23/08/2025
সমুদ্র তো আমাদের ও আছে।কিন্তু আমরা এমন কেনো পাইনা? কারণ, তারা সচেতন।তারা তাদের পোনা মাছ সংরক্ষণ করে।আর আমাদের দেশে মহা বিজ্ঞানী কাংগালেরা ঘরে ঘরে গবেষক। এরা বলে পোনা মাছে নাকি ভিটামিন, 🤔কি সাংঘাতিক গবেষক। বেটা বউয়ের পেটে বাচ্চা আসলে বউকে নিয়মিত পোনা মেরে খাওয়ায়।এটাতে নাকি ভিটামিন। অন্যের বাচ্চা মেরে নিজের বাচ্চা জন্মায়।এই কাংগালগুলো যতোদিন না ঠিক হবে।আল্লাহর নিয়ামত আমরা পরিপূর্ণ ভূগ করতে পারবোনা।এক ঝাক পোনা মাছে এক তরকারি হয়না।অথচ একটা বড় মাছেই এক তরকারি হয়ে যাবে।পোনা মাছ মারা বন্ধ করুন।