Turn Back to Allah

Turn Back to Allah হে প্রশান্ত আত্মা,তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।
(1)

20/03/2025

গা জা য় আমাদের মুসলিম ভাই-বোনদের হ*ত্যা করা হচ্ছে এবং পাশের দেশ ভ|রতে উগ্র হি*ন্দুত্ববাদীরা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আপনি আমি দু'আ করা ছাড়াও যা করতে পারি, তা হলো ই*সরায়েল এবং ভ|রতের পণ্য পরিহার করা!

ই*সরায়েলি পণ্য কেনার অর্থ হলো– তাদের অর্থনীতি শক্তিশালী করা, যা সরাসরি নিরীহ ফি*লিস্তিনিদের র*ক্ত ঝরানোর কাজে ব্যবহৃত হয়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো— সচেতন হওয়া, বিকল্প খুঁজে নেওয়া এবং ই*সরায়েলি ব্র্যান্ড ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের পণ্য পরিহার করা। এবং পাশাপাশি ভ|রতের পণ্য পরিহার করা।

বয়কট মানে শুধু পণ্য না কেনা নয়; বরং এটি একটি প্রতিরোধ এবং একটি নৈতিক অবস্থান। আমরা যদি নিজেদের অর্থনৈতিক শক্তি সঠিকভাবে ব্যবহার করি, তবে তা অন্যায়কারীদের দুর্বল করতে পারে। অতএব, দেরি নয়— আজ থেকেই বয়কট করুন, প্রতিবাদে অংশ নিন এবং ন্যায়ের পক্ষে দাঁড়ান!

গা_জা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা। আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহ বলেনঃ ...
09/01/2025

গা_জা পোড়াতে চেয়েছিলো যারা
রবের হুকুমে পুড়ছে তারা।
আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ انهم يكيدون كيدا واكيد كيدا
তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করবো।
তিনি আরো বলেনঃ ان بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন

এই জানাজা কোনো বড় রাজনৈতিক দলের নেতার না। জনপ্রিয় অভিনেতা, গায়ক কিংবা খেলোয়াড়ের ও জানাজা না এটা। এটা একজন শহীদের জানাজা,...
27/11/2024

এই জানাজা কোনো বড় রাজনৈতিক দলের নেতার না। জনপ্রিয় অভিনেতা, গায়ক কিংবা খেলোয়াড়ের ও জানাজা না এটা।

এটা একজন শহীদের জানাজা, শেষবিদায়!

এরকম বিদায়টা ঈর্ষার, এরকম বিদায়ের সৌভাগ্য সবার হয়না ।
আল্লাহ এই ভাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও।
আমীন ।

পবিত্র কোরআনে বর্নিত  ২০ জন নবী রাসূলের জীবনী। টাইম-লাইনে রেখে দিনপ্রতিদিন একজনের জীবনী পড়ুন।আপনি পড়ুন এবং অন্যকে পড়তে স...
23/09/2024

পবিত্র কোরআনে বর্নিত
২০ জন নবী রাসূলের জীবনী।
টাইম-লাইনে রেখে দিন
প্রতিদিন একজনের জীবনী পড়ুন।

আপনি পড়ুন এবং অন্যকে পড়তে সাহায্য করুন।

20/09/2024

صَــــــــــــــــلَّ اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সাল্লাল্লাহু আলাই'হি ওয়াসাল্লাম 🤎🤎

09/09/2024

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামের আগে 'শহীদ' লাগানো কেন??

হাফেজ মুফতি আমির হামজা (হাফিঃ)🥀🥲

04/09/2024

মুরুব্বি মুরুব্বি, উহুঁ হুঁ হু.......

বাক্যটা এখন সবার মুখে মুখে। যিনি এই বাক্য বলেছিলেন তাঁর নাম মাওলানা মুশতাক ফয়েজি সাহেব দা. বা.। ওয়াজের ময়দানে বক্তারা শ্রোতাদেরকে বিনোদন দেওয়ার জন্য মাঝে মধ্যে এরকম কিছু কিছু বাক্য স্বাভাবিক বলে থাকেন। এটিও তাঁর একটি।

ভাইরাল বাক্যটা তো শুনলেনই, এবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র সীরাত এবং সূরত নিয়ে তারঁ আবেগমাখা এই আলোচনা শুনুন। একবার শুনেই দেখুন।

25/08/2024

মাদ্রাসা ছাত্রদের এইসব কাজের নিউজ কোনো চ্যানেল-এ প্রচারিত হবে না। পত্র-পত্রিকায় প্রকাশিত হবে না।

আসুন আমরা একেকজন একেকটি চ্যানেলের ভূমিকা পালন করি।

25/08/2024

গা জ ও য়া তু ল হি ন্দ

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turn Back to Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share