22/08/2025
🏃♂️ Sylhet Summer 30K Challenge 2025 🏃♂️
৩০ কিলোমিটার মানে শুধু দৌড় নয়,
এটা ধৈর্য, ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের পরীক্ষা।প্রতিটি কদম ছিলো ঘাম, লড়াই আর নিজের সাথে যুদ্ধ! ৩০ কি:মি ফিনিশ করা এত সহজ কথা নয় 💥 আজকের অসাধারণ ট্র্যাক ছিলো,বৃষ্টির মধ্যে চা বাগানের টিলা টালায় রাস্তায় রান।প্রতিটি পা নিশ্চিত হয়ে ফেলতে হয়েছে, এমন ট্র্যাকে রান করলে নিজেকে যাচাই করা যায়,এবং এই দৌড় প্রমাণ করেছে -সীমা শুধু মানসিকতা, ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব 🙌🌿 পজিশন ছিলো ১৭ এবং ৩০ কি:মি ফিনিশ করতে সময় লাগেছে ৩ ঘণ্টা ৪৯ মিনিট ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ইভেন্টে এ সবার সাথে।