MH Media BD

MH Media BD Voice Media
voice of truth

22/07/2025

জুলাইয়ে হয়তো ইন্টেরিমের ও পতন নিশ্চিত। রক্তের উপর বসে লাশ গোপনের যে নৃশংস কালচার। তা অকল্পনীয়। সঠিক সংখ্যা কেনো গোপন করবে??

18/07/2025

17/07/2025
17/07/2025

নিরীহ হাসিটা কলিজা কেড়ে নেয়

15/07/2025

থাকেন তো চার দেয়ালে বন্দী।এই চার দেয়ালই অন্ধত্বের জগতে যাওয়ার প্রধান কারণ। রাস্তায় জনতার ভিড়ে একটু হাটলে বুজতেন মানুষ কি বলে।গাড়ীতে থাকা কয়েকজন মানুষ পরস্পর আলোচনা করছে।তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে তিরস্কার করে বলছে হুজুরদের আমরা ভোট দিতাম কিন্তু তারা পরস্পর মারামারিতে লিপ্ত। একজন তো নাম মেনশন করে বলছেন এই দল আর ঐ দল একে অপরকে গালাগালি করছে।তারাই ঐক্যবদ্ধ হতে পারছেনা।অথচ হুজুরেরা এসব শুনতেই পাননা।কেননা তারা থাকেন দেয়ালে বন্দী।পরস্পর কামড়াকামড়িতে পারদর্শী এই জনগোষ্ঠী আজীবন অন্ধকারেই থেকে যাবে।এখনো সময় আছে। ঐক্যবদ্ধ না হলেও কমপক্ষে কামড়াকামড়িটা ছাড়ুন।মানুষ হুজুরদের কতো ভদ্র ভাবে।অথচ হুজুররা কতোটা হিংসুটে। সেই জাত চিনিয়ে দিচ্ছেন দুদিনে।অত্যন্ত ফযিলতপূর্ণ এই কাজ ছেড়ে এক শামিয়ানায় আসার চিন্তা করুন।এসব নব্বই দশকের মনমানসিকতা নিয়ে দুহাজার পঁচিশে চলবেন কি করে?গুহা থেকে বের হয়ে একটু দুনিয়াটা উপলব্ধি করুন!হিংসা নির্মূলে যেই জনসংখ্যা কাজ করার কথা।তারাই কঠোকথার প্রচার প্রসারে ব্যস্ত।আমরা কতোটা হিংসুটে তা ভালো করেই জানি।যদি মনমানসিকতা প্রশস্ত না করতে পারেন। ঘরে ফিরে যান।রাজনীতি করতে রাজ মেজাজের হতে হয়।চড়ুই পাখীর মেজাজ নিয়ে রাজনীতি হয়না।

08/07/2025

লিখেছেন মুহতারাম Ruhul Amin Sadi
পলিটিক্যাল কোনো এক বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন ভাই । আমার মতামত জানতে চাইলেন৷

আমি আমার মতামত ব্যক্ত করে উনার মতামত জানতে চাইলাম। আমাকে তিনি বললেন, আমি যেহেতু একটা দলের সক্রিয় নেতা তাই আমার মতামত বলতে পারবনা।

অবশ্য এটা শুধুমাত্র তিনি নন দল করেন এমন অনেকেই এরকম কথা বলে থাকেন। কিন্তু এ কেমন রাজনীতি যে নিজের মতামত, নিজের বিবেকের কথা কাউকে বলতেও পারবনা? সারাজীবন নিজের মতামত গোপন রাখতে হবে?

রাজনীতির নামে চিন্তায় ও বিবেকের ক্ষেত্রে নিজেকে অন্ধ ও বোবা করে দেওয়ার এই কালচার পরিবর্তন করা উচিত।
(দলান্ধ না হই।সাদাকে সাদা। কালোকে কালো বলতে শিখি।এটাই ইসলাম।
আব্দুল আলীম নুমান

03/07/2025

ভয়ংকর এক্সিডেন্ট

 #সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম পরিবর্তনের সফল চেষ্টা চলছে।🥴
03/07/2025

#সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম পরিবর্তনের সফল চেষ্টা চলছে।🥴

01/07/2025

আমরা ভাবলাম আছিয়ার ধর্ষণ উদাহরণ হয়ে থাকবে।তার ধর্ষকের শাস্তি দেখে ধর্ষকদের ধর্ষণদন্ড নুইয়ে যাবে।কিন্তু এদেশের আইন তার ধর্ষকের জন্য ঢাল হয়ে দাড়ালো।তাদের সকলকে বাচিয়ে দিলো।আর ধর্ষককে জেলে জামাই আদরে রেখে দিলো।কোথায় প্রকাশ্য দিবালোকে ফাসি চাইলাম।আর কোথায় ফাসি পাইলাম।এইটা দেখে ধর্ষকরা আরো উৎসাহে মেতে উঠলো।রাস্ট্র। তুমি নারী বিদ্বেষী।আমার মা বোনদের ইজ্জত তোমার কাছে রংতামাশা।

Address


Telephone

+8801784521013

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Media BD:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share