09/12/2023
সকালে মা এসে বললো: আজ বাইরে যাইছ না 'বৃষ্টি' আসবে!
আমি কিছু বললাম না। বৃষ্টির জন্য ঘরে বসে থাকা যায়? একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম!🚶♂️
সারাদিন আড্ডা মারলাম এক বন্ধুর বাসায়। সারাদিন ছাতা হাতে নিয়ে ঘুরলাম। কিন্তু বৃষ্টি আসল না!
সন্ধ্যার সময় বাসায় ফিরে এসে দেখলাম বাড়িতে মনে হয় আজ খুব ভালো আয়োজন হয়েছে।
কিছুক্ষণ পরে মা ঘরে এসে বলল: কোথায় ছিলি সারাদিন? মেয়েটা সারাদিন তোর জন্য অপেক্ষা করে চলে গেলো!
আমি: কোন মেয়ে মা ?
আম্মু: আমার বান্ধবীর মেয়ে 'বৃষ্টি'!
আমি: 🥹🥹🤦♂️🤦♂️
মজার মজার গল্প পড়তে ফলো করে রাকতে পারেন 𝙼𝚍 𝙰𝚋𝚊𝚍𝚞𝚛 𝚁𝚊𝚑𝚖𝚊𝚗 𝙼𝚊𝚜𝚞𝚍
Send a message to learn more