Square BTV

Square BTV Welcome To My Square BTV

Square Bangladesh Television

নিউজ ডেস্ক :-  দুই হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান ও ড. ...
15/10/2024

নিউজ ডেস্ক :- দুই হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান ও ড. মো. আব্দুর রাজ্জাককে মঙ্গলবার দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তাদের এজলাস থেকে নামানোর সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় একজনকে আটক করা হয়।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা গেল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাদের মামলায় অংশ নিলেও এতোদিন প্রকাশ্যে কোনও ধরনের কর্মসূচি পালন করা দেখা যায়নি তাদের।

পুলিশ বলছে, আটক নাহিদ হোসেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের আত্মীয়।

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানকে রিমান্ডে নেওয়া হয়েছে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে এক কর্মী নিহত হওয়ার অভিযোগে করা মামলায়।

টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকার নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই দুই সদস্যকে গতকাল সোমবার রাজধানীর ঢাকার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, শুনানি শেষে বিকাল ৩টার পর ফারুক খানকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় আওয়ামী লীগ পন্থী ২০-২৫ আইনজীবী এ মিছিল বের করে। এক পর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হয়।

এসময় তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, “আদালত প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (প্রসিকিউশিন বিভাগ) তারেক জোবায়ের বলেন, “আমি মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে আমাদের নিরাপত্তার কোনও ঘাটতি ছিল না। আমরা আদালতের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক রয়েছি।”

ফারুক খানকে সোমবার রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বলা হয়, ২০২২ ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানসহ ২৫৬ জনকে আসামি করে মামলাটি করেন।

১৯৯৬ সালের জুনে সপ্তম সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসন থেকে সংসদ সদস্য হন ফারুক খান। সেই থেকে এ আসনে টানা ছয়বার সংসদ সদস্য হন তিনি।

দ্বাদশ সংসদে জেতার পর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১১-১৩ সালেও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে কিছুদিন বাণিজ্যমন্ত্রী ছিলেন ফারুক খান।

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে ইস্কাটন এলাকা থেকে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ছাত্রজীবনের রাজনীতিতে জড়িয়ে পড়া আব্দুর রাজ্জাক মোট পাঁচবার টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রণালয়টি ভেঙে আলাদা হলে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই আওয়ামী লীগ নেতার রয়েছে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে নেওয়া পিএইচডি ডিগ্রিও আছে বলে জানা গেছে।
(সংগ্রহীত)

15/10/2024
জকিগঞ্জের যুবলীগ নেতা ফুয়াদ বিমানবন্দরে গ্রেফতারনিউজ ডেস্ক _:- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ফুয়া...
15/10/2024

জকিগঞ্জের যুবলীগ নেতা ফুয়াদ বিমানবন্দরে গ্রেফতার

নিউজ ডেস্ক _:- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ফুয়াদ আল-আমীনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
ফুয়াদ আল-আমীন জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা।
জানা যায়, ফুয়াদ আল-আমীন পিতা-মাতাসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ফুয়াদ আটকের কারণে ওই বিমানে মা-বাবা ওমরাহ যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে দেশ ছাড়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফুয়াদ আল-আমীন ও তার পিতা-মাতা। এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের উপর হামলা-ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। পরে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। একই মামলার অজ্ঞাতনামা আসামি আব্দুস সাত্তার নামের এক ছাত্রলীগ কর্মীকে সোমবার দুপুরে উপজেলার খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবু জাফর বাদী হয়ে জকিগঞ্জ মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদ আল-আমীনকে এয়ারপোর্টে আটক করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি ছাত্রলীগ কর্মী আব্দুস সাত্তারকে দুপুরে জকিগঞ্জের খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
C.P

14/04/2024

গ্রামীন বিষ জারানো

17/03/2024

বিজ্ঞানীরা বলছেন
৩০ টা রোজা রাখলে শরিলে ক্যানসারের সেল তৈরী হয় না
আলহামদুলিল্লাহ
C...P

13/03/2024

আল্লাহ পবিত্র রমজান মাসের দশদিনের রহমত আমাদের সবাইকে দান করিও মাওলা আমিন 🤲



06/02/2024

বিয়ে বাড়িতে হি"জ"রা দলের আগমন।মেয়ের বাবা আকুতির স্বরে বললো " বোনেরা,আমার সামর্থ্য নাই "

হিজ"রাদের থেকে একজন বললো " ওসব বললে হবে না বাবু।আমাদের টাকা চাই তো চাই "

মেয়ের বাবা বললো " ডাল ভাত আছে, সর্বোচ্চ খাওয়াতে পারি।বসো খাও "

হি"জরারা একসঙ্গে বলে উঠলো " দাওয়াত তো দাও নাই,বিনা নিমন্ত্রণে কেন খাবো? "

" আচ্ছা এখন দিলাম।কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইলো।খেয়ে যেও "

পরেরদিন হি"জরারা দল বেঁধে হাজির।ওদের দেখে বিয়ে বাড়ির লোকজনরা বললো

" এদের আবার কে খেতে ডাকলো! সমাজ কোথায় গিয়ে ঠেকলো! ছিহ! "

খাওয়া শেষে হি"জরা দলের একজন মেয়ের বাবাকে পেপারে মোড়া একটা ব্যাগ দিয়ে চলে গেলো।মেয়ের বাবা ব্যাগ খুললো।১৮ হাজার ৬৯০ টাকা!

সাথে একটা চিরকুটে লেখা " এই প্রথম আমরা বিয়েতে নিমন্ত্রণ পেয়েছি।নতুন বৌ,জামাইকে আমাদের পক্ষ থেকে এই উপহার রইলো "

সংগ্রহীত


31/01/2024

দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে মোনাজাত করেন সিলেট ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি 💛
তারিখঃ ৩০ জানুয়ারি ২০২৪
@

25/01/2024

জীবন মানে সমস্যা থাকববেই ,,,😭
আর কষ্টের পর সফলতা আসবেই 💗

05/01/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নিয়োগ চলিতেছে
নতুন চ্যানেল স্কয়ার বাংলাদেশ টেলিভিশনের
রিপোর্টার নিয়োগ চলিতেছে।
বাংলাদেশের যে কোন জেলা উপজেলায় সেই চ্যানেলের রিপোর্টার প্রয়োজন তাই স্কয়ার বাংলাদেশ টেলিভিশনের চেয়ারম্যান মহোদয় অসংখ্য রিপোর্টার রাখতে চাচ্ছেন।
বাংলাদেশের যে কোন জেলা উপজেলা সব মানুষের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীরা সর্বনিম্ন এইচএসসি সমমান হতে হবে
প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন
বেতন আলোচনা সাপেক্ষে

সিভি পাঠাতে ইমেইল করুন
[email protected]

12/07/2023

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Square BTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Square BTV:

Share

Category