26/08/2025
যাদুকাটা নদীতে এক রাতের গল্প...
তানভীর আর আমি এবার একটু অন্যরকম অভিজ্ঞতা
নিতে চেয়েছিলাম—তাই সিদ্ধান্ত নিলাম টাঙ্গুয়ার হাওর যাবো। ২ দিন ১ রাতের প্যাকেজ নিয়ে চলে গেলাম।
আমাদের বোট সারাদিন ঘুরাঘুরি করে রাতে যাদুকাটা নদীতে নোঙর ফেলল।
সত্যি বলতে, নদীর মাঝখানে হাউসবোটে সারারাত থাকার মজাই আলাদা। চারপাশে শুধু পানি, হালকা বাতাস, আর অনেক অনেক নীরবতা। রাতে নদীর শব্দ আর নক্ষত্র দেখে ঘুমিয়ে পড়েছিলাম এক শান্ত ঘুমে।
সকালে ঘুম ভাঙতেই ইচ্ছা হলো পানিতে নামার। একটা ছোট নৌকা ভাড়া করে আমরা নদীর একটু ভেতরে চলে গেলাম।
তানভীর সাঁতার কাটতে শুরু করল, আমিও নামলাম পানিতে। ঠান্ডা পানি, চারপাশে প্রকৃতি, যেন স্বপ্নের মধ্যে আছি!
কিন্তু হঠাৎ... 😳
একটা সাপ পানির ওপরে ভেসে এলো আমাদের কাছ দিয়ে!!
দুজনেই আর এক মুহূর্ত না ভেবে তাড়াতাড়ি উঠে পড়লাম নৌকায়!
সেই মুহূর্তটা একদিকে ভয়ংকর, আবার এখন মনে হলে হাসিও পাই। 😅
যাদুকাটা আমাদের শুধু সুন্দর মুহূর্তই দেয়নি, একটা মিনি অ্যাডভেঞ্চারও দিয়ে দিলো!
স্মৃতি হয়ে থাকবে সারাজীবন।
#জাদুকাটা #সুনামগঞ্জ #ভ্রমণগল্প #হাউসবোট #তানভীর_আর_আমি #অ্যাডভেঞ্চার #স্মৃতি