piyandarpan24.com

piyandarpan24.com মাতৃভূমিকে ভালবেসে স্বাধীনতার পক্ষে কথা বলে
(2)

29/07/2025

#লুডু #খেলছে
তোয়াকুল ( গোয়াইনঘাট) কিশোর কিশোরী ক্লাবের ছাত্রীরা...

28/07/2025
27/07/2025


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া,
দেশের সকল কমিটি ইতিমধ্যে বি'লুপ্ত ঘোষণা করা হয়েছেন ।।

পিয়াইন দর্পণ পরিবারের পক্ষ থেকে দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক জনাব আবু তালেব মুরাদ'কে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি।। " ...
26/07/2025

পিয়াইন দর্পণ পরিবারের পক্ষ থেকে দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক জনাব আবু তালেব মুরাদ'কে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি।।
" শুভ জন্মদিন "

" দৈনিক পূণ্যভূমি " পত্রিকার নিয়মিত এক পাঠকের ইতিবৃত্ত:তখনকার সময়ে (২০০৭সাল) সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ...
25/07/2025

" দৈনিক পূণ্যভূমি " পত্রিকার নিয়মিত এক পাঠকের ইতিবৃত্ত:
তখনকার সময়ে (২০০৭সাল) সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা পূর্ববর্তী টেষ্ট পরীক্ষায় বাংলা ২য় পত্রে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত স্টুডেন্টস পঞ্চকামলা মো. ময়নূল হক। "বাংলা ২য় বইয়ের ১০ম এর শ্রেনী শিক্ষক আতিকুর রহমান স্যারের গল্পে বলেন রাত অনেক হয়েগেছে খাতা দেখতে দেখতে একপর্যায়ে একটি খাতা আসে প্রশ্ন উত্তর সঠিক হওয়ায় নাম্বার দিতে আছি এক পর্যায়ে মনে হয় আমি কাহাকে এতো মার্কস দিতেছি.? আমার সাবজেক্টে একন পর্যন্ত কোন ছাত্রদের এতো মার্কস দিতে পারিনি, আমিকী ভুল করছি.? চুখে কি ঘুম এসেগেছে.? খাতা উল্টিয়ে দেখি সেই পরীক্ষার্থীর নাম ময়নূল হক! সে কিভাবে এতো ভালো পরীক্ষা দিলো.? শেসন গ্যাপের অনিয়মিত ছাত্র। সপ্তাহে একদিন ক্লাসে দেখছি বলে মনে হয়না। সে তা যাই হোক তার প্রাপ্য মার্কস দিলাম।"

টেষ্ট পরীক্ষায় সুধু ইংরেজি বিষয় ছাড়া সকল বিষয়ে ভালো নম্বর পেয়ে পাস করেছিলো সে। খামখেয়ালি আর পারিবারিক উদাসীনতার কারনে দুর্ভাগ্যবসত তার ফাইনাল পরীক্ষায় অংগ্রহন করা হয়নি। তবে তার পরিবার আর্থিক ভাবে যথেষ্ট সচ্ছল ছিলো। পরীক্ষা দিলে সে পাস করতো আমার বিশ্বাস। তার স্মৃতি শক্তি খুব প্রখর ছিলো, কম পড়তো যা পড়তো হুবহুই লিখতে পারতো তাছাড়া হাতের লেখা খুব সুন্দর ছিলো এখনো আছে।
শুরুতে পঞ্চকামলা বলার কারণ হলো সে পিপড়াদের মতোই খুব পরিশ্রমী ছিলো, তার জীবন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নূন্যতম সময় লস করেনি। সাংসারিক এমন কোন কাজ নেই যে বাস্তবে করেনি বা পারেনি। যেমন কৃষি কাজ, কুটিরশিল্প কাজ, কারিগরি, ফ্যাশন ডিজাইন, আর্ট, নির্মান কাজ, সকল প্রকার ড্রাইভিং, সকল ধরনের ব্যবসায়িক যথেষ্ট জ্ঞান তার মধ্যে বিদ্যমান।

