
16/08/2025
মোটরসাইকেল হাতে পেলেই মনে হচ্ছে যে হেলিকপ্টার কিংবা বিমান চালায় এদের জন্য রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরোনো দুষ্কার হয়ে যায় সবাইকে অনুরোধ করে বলতেছি সময় থাকতে পরিবর্তন হন হাতে পিক আপ পাইলেই যে ফুল দিবেন এটা তো ঠিক না আল্লাহ সবাইকে সঠিক তা বুঝবার এবং সঠিকভাবে চলবার তৌফিক দান করুন।