03/10/2025
ছানার সাদা মিষ্টি বলতে মূলত সাদা বা সাদাটে দেখতে ছানা থেকে তৈরি বিভিন্ন মিষ্টিকে বোঝানো হয়, যেমন সাদা চমচম, ছানামুখী, রাজভোগ, সাদা চমচম বা সাদা স্প'ঞ্জ মিষ্টি। এই মিষ্টি গুলো তৈরির মূল উপাদান ছানা। এই ধরনের মিষ্টি গুলো সাধারণত নরম ও রসালো হয় এবং ছানা থেকে তৈরি হওয়ায় পুষ্টিগুণেও ভরপুর থাকে।