06/05/2023
একটি হ্রদয় কাপানো ছোট্ট ঘটনা: -
আজকের একটা ঘটনা আমার হৃদয়কে খুব বেশি ব্যথিত করেছে কিভাবে বলব আমি আসলে বুঝে উঠতে পারছিনা, একজন রোগী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ঠিক তখন তার চিকিৎসার জন্য তার ছোট ভাইকে ফোন করা হলো যাকে কিনা বিদেশ পাঠিয়েছিল তার শেষ সম্বল টুকু শেষ করে সে ছোট ভাইকে ফোন করে বলা হলো যে আপনার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিডনি ডায়ালাইসিস করতে হবে হার্টের সমস্যাটা বেশি তখন সেই ছোট ভাই উল্টো দিক থেকে বলল যে আসলে এখন এই মুহূর্তে এগুলো কোন কিছুই করা সম্ভব না আমার রোগী যা হবে হোক কিন্তু এখন কিডনি ডায়ালাইসিস কিংবা হার্টের বড় কোন চিকিৎসা করার প্রয়োজন নেই আমার ভাইকে যেভাবে চলতেছে চিকিৎসা সেভাবেই চলুক তেমন বেশি কিছু করতে হবে না যেভাবে চিকিৎসা চলতেছে ঠিক সেভাবেই চলুক আপনাদের তেমন কিছু করতে হবে না আমার ভাই বাঁচলে বাঁচবে আর না বাঁচলেআল্লাহর হাওলা আমাদেরকে বাসায় দিয়ে দেন আমরা তেমন কিছু চেষ্টা করতে চাই না, ওকে , এই কথা শুনে আসার কিছুক্ষণ পর রোগী বলতেছে যে ভাই আমাকে একটু শান্তির ব্যবস্থা করেন আমি যেভাবে শান্তি পাই তখন আমি বললাম যে আপনার তো এরকম এরকম করতে হবে তা আপনার তো আসলে অনেক টাকা দরকার কয় আপনি টাকা চিন্তা করবেন না আমার ভাইয়েরা বিদেশে থাকে ওরা টাকা দিবে আপনার টাকার কোন ঘাটতি হবে না ,আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করেন ,আমি উনার স্ত্রীকে ডেকে বললাম যে আপনার স্বামী বলতেছেন যে উনার চিকিৎসার জন্য যা করার করতে ,আর আপনার দেবরের সাথে কি কথা হয়েছিল আপনি ওনাকে বলেন কারণ এই কথাটা আমি বলতে পারতেছিলাম না তখন উনি বলল যে শোনো তোমার ভাইয়ের কাছে ফোন করা হয়েছিল সে বলেছে সে এখন কোন টাকা পয়সা দিতে পারবে না আর কিডনি ডায়ালাইসিস এর প্রয়োজন নাই যা হওয়ার তা হবে এই কথা শোনার পরে বড় ভাইটি শুধু চোখ দিয়ে পানি পড়া বাকি হাউমাউ করে কেঁদে ওঠা বাকি মনে হয় চোখ দেখে মনে হচ্ছে এখনই অন্তরটা ছিড়ে যাবে ,আহারে, চোখ দেখে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে আর মনে মনে বলতেছে হয়তো ,আহারে এত কষ্ট করে ছোট ভাইকে বিদেশে পাঠালাম আর সেই ছোট ভাই কিনা আমাকে বলছে যে আমার চিকিৎসার দরকার নাই যা হওয়ার হবে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি কি এই দিনের জন্যই আমার ভাইকে এত কষ্ট করে বড় করেছিলাম আর এত টাকা পয়সা খরচ করে তাকে বিদেশে পাঠিয়েছিলাম উনাকে এই কথা বলার কিছুক্ষণ পরেই ওনার আস্তে আস্তে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং উনার অবস্থার অবনতি হতে থাকে এই মুহূর্তে উনার স্ত্রী এসে বলে যে পৃথিবীর যা কিছু হোক না কেন আমি আমার স্বামীকে ডায়ালাইসিস করাইতে চাই এবং উনাকে সুস্থ করতে চাই আপনারা যা করার আছে সবকিছুই করেন আমি আমার স্বামীর চিকিৎসা করাইতে চাই তার কিছুক্ষণ পরেই অবস্থা আরো খারাপ হতে থাকলো ,হয়তোবা কে জানে তার ভাইয়ের এমন কথা শুনেই তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল জানিনা কি অবস্থা হয়েছিল কিন্তু এই যে ছোট ভাইয়ের এই কথাটা কিভাবে বুকের মধ্যে লেগেছে কতটা কষ্ট পেয়েছে তার বড় ভাই সে বিষয়টা একটিবার চিন্তা করা দরকার আসলে যারা বড় থাকে তারা কত কষ্ট করে ছোট ভাইদের কে মানুষ করে বড় করে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে সে যাতে প্রতিষ্ঠিত হয় কিন্তু বড় হয়ে ছোটরা করে কি করে যে বড় হয়ে সে এখন আর বেঁচে না থাকলেও চলবে এমন কপাল এমন কপাল আর কোন বড় ভাইয়ের ভাগকে যাতে না জোটে দুঃখে আমার নিজেরই কান্না পাচ্ছিল আমি কেঁদে দিবো মনে হচ্ছিল কিন্তু ছেলে মানুষ তো কাঁদতে পারিনা তাই শেয়ার করলাম