14/08/2025
এই প্র*তা'রক মহিলা থেকে সাবধান!
সিলেটের বিভিন্ন গ্রাম এলাকায়, বোরকা পরিহিত এই বয়স্ক মহিলা বিভিন্ন অজুহাত দেখাবে,, তিনি খুব বিপদগ্রস্ত, উনার স্বামী হাসপাতালে ভর্তি, কিংবা ছেলে, জেলে মি'থ্যা মা'ম'লায়। উনার খুব বেশি টাকার দরকার।। তাই তিনি বাধ্য হয়ে উনার সোনার গহনা বিক্রি করতে চাচ্ছেন একেবারে কমদামে।।
এটা একটা প্র'তা'রণার কৌশল,, স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী প্রথমে নিজের কাছে থাকা আসল সোনার চেইন দেখিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করেন। এমনকি চেইনটি সোনার দোকানে নিয়ে যাচাই করান, যাতে সবাই নিশ্চিত হয় এটি আসল। কিন্তু আসল প্রতারণাটি ঘটে যখন তিনি অবিকল দেখতে নকল চেইন একটি বক্সে রেখে আসল চেইনটি গোপনে নিয়ে যান। ন'ক'ল ও আসল চেইনের মধ্যে খালি চোখে পার্থক্য বোঝা প্রায় অসম্ভব।
পরিবার, বন্ধু ও সামাজিক মাধ্যমে এ ধরনের কৌশল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন। যাহাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়। এই নারী কে সবাই চিনে রাখুন।