গরিবের ছেলে

গরিবের ছেলে MD:HOSSAIN AHMED
(3)

মোটরসাইকেল হাতে পেলেই মনে হচ্ছে যে হেলিকপ্টার কিংবা বিমান চালায় এদের জন্য রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরোনো দুষ্কার হয়ে...
16/08/2025

মোটরসাইকেল হাতে পেলেই মনে হচ্ছে যে হেলিকপ্টার কিংবা বিমান চালায় এদের জন্য রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরোনো দুষ্কার হয়ে যায় সবাইকে অনুরোধ করে বলতেছি সময় থাকতে পরিবর্তন হন হাতে পিক আপ পাইলেই যে ফুল দিবেন এটা তো ঠিক না আল্লাহ সবাইকে সঠিক তা বুঝবার এবং সঠিকভাবে চলবার তৌফিক দান করুন।

16/08/2025

এই লোকটি বাহ্রা ঘাট সংলগ্ন তেতুল তলায় পদ্মা নদীতে ভেসে আসছে গতকাল মাগরিবের একটু আগে। তবে ছেলেটি পুরা উ*লঙ্গ ছিলো। আর বাসা, নাম, ঠিকানা কিছুই বলতে পারে না। দেখে পা*গল বলে মনেও হয় না। কেউ চিনে থাকলে বাহ্রাঘাট সংলগ্ন তেতুল চলায় যোগাযোগ করতে পারেন।

পাওয়ার ট্রলার এক্সিডেন্টে ড্রাইভারের মৃত্যু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মৃত্যু মেনে নেয়া খুব কঠিন আহ কি ...
16/08/2025

পাওয়ার ট্রলার এক্সিডেন্টে ড্রাইভারের মৃত্যু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মৃত্যু মেনে নেয়া খুব কঠিন আহ কি বলবো। আল্লাহ তাআলা যেনো ড্রাইভার ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।

জকিগঞ্জে সড়কে ঝড়লো আরেকটি প্রাণ!সিলেট-জকিগঞ্জ সড়কে একই দিনে দুটি দূর্ঘটনায় একে একে দুটি প্রাণ ঝড়লো। শুক্রবার বিকালে চারখ...
08/08/2025

জকিগঞ্জে সড়কে ঝড়লো আরেকটি প্রাণ!

সিলেট-জকিগঞ্জ সড়কে একই দিনে দুটি দূর্ঘটনায় একে একে দুটি প্রাণ ঝড়লো। শুক্রবার বিকালে চারখাই কাটলীপুলে একজন সিএনজি চালক ও আটগ্রাম নোয়াগ্রামে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘঠনাস্থলে প্রাণ হারান সুলাতানপর ইউনিয়ন এর তিরাশী গ্রামের দক্ষিন পাড়ের বরেন্দ্র ঘোষের ছেলে স্বপন বিশ্বাস। "ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু"
গাড়িটি কালিগঞ্জ জান্নাত পার্কের গ্যাসের সিলিন্ডারের গাড়ি বলে প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।
তাহাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত-১ সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই কাঠলিপুল এলাকায় সিএনজি ও কার গাড়ির মুখোমুখি সং-ঘ-র্ষে সিএনজি চালক জকিগঞ্...
08/08/2025

সড়ক দুর্ঘটনায় নিহত-১

সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই কাঠলিপুল এলাকায় সিএনজি ও কার গাড়ির মুখোমুখি সং-ঘ-র্ষে সিএনজি চালক জকিগঞ্জের নিদনপুর গ্রামের আশরাফ নামের একজন নিহত ও আহত হয়েছেন ২ জন। শুক্রবার বিকালে এই দূর্ঘটনাটি ঘটে।

শুভ সকাল
01/08/2025

শুভ সকাল

Address

Atgram Jakiganj
Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when গরিবের ছেলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share