তার জীবন হেলায় কোন টাইম লস করেনি একাদ্বারে কঠোর পরিশ্রম করেগেছে করতেছে অনেক কিছু অর্জন করেছে তবে পরিশ্রম অনুযায়ী সেরকম সফলতা এখনো পায়নি আমার বিশ্বাস তার সফলতা আসবে। তার প্রতি আমার অতিথ কিছু অভিযোগ অভিমান ছিলো, তবে সে সরলা, তার পরেও সে আমার আজ অবধি বন্ধু তার জন্যে দোয়া করি আপনারাও দোয়া করবেন।
সাংসারিক জীবনে সে দুই সন্তানের জনক।
সে আমাদের " দৈনিক পূণ্যভূমি " পত্রিকা নিয়মিত পাঠক। তবে যে কথা বলা হয়নি সে বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ ৬৪ মার্কস পেয়ে তখনকার সময়ের সাময়িক আলোচনায় এসেছিলো ।।

* লেখক: মতিউর রহমান (দুলাল)
পরিচালক: " পিয়াইন দর্পণ " / piyandarpan24.com

25/07/2025

" দৈনিক পূণ্যভূমি " পত্রিকার নিয়মিত এক পাঠকের ইতিবৃত্ত:
তখনকার সময়ে (২০০৭সাল) সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা পূর্ববর্তী টেষ্ট পরীক্ষায় বাংলা ২য় পত্রে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত স্টুডেন্টস পঞ্চকামলা মো. ময়নূল হক। "বাংলা ২য় বইয়ের ১০ম এর শ্রেনী শিক্ষক আতিকুর রহমান স্যারের গল্পে বলেন রাত অনেক হয়েগেছে খাতা দেখতে দেখতে একপর্যায়ে একটি খাতা আসে প্রশ্ন উত্তর সঠিক হওয়ায় নাম্বার দিতে আছি এক পর্যায়ে মনে হয় আমি কাহাকে এতো মার্কস দিতেছি.? আমার সাবজেক্টে একন পর্যন্ত কোন ছাত্রদের এতো মার্কস দিতে পারিনি, আমিকী ভুল করছি.? চুখে কি ঘুম এসেগেছে.? খাতা উল্টিয়ে দেখি সেই পরীক্ষার্থীর নাম ময়নূল হক! সে কিভাবে এতো ভালো পরীক্ষা দিলো.? শেসন গ্যাপের অনিয়মিত ছাত্র। সপ্তাহে একদিন ক্লাসে দেখছি বলে মনে হয়না। সে তা যাই হোক তার প্রাপ্য মার্কস দিলাম।"

টেষ্ট পরীক্ষায় সুধু ইংরেজি বিষয় ছাড়া সকল বিষয়ে ভালো নম্বর পেয়ে পাস করেছিলো সে। খামখেয়ালি আর পারিবারিক উদাসীনতার কারনে দুর্ভাগ্যবসত তার ফাইনাল পরীক্ষায় অংগ্রহন করা হয়নি। তবে তার পরিবার আর্থিক ভাবে যথেষ্ট সচ্ছল ছিলো। পরীক্ষা দিলে সে পাস করতো আমার বিশ্বাস। তার স্মৃতি শক্তি খুব প্রখর ছিলো, কম পড়তো যা পড়তো হুবহুই লিখতে পারতো তাছাড়া হাতের লেখা খুব সুন্দর ছিলো এখনো আছে।
শুরুতে পঞ্চকামলা বলার কারণ হলো সে পিপড়াদের মতোই খুব পরিশ্রমী ছিলো, তার জীবন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নূন্যতম সময় লস করেনি। সাংসারিক এমন কোন কাজ নেই যে বাস্তবে করেনি বা পারেনি। যেমন কৃষি কাজ, কুটিরশিল্প কাজ, কারিগরি, ফ্যাশন ডিজাইন, আর্ট, নির্মান কাজ, সকল প্রকার ড্রাইভিং, সকল ধরনের ব্যবসায়িক যথেষ্ট জ্ঞান তার মধ্যে বিদ্যমান।

