Sylhet BD View

Sylhet BD View সিলেট বিডি ভিউ 🖼️সাহিত্য এবং জীবনঘনিষ্ঠ যে কোনো বিষয়ে সুন্দর ও সাবলীল প্রকাশ আল্লাহ তাআলার এক বিরাট নিআমত।

সালমান শাহর নামের সাথে জড়িয়ে আছে এখনো এই  সেই ইস্কাটন প্লাজা । যেই বাড়িটি থেকে ক্ষণজন্ম স্বপ্নের নায়ক সালমান শাহ শেষ বিদ...
17/07/2025

সালমান শাহর নামের সাথে জড়িয়ে আছে এখনো এই সেই ইস্কাটন প্লাজা । যেই বাড়িটি থেকে ক্ষণজন্ম স্বপ্নের নায়ক সালমান শাহ শেষ বিদায় নিয়েছেন ।
ফ্লাট নং বি-১১, ইস্কাটন প্লাজা,
১৩১ নিউ ইস্কাটন রোড, ঢাকা ১০০০, বাংলাদেশ।
সালমান শাহ চলে গেছে ২৯ বছর কিন্তু এখনো যদি মগবাজার, বাংলা মটর এসব এলাকায় এসে যদি কেউ জিজ্ঞেস করে যে সালমান শাহ কোথায় থাকতেন । এখনো সবাই দেখিয়ে দেয় । সালমান শাহ নামটি সারা দেশের কোটি কোটি ভক্তদের হৃদয়ে এভাবেই সারাজীবন থাকবে৷।
সারাদেশের সালমান শাহ ভক্তদের প্রতি শ্রদ্ধা জানাই আপনারা সালমান শাহকে স্বরণীয় এবং অমর করে রাখার জন্য ।
ভালো থাকবেন প্রিয় নায়ক পরপারে.....

বিলাইছড়ির দূর্গম তিনমুখ পিলার অভিযানের অভিজ্ঞতা—খাগড়াছড়ি থেকে বান্দরবান এবং তারপর রুমা বাজার। বাজারের একটি হোটেলের খাবার...
17/07/2025

বিলাইছড়ির দূর্গম তিনমুখ পিলার অভিযানের অভিজ্ঞতা—

খাগড়াছড়ি থেকে বান্দরবান এবং তারপর রুমা বাজার। বাজারের একটি হোটেলের খাবার টেবিলে পরিচয় হয় দুজন ত্রিপুরা আদিবাসীর সঙ্গে। তাদের সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারি তিনমুখের কথা। সেখানে একটি সীমানা খুঁটি আছে, যার গায়ে বাংলাদেশ, ভারত ও বার্মা লেখা। বিষয়টি শুনে আমার জানার আগ্রহ আরো বেড়ে গেল। তাদের কাছে জায়গাটির বর্ণনা জানতে চাইলে তারাই যা জানালো, আমি সেখানে যাইনি। সেখানে গিয়ে কী করবো। সেখানে তো কিছু নাই। ভারত থেকে বিএসএফ আসে ওখানে। কোনো টুরিস্ট সেখানে গিয়েছে কি না জানতে চাইলে সে জানায়, ঢাকা থেকে রুবেল ভাই এসেছিল আমাদের পাড়ায়। আমাদের পাড়ার কয়েকজনকে নিয়ে সীমানা পিলার দেখতে যায়। ছবি তোলে। রুবেল ভাইয়ের অনেক সাহস। ভয় পায় না।

