MISBA UR

MISBA UR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MISBA UR, Digital creator, Sylhet.

18/03/2025

❤️❤️

18/11/2024

Village view❣️❣️

07/06/2024

❣️❣শিশুসুলভ

04/06/2024

22/04/2024

02/07/2023

বুদ্ধি কি জানেন না, তাইলে এই ভিডিওটি আপনার জন্য🫡🤣

চিকিৎসকের অবহেলায় চেক-আপ ছাড়াই কাটাছেঁড়া করা সেই আঁখি আর কোনদিন চোখ খুলবেননা!এই দেশে চিকিৎসকের অবহেলায় প্রতিদিন এরকম অহ...
18/06/2023

চিকিৎসকের অবহেলায় চেক-আপ ছাড়াই কাটাছেঁড়া করা সেই আঁখি আর কোনদিন চোখ খুলবেননা!

এই দেশে চিকিৎসকের অবহেলায় প্রতিদিন এরকম অহরহ মানুষের জীবন বলি হচ্ছে ! ডেলিভারি কেইসে হাজার হাজার প্রসু্ূতি ও ভূমিষ্ট শিশুর অকাল প্রয়াণ ঘটছে ।

চিকিৎসকের অবহেলায় , আমার ফ্রেন্ড মৃত্যু পথযাত্রী।ডেলিভারি কেইস নিয়ে সেন্ট্রাল হাসপাতাল গ্রীণরোডে গেলে কোন চেকআপ ছাড়াই তাকে কাটাছেঁড়া করে।

নাম: মাহবুবুর রহমান আখিঁ, গত শুক্রবার রাত ১২:৫০ মিনিটে ডঃ সংযুক্তা সাহার আন্ডারে সেন্ট্রাল হসপিটালে ভর্তি হয়। কিন্তু সেই টাইমে সংযুক্ত সাহা উপস্থিত ছিলেন না, গত তিন মাস থেকে ডঃ সংযুক্তা সাহার আন্ডারে মাহবুবুর রহমান আঁখি চেকআপে ছিলেন। তার শরীরের কন্ডিশন নরমাল ডেলিভারির জন্য ঠিক ছিল। আখিঁ যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে, এবং সে নিজেও নরমাল ডেলিভারির জন্য প্রস্তুত ছিল। রাত ১২ঃ৫০ টাযর পর থেকে হসপিটালের কর্তৃপক্ষরা নরমাল ডেলিভারির জন্য চেষ্টা চালানো শুরু করে। কিন্তু যার উপর নির্ভর করে আমার বান্ধবী এডমিট হতে রাজি হয় তিনি ছিলেন না। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষরা মিথ্যে বলেছে যে তিনি আছেন এবং তিনি তার চেষ্টা চালাচ্ছেন। তারা কোনো রকম চেক-আপ ছাড়াই ডেলিভারির কাজ শুরু করে দেন।ডেলিভারির সময় রাতে উপস্থিত ছিলেন ডঃ মিলি, আমার বান্ধবীকে প্রেসার দিতে বলেন। এক পর্যায় অনেকক্ষণ চেষ্টা করার পর তারা সাইট কাটেন। এবং সাইড কাটতে গিয়ে মূত্রনালী ও মলদ্বার কেটে ফেলেন, সাথে সাথেই প্রচন্ড রক্তক্ষরণ শুরু হতে থাকে এবং আমার বান্ধবী সেন্স হারিয়ে ফেলেন।সেন্সলেস অবস্থায় তারা আমার বান্ধবীকে আবার সিজার করে বেবিকে বের করেন কাটা জায়গা সেলাই করে দেন । সেন্সলেস হওয়ার কারণে বাচ্চার হার্টবিট কমে যায় তাই ডেলিভারির সাথে সাথেই বেবিকে আই সি ইউ নিতে হয়। এদিকে আমার বান্ধবীর শরীর যখন অনেক বেশি খারাপ হতে লাগে তখন তারা হসপিটালে উপস্থিত থাকা আখিঁর হাসবেন্ড সুমনকে জানান আপনার বাচ্চার অবস্থা খুবই খারাপ আমরা আপনার বাচ্চাকে আইসিউতে ভর্তি করিয়ে দিয়েছি।আখিঁর হাজবেন্ড যখন বারবার তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ডক্টর কোথায় ডক্টর কোথায় তখন তারা বলে ডক্টর দেশের বাহিরে আছে। তাহলে অপারেশন করলো কে? তখন আঁখির হাসবেন্ড ৯৯৯ কল করেন এবং পুলিশ এসে ডায়েরি করেন। তারপর সেন্ট্রাল হসপিটালের কর্তৃপক্ষরা জানায় তাদের এখানে সি সি ইউ ও নেই,এন আই সি ইউ নেই তাই অন্য হসপিটা

09/06/2023

আপনাকে সবাই পছন্দ করবে কি ভাবেন?

আপনি যতই অসাধারণ মানুষ হন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। এ বিষয়টি মেনে নিতেই হবে যে, কিছু মানুষ নানা কারণে আপনাকে অপছন্দ করবে।

Address

Sylhet

Telephone

+8801791567417

Website

Alerts

Be the first to know and let us send you an email when MISBA UR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MISBA UR:

Share