তার জীবন হেলায় কোন টাইম লস করেনি একাদ্বারে কঠোর পরিশ্রম করেগেছে করতেছে অনেক কিছু অর্জন করেছে তবে পরিশ্রম অনুযায়ী সেরকম সফলতা এখনো পায়নি আমার বিশ্বাস তার সফলতা আসবে। তার প্রতি আমার অতিথ কিছু অভিযোগ অভিমান ছিলো, তবে সে সরলা, তার পরেও সে আমার আজ অবধি বন্ধু তার জন্যে দোয়া করি আপনারাও দোয়া করবেন।
সাংসারিক জীবনে সে দুই সন্তানের জনক।
সে আমাদের " দৈনিক পূণ্যভূমি " পত্রিকা নিয়মিত পাঠক। তবে যে কথা বলা হয়নি সে বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ ৬৪ মার্কস পেয়ে তখনকার সময়ের সাময়িক আলোচনায় এসেছিলো।।

* লেখক: মতিউর রহমান (দুলাল),
পরিচালক "পিয়াইন দর্পণ" / piyandarpan24.com

দুনিয়াদারী খাইখাই যুগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুদূর ভবিষ্যৎ পরিকল্পনায় এক অনন্য দৃষ্টান্ত হবে এটি। প্রাকৃতিক দুর্যোগ বন্য...
24/07/2025

দুনিয়াদারী খাইখাই যুগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুদূর ভবিষ্যৎ পরিকল্পনায় এক অনন্য দৃষ্টান্ত হবে এটি।
প্রাকৃতিক দুর্যোগ বন্যায় অতী মাত্রায় অনেকসময় ব্যক্তিগত কিংবা পারিবারিক কবরস্থান দাফন সম্ভব নাহলে তাছাড়া ছিন্নমূল ভবঘুরে ভূমিহীন মৃত ব্যক্তিদের শেষ ঠিকানা হতে পারে এই কবরস্থান।
বলছিলাম গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে কান্দিগ্রাম প্রবাসী পরিষদের অর্তায়নে নির্মীত পঞ্চায়েত কবরস্থানের কথা ।।

* ছবি তথ্য: নূর আহমদ;

20/07/2025

"একধরনের মানুষ আছে
যাদের সৎ কাজ শুধুই শত্রু বাড়ায়"

™©_ উইলিয়াম শেক্সপিয়ার;

সালুটিকর ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত: নন্দির গাওঁ ইউনিয়নের সালুটিকর বাজারে।উপজেলা গোয়াইনঘাট সিলেট। কার্যক্রম: তোয়াকুল ইউনিয়...
20/07/2025

সালুটিকর ইউনিয়ন ভূমি অফিস
অবস্থিত: নন্দির গাওঁ ইউনিয়নের সালুটিকর বাজারে।
উপজেলা গোয়াইনঘাট সিলেট।
কার্যক্রম: তোয়াকুল ইউনিয়ন ও নন্দির গাওঁ ইউনিয়নের😱

20/07/2025

★আজ ২০ জুলাই ২০২৫ খৃষ্টাব্দ★

"ঐ খুটি হীন নীল আকাশে ভুবন মাঝে
তুমি কুদরতী ইশারায় দেখেছো... "

কন্ঠে: সজীবুর রহমান, শিক্ষার্থী - ফুলতৈলছগাম তায়ালীমূল কুরআন নূরানী মাদ্রাসা, সিলেট ।।

#ইসলামিক #গজল

আগামী ভিলেজ কোর্ট || সমসাময়িক আলোচনা * গ্রামের একটি মুদির দোকান থেকে তুলা ছবি।।
17/07/2025

আগামী ভিলেজ কোর্ট || সমসাময়িক আলোচনা

* গ্রামের একটি মুদির দোকান থেকে তুলা ছবি।।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when piyandarpan24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to piyandarpan24.com:

Share