ঢাকার রুবেল ভাই নামটি শুনে মনে মনে ভাবলাম এই রুবেল ভাই ঢাকার নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের প্রেসিডেন্ট ওয়াদুদ মহসিন রুবেল নাতো? রুমা বাজারের কেওক্রাডাং হোটেলে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেল। তার সঙ্গে কথা বলে তিনমুখ সম্পর্কে অনেক কিছু জানা যায় তা হলো— তিনমুখ পিলারটি মূলত রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমানায় অবস্থিত। এই তিনকোণা পিলারটির তিনদিকে বাংলাদেশ, ভারত ও বার্মা লেখা। এটি বাংলাদেশের একমাত্র সীমানা পিলার যা তিন দেশের সীমানা নির্ধারণ করেছে। যদিও এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তবুও এখানে বান্দরবান জেলার রুমা হয়ে যাওয়াটাই তুলনামূলকভাবে সহজ। ২০০৭ সালের ২ জানুয়ারি নেচার অ্যাডভেঞ্চার ক্লাব থেকে আব্দুল হক, শশাঙ্ক শাহা, শহীদুল্লাহ ও ওয়াদুদ মহসিন রুবেল যাত্রা করেন তিনমুখ পিলারটির উদ্দেশে। পথে একাধিকবার সমস্যায় পড়লেও আমরা পিছপা হইনি। বরং বেশ কিছু পাহাড়ি গ্রামে যেতে হয়েছে যেখানে পূর্বে কোনো টুরিস্টের সমাগম ঘটেনি। কোনো পাড়ার লোকজনই তিনমুখ পিলারটির অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছিলেন না। এরই মধ্যে আমরা তিন হাজার ফিট উঁচু লুকুহ পাহাড় অতিক্রম করে আসি। এ পাহাড়টির চূড়ায় দাঁড়িয়ে আমরা প্রথমবারের মতো দেখতে পাই বাংলাদেশে সবচাইতে উঁচু পাহার 'সাকা হাফং'। তার পর পথচলি তিনমুখ পিলারটির সন্ধানে। এ পর্যায়ে তিনমুখ পিলারটির সম্পর্কে তথ্য পেয়ে ছুটে যাই বি-ক্রেসফাই নামক একটি খুমি পাড়ায়। এ পাড়ার কারবারি পরদিন সকালে আমাদের নিয়ে যায় একটি সীমানা পিলারে। আমরা সীমানা পিলারটিতে পৌঁছে বুঝতে পারি এটি তিনমুখ সীমানা পিলার নয়। পরে আমরা বেরিয়ে পড়ি তিনমুখ পিলারটির সন্ধানে। ততদিনে বেশ কয়েকদিন পেরিয়ে যায়। এমন সময় ত্রিপুরা এক লোকের মুখে জানতে পারি তিনমুখ পিলারটির অবস্থানের কথা। ছুটে চলি তার দেখানো পথে। অবশেষে পৌঁছে যাই ধুপ্পানিছড়া পাড়ায়। এ পাড়ায় কারবারি সাদিজন ত্রিপুরা আমাদের জানান, এ পাড়া থেকেই যেতে হয় তিনমুখ পিলারটিতে। এ পাড়ার জনা ত্রিপুরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যায় তিনমুখ পিলারটিতে। তিনমুখ পিলারের জায়গাটি অনেকটা ইংরেজি ডব্লিউ অক্ষরের মতো। ডব্লিউর মাখখানের অংশে তিনমুখ পিলারের অবস্থান। আর দুপাশে লাইস্রা হাফং ও হাক্সে হাফং নামক দুটি পাহাড়। তিনমুখ থেকে খাড়া নেমে গেলেই ভারত ও মিয়ানমার।

📌 তিনমুখ পিলার অভিযান ২০০৮।

ঢাকা-সিলেট মহাসড়কে খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ২০ কিলোমিটারজুড়ে তীব...
16/07/2025

ঢাকা-সিলেট মহাসড়কে খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তি পড়েন। ছবিটি মঙ্গলবার (১৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু থেকে ভোলা হয়।

ছবি: ফোকাস বাংলা

লন্ডনে প্রবাসী ভোটাধিকার
16/07/2025

লন্ডনে প্রবাসী ভোটাধিকার

রাঙ্গামাটি ও বান্দরবান দুই জেলার দুই ঝুলন্ত সেতু
15/07/2025

রাঙ্গামাটি ও বান্দরবান দুই জেলার দুই ঝুলন্ত সেতু

সিলেটের বিশ্বনাথ উপজেলার  খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে ঐতিহাসিক সেই রাজ-রাজেশ্বরী মন্দির। ধারণা করা হয়, মন্দিরটি...
15/07/2025

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে ঐতিহাসিক সেই রাজ-রাজেশ্বরী মন্দির। ধারণা করা হয়, মন্দিরটি ৬ শত বছরের পুরনো। এর নির্মাণশৈলীর সাথে কিছুটা মিল পাওয়া যায় জৈন্তার রাজবাড়ির স্থাপনার।

এই রাজ-রাজেশ্বরী মন্দির সংস্কার করলে এটি একটি পর্যটন স্পটে পরিণত হতে পারে।

ছবি: আব্বাস হোসেন ইমরান

15/07/2025

আব্দুর-রহিম-পীর-সাহেব-আর-নেই

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।সতর ঢাকা...
12/07/2025

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:

মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!

আমীন

09/07/2025

সিলেট বিডি ভিউ:‘সাত সমুদ্র তেরো নদী বাঙালিয়ানা নিরবধি’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশী আমেরিকান কালচারাল অ্....

