
20/07/2025
#বয়স বাড়লে কেন বন্ধুত্ব কমে যায় বা হারিয়ে যায়
মূলত কিশোর বয়স-ই হোক বা বৃদ্ধ বয়সই হোক কোন কালেই কেহ চায়না বন্ধুত্ব হারিয়ে যাক।
কিন্তু সময় আর পরিস্থিতিতে মানুষকে আড়াল করে দেয়, কারন যেখানে প্রতিনিয়তই নিজেকে লড়াই করতে হয়, ছুটতে হয় বেঁচে থাকার জন্য৷
এটাও সত্য বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা সাধারণত বেড়ে যায়। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দায়িত্ব এসে পড়ে, যা মানুষকে আরও বেশি ব্যস্ত করে তোলে।
বয়স বাড়ার সাথে সাথে কর্মজীবনে আরও বেশি দায়িত্ব আসে, যা কাজের চাপ বাড়িয়ে দেয়।
বিবাহিত জীবন এবং সন্তানদের দেখাশোনা করা একটি বড় দায়িত্ব, যা সময়ের একটি বড় অংশ নেয়।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া বা আত্মীয়-স্বজনের সাথে দেখা করাও সময়ের ব্যাপার।
পরিশেষে বলি যদিও সময়ের কারনে কথা হয়না দেখা হয়না তবুও দুর থেকে রইলো সকল বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী আত্বিয়স্বজনের প্রতি দোয়া আর অগাধ ভালোবাসা।
ভালো থেকো সবাই একে অপরের জন্য দোয়া করবেন ফি আমানিল্লাহ
゚ ᩣシ