The Nomad - যাযাবর

The Nomad - যাযাবর পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি
পৃথিবীর দেয়ালে। ❤️‍🩹

04/10/2025

"নিশ্চয়ই নারীর ছলনা অতি ভয়ংকর!"
(সূরা ইউসুফ, আয়াত:২৮)

03/10/2025

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর ১ মিনিট ১৯ সেকেন্ডের বিক্ষোভ মিছিল।
একটা সময় যারা রাজপথ কাপাইতো আজ তারাই স্লোগান দিতে কাপে। ক্ষমতা চিরন্তন না সময় সব কিছুই পালটে দেয়।সবার এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। 🌼

03/10/2025

রাজনৈতি খুব খারাপ জিনিস, এখানে অজগর সাপরে কোল বালিশ বানাইয়া শুইয়া থাকতে হয় 🌼

02/10/2025

মানুষ মূলত একা,
আপনি যত চেষ্টাই করেন না কেনো একাকিত্ব গুছাতে পারবেন না। জন্ম থেকে মৃত্যু আপনি একা। মাঝের জার্নিটায় শুধু আপনাকে কিছু লোক সঙ্গ দিবে বলে কথা দেয়। আসলে কেউ সঙ্গ দেয় না সবাই সার্থ ফুরালে চলে যায়। তার পর আপনি আবার একা হয়ে যান।

আর কিছু মানুষ সেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত তাইনা.?
সব কিছু থেকে নিজেকে সরিয়ে এক নিঃসঙ্গ জীবন বেছে নেয়; যেন একা থাকার মতো আনন্দ এই পৃথিবীতে আর কিছুই নেই!
আর কিছু মানুষ অযত্নে, অবহেলায় একা হয়ে যায়, তারপর নিঃসঙ্গতায় চঞ্চল স্বভাব থেকে কেমন শান্তশিষ্ট এবং স্তব্ধ হয়ে যায়।

মানুষ মূলত একা,
এটা বুঝতে আমাদের পুরো জিবন কেটে যায়।

অথচ, চলন্ত ট্রেন থেমে গেলে আমরা বুঝতে পারি গন্তব্যে পৌঁছে গিয়েছি। আসে পাশে তাকিয়ে দেখি যারা এই যাত্রায় আমায় সঙ্গ দিয়েছে তারা নেমে গেছে আগের স্টেশনে। চা, পান, সিগারেটে আড্ডায় মাতোয়ারা ছিলাম একসাথে। এখন আমি একা, আসলে আমাদের গন্তব্যে আমাদের একাই যেতে হয়। কেউ থাকে না কেউ সঙ্গ দেয় না ঠিক যেমন জন্ম থেকে মৃত্যু এক নিঃসঙ্গ মুসাফির এর মতো ।

—ফাহমিদ হাসান

01/10/2025

ক্ষমতা খুব খারাপ জিনিস,ক্ষমতার নেশায় হুজুরাও পূজা মন্ডবে জায় ভাল সাজার জন্য 😡

26/09/2025

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ভিক্ষোব সমাবেশ ও মিছিল করেন বাংলাদেশ জামাতে ইসলামী সুনামগঞ্জ জেলা।

26/09/2025

শান্তিগঞ্জের পাগলা শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় আজ সকালে পিকআপের ধাক্কায় দুই নারী ও সিএনজি চালক নি*হ*ত*

নি*হ*ত*রা সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া ও নবীনগরের বাসিন্দা বলে জানা যায়।

24/09/2025

একজন মানুষের চুল পরিস্কার করে তুমরা সমাজের কি উন্নতি করবে বুঝিনা। পারলে উনার জন্য তিন বেলা খাবারের ব্যাবস্থা করে দাও, তা ত পারবেনা। মানুষের ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এসব।এদের আইনের আওতায় আনা দরকার।

🔰জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দে...
22/09/2025

🔰জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
✅ দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

20/09/2025

প্রধানমন্ত্রী হউ কিন্তু হাসিনার মত প্রধানমন্ত্রী হইয়ো না ⛔

17/09/2025

কতশত,খারাপ সময় কাটিয়ে দিলাম নিরবে,নিভৃতে একা একা কেউ ফিরেও তাকাই'নি, আমার অসময়ে..!

16/09/2025

আমি তোমাকেই বলে দিব 🌼

Address

Sylhet
3360

Alerts

Be the first to know and let us send you an email when The Nomad - যাযাবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share