Sk Sojib Vlogs

Sk Sojib Vlogs This is sojibkhan from Bangladesh

08/02/2024

📍 শ্রীমঙ্গল

06/02/2024

শ্রীমঙ্গল শহরে নতুন একটি লেকের সন্ধান পাওয়া গেছে | Sreemangal notun lake

05/02/2024

মাত্র 100 টাকায় মুরগির কালো ভুনা কুঁড়েঘর রেস্টুরেন্ট শ্রীমঙ্গল | sreemangal koregaor restaurant

02/02/2024

গরিবের সাজেক ভ্যালি শ্রীমঙ্গল শহরের নতুন একটি স্পট। ভ্রমণ গাইড। Sajek Valley Sreemognl

এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করেছি যদি এই ভিডিওতে আপনাদের জায়গার লোকেশন টি চিনতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে আপনি বললে আপনাকে সঠিক তথ্য সহজভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

এই ভিডিওর মিউজিক টা যদি আপনার পছন্দ হয়ে তাহলে আপনি আমার মত তাদের লিংকটা আমি যেভাবে শেয়ার করেছি সেভাবে ঠিক শেয়ার করে মিউজিকটা ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ একটি কপিরাইট ফ্রি মিউজিক



https://youtu.be/QBM-kM6HQ4s?si=_Uez658Ne2gechQN

#শ্রীমঙ্গল #ভ্রমণ_গাইড #মৌলভীবাজার #2024

31/01/2024

তাহেরী হুজুরের ওয়াজে গিয়ে গরম গরম জিলাপির স্বাদ নিলাম

30/01/2024

পাগল ছাড়া দুনিয়া চলে না | শ্রীমঙ্গল অধ্যায় পিঠা উৎসব ২০২৪

21/01/2024

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো

#শ্রীমঙ্গল

20/01/2024

হরিণচড়া চা বাগানের খ্রিস্টান ধর্মের গির্জাগর শ্রীমঙ্গলের সবচেয়ে বড় চা বাগান

16/01/2024

হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি দরবার শরীফের গজার মাছ

13/01/2024

হযরত শাহ মুস্তফা শের-ই-সাওয়ার চাবুকুমার বাগদাদী (রঃ) অলৌকিক ঘটনা

07/01/2024
06/01/2024

দার্জিলিং টিলা

05/01/2024

গ্রাম বাংলার চিত্র গুনাগড় উত্তর ইউনিয়ন

#গ্রাম_বাংলা #কুমিল্লা #ভ্রমণ


24/12/2023

ছবির মতো সাজানো সুন্দর এই ‘দার্জিলিং টিলা’

18/12/2023

কুমিল্লা জেলার ঐতিহাসিক একটি মসজিদ

10/12/2023

বোনাস বইটির লেখক টিপু সুলতান নিজেই হকারি করে বই বিক্রি করছেন|| BONUS book 📚 Tipu sultan

#2023

06/12/2023

নার্গিস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী (ইতিহাস) kazi nazrul Islam

নার্গিস আসার খানম (সৈয়দা খাতুন) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী

অনেক কবিতা নার্গিসকে কেন্দ্র করে রচনা করেন। ছায়ানটের মোট ৫০ টি কবিতার মধ্যে "বেদনা অভিমান'; "অবেলায়"; "হার মানা হার"; "অনাদৃতা"; "হারামনি"; মানস বধু; বিদায় বেলায়; পাপড়ি খেলা; ও বিধূর পথিক সহ মোট নয়টি কবিতা নার্গিসকে কেন্দ্র করে লেখেন।

নার্গিস আসার খানম বর্তমান কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের খাঁ বাড়ির আসমাতুন্নেসার মেয়ে। তার পিতার নাম মুন্‌শী আবদুল খালেক। নার্গিসের মামা আলী আকবর খান নজরুলের সাথে কলকাতায় পাশাপাশি থাকতেন। তিনি নজরুলকে তার বাড়ি কুমিল্লায় নিয়ে যান ১৯২১ সালে, উদ্দেশ্য ছিল তার পরিবারের কোন মেয়ের সাথেই নজরুলের বিয়ের ব্যবস্থা করা। নজরুলও নার্গিসকে পছন্দ করেন এবং বিয়েতে রাজি হন। এই সময় আলী আকবর খান নজরুলকে তার কলকাতার কোন বন্ধুদের চিঠি দিতেন না এমনকি নজরুলের চিঠিও কলকাতায় পোস্ট করার আগেই সরিয়ে ফেলতেন। বিয়ের প্রায় কিছুদিন আগে নজরুল এই ঘটনা গুলো জানতে পারেন। নার্গিসের দ্বিতীয় স্বামী কবি আজিজুল হাকিম পরবর্তিতে সেই চিঠি গুলো জনসম্মুখে প্রকাশ করেন।

১৩২৮ বঙ্গাব্দের ৩ আষাঢ় শুক্রবার কবির সাথে নার্গিসের বিয়ের দিন ধার্য হয়। সেদিন বিয়ের আকদ্‌ সম্পন্ন হলেও (কিছু ঐতিহাসিক দ্বিমত পোষণ করেন) কাবিনে ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয়। নজরুল বাসর সম্পন্ন না করেই নার্গিসকে ছেড়ে দৌলতপুর ত্যাগ করেন। এরপর নজরুলের সাথে নার্গিসের দেখা হয় ১৫ বছর পরে। তখন তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে। কবি আজিজুল হাকিমের সাথে নার্গিসের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। [১]

নার্গিসের মামা আলী আকবর খানের সাথে নজরুলের পরিচয় কলকাতায় ৩২ নং কলেজ স্ট্রিটে। আলী আকবর খান সম্রাট বাবরের জীবনী নিয়ে একটা নাটক লিখেছিলেন এবং টুকটাক পুস্তিকা লিখে নিজেই ফেরি করে বিক্রি করতেন। সেই সব পুস্তিকায় আলী আকবর খান রচিত কিছু কবিতাও থাকত। তার সেসব হাস্যকর কবিতা দেখে নজরুল নিজে “লিচু চোর” কবিতাটি আলী আকবর খানকে লিখে দেন। এতে খুশি হয়ে সে নজরুলকে তার গ্রামের বাড়ি তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লাতে দাওয়াত দেন। এই আলী আকবরকে নজরুলের বন্ধুরা তেমন পছন্দ করতেন না এবং সর্বদাই তার থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। কিন্তু সরল মনা নজরুল কখনই বন্ধুদের উপদেশ গ্রহণ করেননি। ১৯২১ সালের মার্চে নজরুল আলী আকবর খানের সাথে বন্ধুদের কিছু না জানিয়েই কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেন। ময়মনসিংহের ত্রিশাল ছাড়ার পর এটাই ছিল নজরুলের প্রথম পূর্ববঙ্গ যাত্রা। যাবার পথে তিনি “নিরুদ্দেশ যাত্রা” কবিতাটি লেখেন।

#কুমিল্লা #কবি_নজরুল_ইসলাম #জমিদার_বাড়ি #নার্গিসের_ইতিহাস




https://youtu.be/PIxcXYsaXg0?si=HOVlVnaCoUrz-mR7

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sk Sojib Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share