Rayhan Taha

Rayhan Taha মুসাফির, কবর পথের যাত্রী।
(2)

10/07/2025

মনে রাখবেন আপনি প্রবাসে ১০/১৫ বছর না, ১০০ বছর থাকলেও কাউকে সন্তুষ্ট করতে পারবেন না।

09/07/2025

কবরে শুয়ে থাকা

প্রতিটা পিতা-মাতাকে যেন আল্লাহ মাফ করে দেন 🤲

আমার পেজে এমন কোন সহৃদয়বান ব্যক্তি কি আছেন,..যিনি / যারা ছোট্ট আব্দুল্লাহর স্বপ্নটা পূরণ করে দিবেন..? আব্দুল্লাহর স্বপ্...
08/07/2025

আমার পেজে এমন কোন সহৃদয়বান ব্যক্তি কি আছেন,..
যিনি / যারা ছোট্ট আব্দুল্লাহর স্বপ্নটা পূরণ করে দিবেন..? আব্দুল্লাহর স্বপ্ন ছিল তাদের একটা অটো রিকশা হবে। 😊

আব্দুল্লাহ ও তার পরিবারের জন্য যে পরিমাণ সহযোগিতা আপনারা করেছেন... শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ।
তবে আব্দুল্লার বাবাকে একটু ভালো মানের একটা সেকেন্ড হ্যান্ড অটোরিকশা কিনে দিতে হলেও আমাদের আরো ২৫-৩০ হাজার টাকার প্রয়োজন।

অল্প কিছু টাকার জন্য ১০ তারিখে আমরা আব্দুল্লাহর বাবাকে অটো রিক্সা কিনে দিতে সক্ষম না,
তাই যাদেরকে আল্লাহ তাওফিক দিয়েছেন আপনারা প্লিজ আব্দুল্লাহ ও তার পরিবারের উপর সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 🙏🙏🙏

Bkash parsonal 01787151627
Mst sadia akther lucky
Nagad parsonal 01744186277

03/07/2025

।পেটে জমজ বাচ্চা দূলর্ভ বি নেগেটিভ রক্তের অভাবে ২দিন সিজার হচ্ছে না, বাধ্য হয়ে হাসপাতাল থেকে রোগী নিয়ে চলে যাচ্ছিলো আবারও কুড়িগ্রাম জেলায়। সেই সময় ডোনার হাজির।
রক্তের ব্যাগ হাতে পেয়ে রোগীর মায়ের অবস্থা....
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সকলকে।

Copy post

03/07/2025

অনেক ভাই বলেছিলেন আব্দুল্লাহ ও তার পরিবারের পাশে দাঁড়াবেন, কিন্তু আপনাদের থেকে তেমন ভালো কোন সাড়া পায়নি 😢
প্লিজ ভাইজান আপনারা যারা বলেছিলেন সহযোগিতা করবেন আপনারা প্লিজ আব্দুল্লা তার পরিবারের পাশে দাঁড়ান।
ইনশাল্লাহ আমরা ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ওদের বাড়িতে যাব এবং ওর বাবাকে একটা অটো রিক্সা কিনে দেয়ার ব্যবস্থা করে দিব।

ভাইরে আপনি যদি জুমার আগে মারা যান, বিশ্বাস করেন আপনার আত্মীয়-স্বজনরা আপনাকে সন্ধ্যার আগেই কবরে রেখে আসবে,আর এটাই দুনিয়া।
আপনার যত টাকাই থাকুক, সব কিছু রেখে আপনাকে যেতে হবে, ১ টাকা ও সাথে নিতে পারবেন না।

তাই আসুন আমরা সকলে মিলে আব্দুল্লাহ ও তার পরিবারের পাশে দাঁড়াই।
01787151627 BKash parsonal
01744186277 Nagad parsonal

অবশ্যই টাকা দেওয়ার আগে বা পরে আমাকে কল দিবেন।

25/06/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।

কাউকে বলবে না !

হায়রে জীবন...! পোস্ট টা পরে কলিজা কেঁপে উঠলো। 😭আল্লাহ ভাইটার মা-বাবাকে জান্নাতের আলামা কাম দান করুন। ভাইটারে ধৈর্য ধারণ ...
20/06/2025

হায়রে জীবন...!
পোস্ট টা পরে কলিজা কেঁপে উঠলো। 😭
আল্লাহ ভাইটার মা-বাবাকে জান্নাতের আলামা কাম দান করুন।
ভাইটারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

18/06/2025

ভাই কত টাকায় তো কত ভাবে খরচ করেন,
দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া দরকার যার প্রতিদান পরকালে পাবেন।

আপনি যদি জুমার আগে মারা যান, বিশ্বাস করেন ভাই আপনার আত্মীয়-স্বজনরা আপনাকে সন্ধ্যার আগেই কবরে রেখে আসবে,আর এটাই দুনিয়া।
আপনার যত টাকাই থাকুক, সব কিছু রেখে আপনাকে যেতে হবে, ১ টাকা ও সাথে নিতে পারবেন না।

তাই আসুন আমরা সকলে মিলে আব্দুল্লাহ ও তার পরিবারের পাশে দাঁড়াই।
01787151627 BKash parsonal
01744186277 Nagad parsonal

অবশ্যই টাকা দেওয়ার আগে বা পরে আমাকে কল দিবেন।

16/06/2025

ইরান ❤️

শয়তানিয়াহু ধ্বংস হোক।

13/06/2025

ভাই কত টাকায় তো কত ভাবে খরচ করেন,
দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া দরকার যার প্রতিদান পরকালে পাবেন।

আপনি যদি জুমার আগে মারা যান, বিশ্বাস করেন ভাই আপনার আত্মীয়-স্বজনরা আপনাকে সন্ধ্যার আগেই কবরে রেখে আসবে,আর এটাই দুনিয়া।
আপনার যত টাকাই থাকুক, সব কিছু রেখে আপনাকে যেতে হবে, ১ টাকা ও সাথে নিতে পারবেন না।

তাই আসুন আমরা সকলে মিলে আব্দুল্লাহ ও তার পরিবারের পাশে দাঁড়াই।
01787151627 BKash parsonal
01744186277 Nagad parsonal

অবশ্যই টাকা দেওয়ার আগে আমাকে কল দিবেন।

11/06/2025

আব্দুল্লাহর পাশে আপনাদের কে দেখতে চাই।

কাজে কেউ ছোট হয় না, ছুটিতে বাড়ী আসলে  বাবার কাজে সহযোগিতা করি।
11/06/2025

কাজে কেউ ছোট হয় না,
ছুটিতে বাড়ী আসলে বাবার কাজে সহযোগিতা করি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Taha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category