কুষ্টিয়া মোহিনী মিলের মধ্যে রয়েছে একটি নেপালি পাড়া। এ যেন কুষ্টিয়া শহরের বুকে একটুকরো নেপাল। ১৯০৮ সালে যখন মোহিনী মিলস প...
08/07/2025

কুষ্টিয়া মোহিনী মিলের মধ্যে রয়েছে একটি নেপালি পাড়া। এ যেন কুষ্টিয়া শহরের বুকে একটুকরো নেপাল। ১৯০৮ সালে যখন মোহিনী মিলস প্রতিষ্ঠিত হয় তখন নেপাল থেকে আনা হয় কয়েকশো প্রহরী, যারা ছিলেন দুর্দান্ত সাহসী, শক্তিশালী, প্রশিক্ষিত ও বিশ্বস্ত। তাদের বসবাসের জন্য মিলের ২নং গেটের সামনেই স্থাপন করা হয় একটি কলোনি। মিল বন্ধ হয়েছে বহু বছর আগে। তবে সেই 'নেপালি পাড়া' নামে খ্যাত কলোনিটি এখনও আছে। এই কলোনিতে প্রায় ৫০টি নেপালি পরিবার এখনও বসবাস করেন। তারা সকলেই বাংলাদেশের নাগরিক, তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন বাংলাদেশের পরিচয় বহন করে। তারা এখন মনেপ্রাণে বাংলাদেশী।

এই পল্লীর মানুষগুলো খেলাধুলায় পারদর্শী, শিক্ষিত, সবল এবং ছোট-বড় বিভিন্ন ধরণের চাকরিবাকরির সাথে জড়িত। তারা এতটাই ভদ্র যে, ওদের পাড়ায় বেড়াতে গেলে চা-বিস্কুট না খাওয়ায়ে ফিরতে দেয় না। আমি ওদের পাড়ায় মাঝেমধ্যেই বেড়াতে যাই। ছবিতে (ডান থেকে) গৌরী রাণী, তার পুত্রবধূ তিন্নি, তিন্নির শ্বশুর শঙ্কর বাহাদুর রানা (বাবু) এবং আমি। আজ সকালে গিয়েছিলাম ওদের পাড়ায়।

সূত্র: ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া

একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন,“এই চাকরির জন্য আপনি কত বেতন আশা কর...
07/07/2025

একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন,
“এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন?”

মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
“অন্তত ৯০,০০০ টাকা।”

বস তার দিকে তাকিয়ে বললেন,
“আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে?”

মহিলা উত্তর দিলেন,
“জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি।”

বস হাসিমুখে বললেন,
“দাবা তো খুব মজার খেলা। বলুন তো, দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয়?”

মহিলা হাসি দিয়ে বললেন,
“ওজির।”

বস বললেন,
“কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য।”

মহিলা গম্ভীরভাবে বললেন,
“হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয়, কিন্তু ওজিরের মধ্যে সব গুণ রয়েছে। সে তির্যক চলতে পারে, সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায়।”

বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞাসা করলেন,
“তাহলে রাজাকে আপনি কেমন দেখেন?”

মহিলা বললেন,
“দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে, যখন ওজির তার চারপাশে সবদিক থেকে রক্ষা করে।”

বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরও জানতে চাইলেন,
“তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন?”

মহিলা নির্দ্বিধায় বললেন,
“রাজা।”

বস কিছুটা অবাক হয়ে বললেন,
“কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন। তাহলে নিজেকে কেন রাজা বলছেন?”

মহিলা হালকা হাসি দিয়ে বললেন,
“কারণ আমি একজন রাজা, আর আমার ওজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সবসময় রক্ষা করতেন। কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই।”

বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন,
“তাহলে আপনি এই চাকরি কেন করতে চান?”

মহিলা চোখের কোণে জল নিয়ে বললেন,
“কারণ আমার ওজির চলে যাওয়ার পর, এখন আমাকে নিজেই ওজির হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে।”

ঘরের মধ্যে গভীর নীরবতা নেমে এল। বস হাততালি দিয়ে বললেন,
“আপনি এক সাহসী নারী। শুভকামনা আপনার জন্য।”

এই গল্পটি সমস্ত নারীদের জন্য এক অনুপ্রেরণা।

জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যেকোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা ও সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি, যেন তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে।
#মনোবিজ্ঞান_ও_প্রযুক্তির_কথা

Address

Sylhet

Telephone

+8801711338911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet BD View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet BD View:

Share