,👍 সর্বোচ্চটুকু দিয়ে সে কাজটি করার চেষ্টা করবেন। হতে পারে— আপনার এই ভালো কাজটি আল্লাহ্ তা'আলা অনেক বেশি পছন্দ করবেন এবং এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন।👍👍
আমিন।❤️❤️

রজব মাসের চাঁদ দেখা গেলে রাসুল সাঃ এই দুয়া পাঠ করতে।আল্লাহুম্মা বারিক না ফি রাজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমজান। হে ...
02/01/2025

রজব মাসের চাঁদ দেখা গেলে রাসুল সাঃ এই দুয়া পাঠ করতে।
আল্লাহুম্মা বারিক না ফি রাজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমজান।
হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসের পরিপূর্ণ ফযীলত দান করুন এবং আমাদের হায়াত কে রমজান পর্যন্ত পৌছিয়ে দিন।আমিন

17/05/2024

প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পিছনে তার স্বামীর অবদান বেশি‌.....!
একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন!
একজন ভালো রাঁধুনী হতে স্বামীর প্রশংসা প্রয়োজন,
একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন" একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন, একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন !❤️❤️

12/05/2024

নম্র ভদ্র অভিভাবকের বেয়াদব ছেলেকে মানুষ করা যায় । আর অভিভাবক যদি বেয়াদব হয়, তার ভদ্র ছেলেকে ও মানুষ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

10/04/2024

সবাইকে ঈদ মোবারক ♥️♥️

আলহমদুলিল্লাহ আবার ও বাবার বাড়ি থেকে ঈদের বাজার এসে পড়লো, সামান্য জিনিষ তাও এর মধ্যে ভালোবাসা অনেক, প্রত্যেক মেয়েরাই ...
02/04/2024

আলহমদুলিল্লাহ আবার ও বাবার বাড়ি থেকে ঈদের বাজার এসে পড়লো, সামান্য জিনিষ তাও এর মধ্যে ভালোবাসা অনেক, প্রত্যেক মেয়েরাই অনেক খুশি হয়, যখন বাবার বাড়ী থেকে মেয়ের জন্য উপহার আসে, হোক তা সামান্য কিছু কিন্তু এর মধ্যে ভালোবাসা অনেক, যা বলে বুঝানো যায় না

আলহমদুলিল্লাহ 💝বাবার বাড়ি থেকে আসা রমজানের বাজার
14/03/2024

আলহমদুলিল্লাহ 💝
বাবার বাড়ি থেকে আসা রমজানের বাজার

14/03/2024

আলহমদুলিল্লাহ 💝
আজ ৩ রমযান বৃহস্পতি বার
১৪,মার্চ ২০২৪
আজকের ইফতারের সময় সূচি ৬:০৬ pm. সুনামগঞ্জ জেলা

Address

Sunamgonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasmina Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category