A E EMON Ttutorials

A E EMON Ttutorials যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার প্রতি বিনয়ী হন

24/06/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

ছবিটির দিকে তাকিয়ে দেখুন, শেখার আছে অনেক কিছু।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠা...
24/06/2025

ছবিটির দিকে তাকিয়ে দেখুন, শেখার আছে অনেক কিছু।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্রী বক্তব্য দিচ্ছিলেন, ওই ছাত্রীর বক্তব্য চলাকালীন হটাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন প্রফেসর দৌঁড়ে গিয়ে একটা ছাতা নিয়ে এসে সে ছাত্রীর মাথার উপর ধরেন। পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপর ধরে রেখেছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই প্রফেসর একইসাথে ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষকদের লিডারও।

আপনি কল্পনা করতে পারেন, বাংলাদেশের কোনো ভার্সিটি কনভোকেশন অনুষ্ঠানে এমন দৃশ্য?

কখনো নয়। এ ধরনের মানবিক এবং নৈতিক চর্চা আমাদের দেশের শিক্ষকদের মধ্যে গড়ে উঠেনি এবং উঠবেও না। এর অন্যতম কারণ, ইগো। কোনো শিক্ষক এমন মহৎ কাজ করতে যাবে না তার ভেতর প্রচন্ড ইগোর কারণে, তার মধ্যে
সবসময় এই চিন্তা কাজ করে যে, আমি শিক্ষক হয়ে কেন শিক্ষার্থীদের মাথায় ছাতা ধরতে যাব। হোক না বৃষ্টি, তাতে কী!

অথচ দেখেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা ভার্সিটিগুলির একটি ভার্সিটির প্রফেসর তার ইগো ঠেলে কনভোকেশনে বক্তব্য দেওয়া কালে বৃষ্টি আসলে অনায়সে একজন ছাত্রীী মাথায় ছাতা ধরে রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন, একইসাথে অন্যদের নৈতিকতাও শিক্ষা দিলেন।

শিক্ষকতা হলো ঠিক এমনই মহৎ পেশা। শ্রেষ্ঠ মানুষজনই এই পেশায় আসবেন, এটাই স্বাভাবিক রীতি। এই শিক্ষকের কর্মেই তার প্রমাণ মেলে। যে শিক্ষক পাবলিকলি মানুষ হিসেবে ভালো মনের অধিকারী এবং অনুকরণীয় হওয়ার পরিচয় দিয়েছেন মানবিক কর্মের মাধ্যমে, নিশ্চয়ই সেই শিক্ষক ক্লাসরুমেও শিক্ষার্থীদের কাছে সেরা হবেন। তার জন্য সম্মান এবং শ্রদ্ধা।

আক্ষেপের বিষয় হলো, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এমন শিক্ষকতার চর্চা নেই। অনুকরণীয় তো পরের বিষয়, মহৎ হৃদয়ের মানুষ এই পেশায় নেই বললেই চলে। আমাদের দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল৷ অথচ ইউরোপ-আমেরিকায় ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো বন্ধুত্বের, সহযোগিতা, সম্মান এবং ভালোবাসার।

© Md Mazharul Haque Himu

14/06/2025

বুলবুল একাডেমি বাংলাবাজার কানাইঘাট সিলেট এর বার্ষিক শিক্ষা সফর ২০২৫ এর খন্ডাংশ.....
তারিখ: ১৬/২/২৫ ইং
স্থান : সাদা পাথর

10/06/2025

আলহামদুলিল্লাহ
রহমতের বৃষ্টিতে...... চারিদিক শান্ত ও শীতল..

09/06/2025

প্রাণ প্রিয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুলবুল একাডেমি ( Bulbul Academy Banglabazar Kanaighat Sylhet) বাংলাবাজার কানাইঘাট, সিলেট এর হলরুমে শিক্ষা ঋণ প্রদান অনুষ্ঠানে.........

📷 zisan tv

প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই চাকরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য অনলাইনে ফ্রি গণিত শর্টকাট ও সাধারণ জ্ঞান শর্টকাট নিয়ে ভিডিও নিয়...
08/06/2025

প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই চাকরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য অনলাইনে ফ্রি গণিত শর্টকাট ও সাধারণ জ্ঞান শর্টকাট নিয়ে ভিডিও নিয়ে আসছি।
আপনাদের সকলের ভালোবাসা আমার আগামীর পথচলা.... নতুন ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি হয়।
আপনারা সবাই প্রস্তুত থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে
#চাকরি

08/06/2025

Bulbul Academy Banglabazar Kanaighat Sylhet বুলবুল একাডেমি বাংলাবাজার, কানাইঘাট, সিলেটের হলরুমে পরিবর্তন সংগঠনের শিক্ষা ঋণ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনার এক মুহূর্ত.........

📷zisan tv

আমার স্বপ্নই আমার পথচলা...💫
08/06/2025

আমার স্বপ্নই আমার পথচলা...💫

তোমাদের ভালোবাসার চাদরে আমি আবৃত।অল্প দিনে তোমরা আমায় এত ভালোবাসা উপহার দিবে তাহা ভাবি নি।ধন্যবাদ আমার সহকর্মীগণকে। আপনা...
04/12/2024

তোমাদের ভালোবাসার চাদরে আমি আবৃত।
অল্প দিনে তোমরা আমায় এত ভালোবাসা উপহার দিবে তাহা ভাবি নি।
ধন্যবাদ আমার সহকর্মীগণকে। আপনাদের উপকার কখনো ভুলবো না।
সফলকাম হও আমার সকল হৃদয়ের প্রাণ ভোমরারা

28/09/2024

বাচাল থেকে অল্পভাষী হওয়ার উপায় কারও জানা থাকলে একটু শেয়ার করলে চির কৃতজ্ঞ থাকব।

শীঘ্রই আসছে শাহগলী বাজারে....ভয়কে জয় করতে আপনার পূর্ণ আত্মবিকাশ ঘটাতে আমরা অঙ্গীকারবদ্ধ.......উচ্চতর গণিত, বিজ্ঞান বিভাগ...
09/10/2023

শীঘ্রই আসছে শাহগলী বাজারে....
ভয়কে জয় করতে আপনার পূর্ণ আত্মবিকাশ ঘটাতে আমরা অঙ্গীকারবদ্ধ.......
উচ্চতর গণিত, বিজ্ঞান বিভাগ নিয়ে চিন্তার অবসান ঘটাতে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে.......

Address

Khilogram, Barohal, Zakigonj
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when A E EMON Ttutorials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A E EMON Ttutorials:

Share

Category