The Nomad - যাযাবর

The Nomad - যাযাবর পুরনো ক্যালেন্ডারের মতো অহেতুক ঝুলে আছি
পৃথিবীর দেয়ালে। ❤️‍🩹

17/09/2025

কতশত,খারাপ সময় কাটিয়ে দিলাম নিরবে,নিভৃতে একা একা কেউ ফিরেও তাকাই'নি, আমার অসময়ে..!

16/09/2025

আমি তোমাকেই বলে দিব 🌼

❝জানেন বাকের ভাই এ পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমাকে দেখুন। আমি কখনো কারো কোন ক্ষতি করিনি। অ...
16/09/2025

❝জানেন বাকের ভাই এ পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমাকে দেখুন। আমি কখনো কারো কোন ক্ষতি করিনি। অথচ দেখুন আমি কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা কষ্টেই কেটে যাবে। আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?
না মুনা। আমার চোখে কি জানি পড়েছে।
আপনি চমৎকার একজন মানুষ। মাঝে মাঝে মনে হয় আমার বুঝি আপনাকে ভালোবাসা উচিত ছিল।❞
—হুমায়ূন আহমেদ (কোথাও কেউ নেই)

12/09/2025

বাউল সাধক শাহ আব্দুল করিম স্মরনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

11/09/2025

"কথা বইলেন। রাগে, জিদে, কষ্টে বা অভিমানে
কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না।
আমরা কতক্ষণ বাঁচবো, কেউ কি জানি?

যার প্রতি দ্বীপ্ত অভিমান নিয়ে রাতে
ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন
মানুষটা আর নেই।
রাতের ঐ শীতল নীরবতাই ছিল আপনাদের
শেষ কথা।
বাকি জীবন আর ঘুম হবে, বলেন?

মাঝেমাঝে মনে হয়, আমিই এই গ্রহের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। সবার কত গুণ, কত স্বপ্ন, কত অর্জন আর আমি? আমি যেন নির্বাক দর্শক।...
11/09/2025

মাঝেমাঝে মনে হয়, আমিই এই গ্রহের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। সবার কত গুণ, কত স্বপ্ন, কত অর্জন আর আমি? আমি যেন নির্বাক দর্শক।

সবাই কোথাও পৌঁছে যাচ্ছে কেউ ক্যারিয়ারে, কেউ সৃজনশীলতায়, কেউ স্বপ্নের পথে। আর আমি? আমি এখনো বুঝে উঠতে পারিনি কোথা থেকে শুরু করবো।

নিজেকে দেখে মাঝেমাঝে মনে হয়, আমি একটা 'মিউটেড পারসন' চারপাশে শব্দ আছে, আলাপ আছে, উৎসাহ আছে কিন্তু আমার গলায় যেন স্বর নেই। মনে হয়, আমি একটা "সাইলেন্ট লাইন" যেটা সবার কথার ভিড়ে হারিয়ে যায়। একটা বিরামচিহ্ন যেটা থাকলেও কেউ পড়ে না। একটা "বাফারিং স্ক্রিন" যা চলছেও না, থামছেও না শুধু স্থির হয়ে ঝাপসা করে যাচ্ছে সময়টাকে!

Dhaka University Central Students Union (DUCSU) নির্বাচনে প্রথম তিনটি (ভিপি, জিএস, এজিএস) উচ্চতর পদে বাংলাদেশ ইসলামী ছাত...
10/09/2025

Dhaka University Central Students Union (DUCSU) নির্বাচনে প্রথম তিনটি (ভিপি, জিএস, এজিএস) উচ্চতর পদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তিনজনই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ!

10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।

#ডাকসু #নির্বাচন

10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।
#ডাকসু

09/09/2025

অসাধারন একটি নাতে রাসুল 🌼

08/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার 🌼

06/09/2025

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর!
তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, বয়ে চলে অজানা গন্তব্যের দিকে!"একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে? তবুও সে নিজেকে বিলিয়ে দেয় পরিবারের প্রত্যেকটি মানুষের সুখের জন্য! নিজের স্বপ্ন, ইচ্ছে, আরাম, ভালো লাগা ক্লান্ত হওয়া_সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না, ব্যর্থতার যন্ত্রণা তাকে গ্রাস করে দিন-রাত...!"একজন পুরুষ যখন সফল হয়, সবাই তার প্রশংসা করে কিন্তু যখন ব্যর্থ হয়, কেউ পাশে থাকে না। আর এ সব কিছুর জন্য দায়ী কে? বলছি, মেশিনে প্রিন্ট করা টুকরো কাগজ গুলো, হ্যাঁ! যদি তা'ই না হবে, মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন এই টুকরো কাগজ গুলোর কাছে বারবার হেরে যায়!"কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, ভোগ-বিলাসিতা, উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছুর নেতা এই টুকরো কাগজ। পুরুষও কম না ভাই" ব্যর্থতার গ্লানি নিয়ে তবুও সে হাল ছাড়ে না!শত দুঃখ, কষ্ট হতাশার মাঝেও মুখে হাসি রাখে। নিজেই নিজের সান্ত্বনা হয়ে, নিজেই নিজের কাছে আশ্রয় খোঁজে!"পুরুষ মানুষের জীবন মানেই"নিরব"সহ্য করার গল্প। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাঁপা কষ্ট, অব্যক্ত কান্না! এবং সবাইকেভালো রাখার অনন্ত- প্রচেষ্টা..!"হয়তো সে একদিন সাকসেস হয় বা হবে, কিন্তু ততদিনে বয়স বাড়ার সাথে সাথে তার বেঁচে থাকার শক্তি এবং আশাট'ই মরে যাবে!"
"হ্যাঁ এটাই পুরুষ মানুষের জীবন-
"একটা নিরব যুদ্ধ, যে যুদ্ধের সৈনিক হয়ে সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না!! পুরুষ সারাজীবন অন্যের জন্য বাঁচে, নিজের জন্য নয়...........🌼

Address

Sylhet
3360

Alerts

Be the first to know and let us send you an email when The Nomad - যাযাবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share